উত্তরবঙ্গ |
শাখা কমিটি
কমাচ্ছে সিপিএম |
অনুপরতন মোহান্ত, বালুরঘাট ও অরিন্দম সাহা, কোচবিহার: উত্তরবঙ্গের দুই প্রান্তের জেলা দক্ষিণ দিনাজপুর ও কোচবিহারের বেশ কিছু এলাকায় দলের লোকাল ও শাখা কমিটির সংখ্যা কমাচ্ছে সিপিএম। সিপিএম সূত্রের খবর, রাজ্যে ক্ষমতার হাতবদলের পরেই নানা সিপিএমের নিচুতলার সদস্যদের একাংশ ‘নিষ্ক্রিয়’ হয়ে পড়েছেন। সে জন্য কাছাকাছি এলাকার শাখা ও লোকাল কমিটির সংখ্যা কমিয়ে দলকে আরও সুসংহত করতে চাইছেন জেলা সিপিএম নেতৃত্ব। |
|
গোলমাল খাঁপুরের স্কুলে |
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে পরিচালন সমিতির নির্বাচনের দাবিতে তৃণমূলের নেতৃত্বে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে উত্তাল বল বালুরঘাটের খাঁপুর। বৃহস্পতিবার খাঁপুর হাই স্কুলের সামনে ওই বিক্ষোভের ঘটনা ঘটে। ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলে তালা ঝুলিয়ে সকাল ১০টা থেকে বিক্ষোভে নামলে পঠনপাঠন লাটে ওঠে। তৃণমূলের অভিযোগ, সিপিএম প্রভাবিত এবিটিএ’র প্রধান শিক্ষক স্কুল উন্নয়ন খাতের প্রায় ৪ লক্ষ টাকার হিসাব দিতে পারেননি। |
|
|
সাক্ষাৎ চেয়ে চিঠি মমতাকে |
বিদ্যুদয়নের কাজে ফাঁকি |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
চার্জশিট দিতে
দেরির নালিশ |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: প্রায় দেড়কোটি টাকা গরমিলের মামলার চার্জশিট পেশে ঢিলেমি হচ্ছে, এই অভিযোগে বিধানসভার উচ্চ শিক্ষা বিষয়ক কমিটির কাছে ব্যবস্থা গ্রহণের আর্জি জানাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যান ওই কমিটির প্রতিনিধিরা। সে সময় তাঁদের সঙ্গে দেখা করে ওই আর্জি জানান শিক্ষক সমিতির সদস্যরা। |
|
নিজস্ব সংবাদদাতা, ফালাকাটা: ‘শো-কজ’-এর জবাব না-পাওয়া পর্যন্ত জন বার্লা-সহ পাঁচ নেতার সঙ্গে আলোচনায় বসবেন না বলে জানিয়ে দিলেন আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সভাপতি বিরসা তিরকে। বৃহস্পতিবার পরিষদের ওই পাঁচ নেতা কলকাতায় পৌঁছেছেন। তাঁরা রাজ্য সভাপতির কাছে আলোচনায় বসার জন্য সময় চেয়েছেন। সেই প্রেক্ষাপটেই রাজ্য সভাপতি সাংবাদিকদের বলেন, “ওঁদের শো-কজের নোটিস দিয়েছে কার্যনির্বাহী কমিটি। এখন ওই কমিটির কাছে জন বার্লাদের জবাব দিতে হবে। |
শো-কজের জবাবের
পরই কথা: বিরসা |
|
নালিশ শুনল প্রতিনিধি দল |
|
প্রতারণায় আরও নাম, মামলা রুজু |
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|