|
|
|
|
কাটোয়ার পরে গাইঘাটা |
সময়সূচি না মেনেই উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষা |
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
বর্ধমানের কাটোয়ার পর ফের উত্তর ২৪ পরগনার গাইঘাটা। উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষার নির্ধারিত সূচির আগেই পরীক্ষা নেওয়া হল গাইঘাটার কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠে। বৃহস্পতিবার ও শুক্রবার ওই পরীক্ষা নেওয়া হয়েছে। প্রসঙ্গত একই ভাবে বর্ধমানের কাটোয়ায় কোশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউশনেও উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেওয়া হয়েছিল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দিষ্ট করে দেওয়া সময়সীমার আগেই ওই পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে সোরগোল পড়ে যায়। শেষ পর্যন্ত সেই প্র্যাক্টিক্যাল পরীক্ষা বাতিল করে দেয় সংসদ। কারণ সংসদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ২০১২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্র্যাক্টিক্যাল ৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারির মধ্যে নিতে হবে। কিন্তু তারপরেও ফের একই ঘটনা ঘটায় সংসদের নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।
সংসদের নির্দেশিকা থাকা সত্ত্বেও কেন তা অমান্য করে পরীক্ষা নেওয়া হল? এর উত্তরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশচন্দ্র সেন চৌধুরী বলেন, “২০১২ সালের ৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারির মধ্যে উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিতে হবে এমন কোনও নির্দেশ বিদ্যালয়ে আসেনি। তা ছাড়া সংসদের পক্ষ থেকে কিছুদিন আগেই স্কুলে প্র্যাক্টিক্যাল পরীক্ষার প্রশ্ন পাঠিয়ে দেওয়া হয়েছে।’’ প্রধান শিক্ষকের আরও দাবি, দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা কত তারিখের মধ্যে নিতে হবে এমন কোনও নির্দেশ অতীতেও ছিল না।
গাইঘাটার কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সংসদের নিদের্শ না পাওয়ার কথা জানালেও বনগাঁ হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ ঘোষ অবশ্য সংসদের পাওয়ার কথা স্বীকার করেছেন। দিলীপবাবু বলেন, “সংসদের তরফে আমাদের স্কুলকে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।” কাটোয়ার স্কুলে এমন ঘটনার পরে সংসদের তরফে জানানো হয়, এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণের কাজ এখনও হয়নি। তার আগেই কোনও ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবে গণ্য হতে পারেন না। যখন তাঁরা পরীক্ষার্থী হিসাবেই গণ্য হচ্ছেন না, তখন তাঁরা পরীক্ষাও দিতে পারেন না। সংসদ সূত্রে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগে স্কুল কর্তৃপক্ষ যে প্র্যাক্টিক্যাল নিয়েছেন তা বৈধ বলে গণ্য হতে পারে না।
এদিকে কাটোয়ার ঘটনার পরেও গাইঘাটার ওই স্কুলে উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষা কী ভাবে নেওয়া হল তা নিয়ে সংশয় প্রকাশ করেন উত্তর ২৪ পরগনা জেলা স্কুলপরিদর্শক অমর শীল। তিনি বলেন, “কাটোয়ার স্কুলের ঘটনার পরে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। তাই গাইঘাটার ওই স্কুলের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা নিলেও তার কোনও গুরুত্ব নেই।” |
|
|
|
|
|