l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
লর্ডস থেকে হাজতে
ক্রিকেটের শাপমুক্তির লক্ষ্যে বেনজির সাজা
নিজস্ব প্রতিবেদন
ক্রিকেটের ইতিহাসে এমন দৃশ্য কখনও দেখা যায়নি। অপরাধী সাব্যস্ত তিন ক্রিকেটার আদালত থেকে বেরোচ্ছেন। আর তাঁদের ‘এসকর্ট’ করে নিয়ে যাচ্ছেন জেল অফিসাররা। খানিক ক্ষণ আগে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে বিচারপতি জেরেমি কুক তাঁর রায় শুনিয়েছেন। অপরাধী নম্বর ১: কলঙ্কিত লর্ডস টেস্টে পাক অধিনায়ক সলমন বাট। স্পট ফিক্সিংয়ে প্রধান অভিযুক্ত। লর্ডসে জুয়াড়ির সঙ্গে যোগসাজশে মোটা টাকার বিনিময়ে তাঁর দুই পেসারকে দিয়ে তিনটে ‘নো বল’ করিয়েছিলেন। বিচারপতির মতে, যিনি কেলেঙ্কারিতে নেতৃত্ব দিয়েছেন। দু’বছর ছ’মাসের জেল। অপরাধী নম্বর ২: পাক পেসার মহম্মদ আসিফ। তিনটে নো বলের একটা তাঁর করা। টাকা যে নিয়েছিলেন তা প্রমাণিত। এক বছরের কারাদণ্ড। অপরাধী নম্বর ৩: পাক পেসার মহম্মদ আমের। তিনটে নো বলের দু’টো তিনি করেছিলেন।
বিস্তারিত...
এই সংক্রান্ত আরও খবর...
•
লাই ডিটেক্টর চাই ২৪ ঘণ্টা
•
শাস্তি প্রাপ্য ছিল, রায় ক্রিকেট বিশ্বেরও
•
ক্রিকেটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করা হোক
•
নাটকের শুরু নো বলে, শেষ জেলে
ইংকা সভ্যতার ‘মাচু পিচু’ বিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার!
পাশাপাশি উগান্ডার রাজধানী থেকে অল্প দূরের পাঙ্গা অভয়ারণ্যে মানুষখেকো
‘পিঁপড়ে’ আর মার্কিন মুলুকের গিঙ্গো পেট্রিফায়েড ফরেস্টে রয়েছে
‘
র্যাটল
স্নেক’-এর হাতছানি। ঐতিহাসিক থেকে প্রাগৈতিহাসিক এমনই
সব জায়গার কথ্যচিত্রের পাশাপাশি ছবিতে শোনানো হল ‘মেইন’-এর গল্প।
উন্নয়নের সমন্বয়ে প্রশাসনিক কমিটি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
উন্নয়নের কাজে আরও ‘গতি এবং সমন্বয়’ আনতে গোটা রাজ্যেই মহকুমাশাসক (এসডিও) এবং বিডিও’দের বাড়তি ক্ষমতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের কাজকে ‘রাজনীতিমুক্ত’ করার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী, ‘অচল’ হয়ে-পড়া রাজ্যের প্রায় ৫০ ভাগ পঞ্চায়েত এলাকায় উন্নয়নের যাবতীয় দায়িত্ব পালন করবেন বিডিও-রা। পঞ্চায়েতে কোনও ‘অচলাবস্থা’ তৈরি হলে বিডিও-রা ‘প্রয়োজনে’ হস্তক্ষেপ করতে পারবেন। জঙ্গলমহলের ‘অচল’ পঞ্চায়েতগুলির জন্য যে সিদ্ধান্ত আগেই নিয়েছেন মুখ্যমন্ত্রী। উন্নয়ন এবং সরকারি কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে ত্রিস্তরীয় প্রশাসনিক কমিটি হবে জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিও-দের নিয়ে।
বিস্তারিত...
