ডিসেম্বর ২০১১


এই সংখ্যায় ‘বড়দিন’
বছরের শেষের ক’টি দিন সমগ্র বিশ্ব এক ছুটির উন্মাদনায় মেতে ওঠে। আর তার রেশ চলে বছরের প্রথম দিনটি পর্যন্ত। কেক কাটা থেকে গির্জায় প্রার্থনা, সান্টার ঝোলা থেকে ক্যারোলের সুর, সবের ভেতরে উত্সবের বাঁধনহারা আনন্দ। কেউ কেউ আবার বেরিয়ে পড়েন এই দিনগুলিকে অন্যত্র কাটানোর ইচ্ছায়। ছন্দে, আলোকে, সুরে, প্রার্থনায়, ভোজনে, ভ্রমণে সর্বত্রই তাই ছুটির আমেজ। যিশুর জন্মদিনের আনন্দ ভাগ করে নেন সারা বিশ্বের মানুষ। সেই আনন্দ মুহূর্তের সাক্ষী হতে ‘আপনার কলমে’-র হাত ধরে চলে যাওয়া যাক সিডনি। আলোর বর্ণমালায় সেজে ওঠা সিডনির পাশাপাশি ‘ফোটো শপ’এ সান আন্তোনিওর উত্সব চিত্র। বড়দিনের সময়টায় এই বাংলায় ভরপুর শীত পড়ে যাবে। বনভোজন ছাড়াও যদি এক-দু’দিনের ছুটি কাটাতে মন চায় তবে ঘুরে আসা যেতে পারে কাছেপিঠে কোথাও। তেমনই তিনটি ঘোরার গল্প নিয়ে ‘কেমন সে দেশ’।


আপনার কলমে
বড়দিনের সিডনি একই রকম রঙিন বর্ষবরণেও

ডিসেম্বরের গোড়া থেকেই জায়গায় জায়গায় শুরু হয়ে যায় ক্রিসমাস পালনের ‘ধুম’। বিভিন্ন অফিস-দোকানগুলো তখন ‘ক্রিসমাস ট্রি’
ও অন্যান্য সাজে অনেক বেশি উজ্জ্বল ও রঙিন। ছোটদের জন্যও থাকে দেদার মজার আয়োজন। শপিংমলগুলোতে সান্টার মায়াবী রাজ্যে
উপস্থিত থাকে স্বয়ং সান্টা। স্বপ্নের জগৎ থেকে নেমে আসা উপহারের ডালি নিয়ে সে আমাদেরই অপেক্ষায়। আর ঠিক এই সময়
থেকেই শুরু হয়ে যায় সরকারি ভাবে ‘সিটি অফ সিডনি’র ক্রিসমাস উৎসব। লিখছেন
বিস্তারিত....



ক্যামেরাও কথা বলে। সেই রং-বেরঙের ছবির সাম্রাজ্যেও অবাধ বিচরণ হাওয়াবদল-এর।
রঙিন মুহূর্তগুলিকে একের পর এক সাজিয়ে শোনানো হবে বেড়ানোর অন্যরকম গল্প।
এই সংখ্যায় ক্যামেরা শোনাবে
সান আন্তোনিওর বড়দিন ও নিউ ইংল্যান্ডে রং-বদলের গল্প।
মাঝ-মাসের সংযোজন

শীতের সব্জির তালিকা করা হলে প্রথম দিকেই থাকবে যে নামটি, সেটি বেগুন। দোষ-গুন যাই থাক
বেগুনের নানা পদ বাঙালি অতি প্রিয়। ভাজা থেকে শুক্ত বা মাছের ঝোলের সহকারী থেকে নিতান্ত বেগুন
পোড়া, পদের তালিকা করলে লিস্টি শেষ হওয়া কঠিন। পরিচিত সমস্ত পদের বাইরে গিয়ে বেগুনের কয়েকটি
‘এক্সক্লুসিভ রেসিপি’ নিয়েই শুধু আপনার রান্নাঘর। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর নিয়ে সংবাদের হাওয়াবদল
 


 

‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়:
হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা,
ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০০১
ই-মেল করুন
haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com

 
এ যাবৎ ২০১১
সাইপ্রাস
ও নায়াগ্রা
লে-লাদাখ
কার্গিল ও পুষ্কর
কানকুন ও রকি
মাউন্টেন ন্যাশনাল পার্ক
জাপান ও স্মোকি
মাউন্টেন ন্যাশনাল পার্ক
নোভা স্কশিয়া
ও লঙ্কাভি
কুরুম্মা ও
ইংলিশ চ্যানেল
ভেনিস ও হাওয়াই ভূ-স্বর্গ সবুজের ডাকে

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


রোজের আনন্দবাজারএ বারের সংখ্যা • সংবাদের হাওয়াবদল আপনার রান্নাঘর • খানা তল্লাশি • পুরনো সংস্করণ