সময়ে নয়াচর না হলে জমি ফেরাবে রাজ্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
নয়াচর প্রকল্প নিয়ে প্রসূন মুখোপাধ্যায়ের সংস্থার সঙ্গে নতুন করে চুক্তি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়ে দিল, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হলে সমস্ত জমি ফিরিয়ে নেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের প্রায় জনবসতিহীন দ্বীপ নয়াচরে পেট্রো-রসায়ন শিল্পতালুক তৈরির জন্য প্রসূনবাবুদের নিউ ক্যালকাটা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (এনকেআইডি) সংস্থার সঙ্গে ২০০৬ সালে চুক্তি করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। এই শিল্পতালুক তৈরির কাজ শুরুর আগেই দু’পক্ষের মধ্যে বিরোধের জেরে মূল চুক্তিটি বাতিল হয়ে যায় এ বছরের মার্চে। মমতার সরকার সেই এড়কেআইডি-র হাতেই ফের নয়াচর তুলে দিল। তবে পেট্রো-রসায়ন শিল্পতালুক গড়ার জন্য নয়। (এ ব্যাপারে মমতার বরাবরের আপত্তি) পরিবেশ-বান্ধব শিল্প গড়ার জন্য। নতুন চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল, ২০২৭ সালের মধ্যে নয়াচরে প্রকল্পের কাজ শেষ করতে হবে।
বিস্তারিত...
সচিবের সফরেও হাজিরায় ঢিলেমি কাটেনি কর্মীদের
কাজী গোলাম গউস সিদ্দিকী • কলকাতা
নির্দিষ্ট সময়ের আগেই চলে এসেছেন ডাক্তার। তারও আগে থেকে লাইনে দাঁড়িয়ে রোগীরা। কিন্তু চিকিৎসা পাচ্ছেন না কেউই। কেন? যিনি চিকিৎসকের কাছে ‘আউটডোর কার্ড’ পাঠাবেন, সেই কর্মীই যে গরহাজির। হাসপাতালের ডেপুটি সুপার এসে জানালেন, ওই কর্মীর পৌঁছতে ১০টা বেজে যাবে। স্থান: ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল। নিউরো সার্জারি বিভাগ। কাল: বৃহস্পতিবার সকাল। ২৪ ঘণ্টা আগে রোগী সেজে ওই হাসপাতালের হালহকিকতই সরেজমিনে দেখে গিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব সঞ্জয় মিত্র। যাচাই করেছেন, নিয়ম মেনে সকাল সওয়া ৯টার মধ্যে বহির্বিভাগ খুলছে কি না। তাঁর আচমকা সফরে সতর্ক হয়ে চিকিৎসকদের একটা বড় অংশ বৃহস্পতিবার সময় মেনে চলে এলেও বাগ মানানো যায়নি চতুর্থ শ্রেণির কর্মীদের। অথচ বহির্বিভাগ চালু করার ক্ষেত্রে তাঁদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসচিব আসার পরেও পরিস্থিতি বদলাল না কেন?
বিস্তারিত...
বিজ্ঞান ও প্রযুক্তি
• চাঁদের থেকেও পৃথিবীর কাছে আসছে গ্রহাণু
বামফ্রন্ট প্রার্থী এসএফআই নেতা ঋতব্রত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
দলে ‘শুদ্ধকরণ’ অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে স্বচ্ছ ভাবমূর্তির ছাত্র নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করল সিপিএম। ঘটনাচক্রে ওই কেন্দ্রে প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিজেপিও। যদিও ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উপনির্বাচনে প্রার্থী দেয়নি বিজেপি। এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত টেলিভিশন-বিতর্কের সুবাদে পরিচিত মুখ। বৃহস্পতিবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে প্রার্থী হিসেবে ঋতব্রতর নাম চূড়ান্ত হওয়ার পরে রাজ্য নেতৃত্ব কথা বলেন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের সঙ্গে। আলিমুদ্দিনে ডাকা হয় ঋতব্রতকে। তার পরে বামফ্রন্ট শরিকদের জানিয়ে ঋতব্রতর নাম ঘোষণা করা হয়। বুধবার প্রার্থী হিসেবে সুব্রত বক্সীর নাম ঘোষণা করে তৃণমূল। প্রার্থী বাছাইয়ের জন্য সিপিএমের হাতে বেশি সময় ছিল না।
বিস্তারিত...
কলকাতার বিভিন্ন মেডিক্যাল
কলেজে বিশেষ ‘শিশু ব্লক’
সোমা মুখোপাধ্যায় • কলকাতা
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা জেলা হাসপাতালেই হয়তো তাঁর প্রসব হতে পারত নির্বিঘ্নে। অথচ সেই আসন্নপ্রসবাকে নিয়ে আত্মীয়-পরিজনেরা সোজা কলকাতা রওনা হলেন। পথের ধকলে তাঁর নিজের শরীরের ক্ষতি তো হলই, গর্ভস্থ শিশুও হয়ে পড়ল বিপন্ন। শেষে মহানগরের কোনও হাসপাতালে যখন শিশুটি জন্ম নিল, দেখা গেল তাকে বাঁচিয়ে রাখাই কঠিন। মায়ের প্রাণও সঙ্কটে। অপ্রয়োজনে কলকাতায় রোগী ‘রেফার’ বন্ধ করতে জেলায় জেলায় সরকারি চিকিৎসা-পরিকাঠামো উন্নতির যতই চেষ্টা হোক, স্বাস্থ্যকর্তারা মানছেন যে, আমজনতার মনে এখনও গ্রাম বা মফস্সলের সরকারি চিকিৎসা সম্পর্কে তেমন ভরসার জায়গা তৈরি হয়নি। অনেক সময়ে দরকার না-থাকলেও তাঁরা দূরদূরান্ত থেকে কলকাতায় পাড়ি দিচ্ছেন, এমনকী পূর্ণ গর্ভবতীকে নিয়েও। যার পরিণতি দাঁড়াচ্ছে বিপর্যয়ে। সমস্যাটির সমাধান যে রাতারাতি সম্ভব নয়, স্বাস্থ্যকর্তারা তা-ও মানছেন। তাই শিশুমৃত্যু ঠেকাতে এ বার কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘বিশেষ ব্লক’ খোলার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।
বিস্তারিত...
ফেল রদে সিঁদুরে মেঘ দেখছে শিক্ষাজগৎ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প্রাথমিকে পাশ-ফেল উঠে গিয়েছে বামফ্রন্টের আমলেই। আরও এক ধাপ এগিয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল ব্যবস্থা তুলে দিচ্ছে রাজ্যের নতুন সরকার। সেই সঙ্গে স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি প্রথারও বিলোপ ঘটছে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০০৯ সালে সংসদে পাশ হওয়া শিক্ষার অধিকার আইন অনুযায়ী শিশুদের স্কুলে ভর্তির সময় প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না। সেই সঙ্গে লটারিও বন্ধ হলে কোন পদ্ধতিতে ভর্তি হবে, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। গত মঙ্গলবারেই এক আলোচনাসভায় রাজ্যের বেশির ভাগ শিক্ষক সংগঠন জানিয়ে দিয়েছিল, তারা অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল ব্যবস্থা রদের বিরোধী।
বিস্তারিত...
এক নজরে...
•
আজ বৈঠকে বসছে ‘অসন্তুষ্ট’ তৃণমূল
•
সদ্যোজাতের মৃত্যুও কি অ্যাসিডে, ময়না-তদন্ত
•
ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য স্বাস্থ্য দফতর
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
ভরদুপুরে আগ্নেয়াস্ত্র
দেখিয়ে ব্যাঙ্কে লুঠ
রাজ্য
শিক্ষায় রাজনীতি
হটাতে ব্রাত্য হাতিয়ার
করলেন কারাটদেরই
জেলা স্তরে ‘সংরক্ষণের’
দাবি সিপিএম নেতাদের
দেশ
মানচিত্রে ভুল নিয়ে প্রশ্ন
শুনে ক্ষিপ্ত চিনা রাষ্ট্রদূত
ফের জামিন নাকচ, কোর্টেই
কেঁদে ফেললেন কানিমোঝি
বিদেশ
মিশ্র অর্থনীতিতেই
সঙ্কটমুক্তি, নিদান
বাতলে দিলেন মনমোহন
গণভোট থেকে সরে
আসারই ইঙ্গিত গ্রিসের
ব্যবসা
মাঝরাত থেকেই বাড়ল
পেট্রোলের দাম
গুজরাতে পা রাখল ফরাসি
গাড়ি সংস্থা পুজো-ও
খেলা
পাঁচের জংশনের দিকে
বাংলাকে টানছেন
এখন ‘ছোটে দাদা’
রাজ্য বিদ্যালয় ভলিবলে
পরাজিত হুগলি
ও হাওড়ার দল
স্বাস্থ্য
চাওয়া হল কী আর পাওয়া
গেল কী, দিশাহারা কর্তারা
হাসপাতালের বেহাল
দশা, জখম বৃদ্ধকে
নিয়ে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী
জীবজগত্
ইস্পাত কলোনিতে প্লাস্টিক
কুড়োচ্ছেন দুঃস্থ মহিলারাই
ছড়িয়ে পড়ছে দলমার
দল, বদলাচ্ছে খাদ্যাভ্যাস
সম্পাদকীয়
নূতন কৌশল
ঔদাসীন্যের পরিণাম
কলকাতা
৩০.৫/২০.০
আজকের দিনে
• ১৯৭২:
অভিনেত্রী
তব্বু-র জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.