টুকরো খবর
পেনশনের দাবি
তিন মাস থেকে বকেয়া পেনশন না পেয়ে আন্দোলনে নামলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অবসরপ্রাপ্ত কর্মীরা। বৃহস্পতিবার দ্রুত বকেয়া পেনশন মেটানোর দাবিতে নিগমের সদর দফতর কোচবিহার পরিবহণ ভবনের সামনে দিনভর অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। অবসরপ্রাপ্ত ওই কর্মীদের সংগঠন এনবিএসটিসি রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়শনের নেতৃত্বের অভিযোগ, এ বছরের অগষ্ট থেকে পেনশন পাচ্ছেন না আড়াই হাজারের বেশি অবসরপ্রাপ্ত কর্মী। তিন মাসের বকেয়া পেনশন কবে বলবে তাও স্পষ্ট করে নিগমের কর্তারা বলছেন না। দ্রুত বকেয়া মিটিয়ে প্রতি মাসে ৭ নভেম্বরের মধ্যে পেনশন দেওয়ার ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন তাঁরা। নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বাম জমানায় কিছু মৃত কর্মীর নামেও পেনশন তোলা হয়েছে। সে জন্য ‘লাইফ সার্টিফিকেট’ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেই কাজ সম্পূর্ণ না হওয়াতেই কিছু সমস্যা হয়েছে। দ্রুত মিটে যাবে।”

২টি ঝুলন্ত দেহ উদ্ধার
দুটি পৃথক এলাকা থেকে দুটি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল ইসলামপুর পুলিশ। প্রাথমিত তদনেতোর পরে পুলিশি সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে স্থানীয় মেলার মাঠ এলাকা থেকে পারভিন আনসারি নামে ১৪ বছরের এক কিশোরী ও বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পুরাতন পল্লি এলাকা থেকে সেন্টু সাহা (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ওই কিশোরীর দেহ উদ্ধার করতে গেলে বাসিন্দাদের তরফে পুলিশকে বাধা দেওয়া হয়। বাসিন্দাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। কিশোরীর পরিবারের লোকেদের দাবি, জমি নিয়ে বিবাদের জেরেই ওই কিশোরীকে খুন করা হয়েছে। ইসলামপুর থানার আইসি সমীর পাল বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।” সেন্টু সাহার পারিবারিক বিবাদের অশান্তির জেরে আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।

জলায় উদ্ধার রোগী
মালদহ সদর হাসপাতাল থেকে নিখোঁজ এক রোগীকে জলাশয় থেকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে মালদহের রবীন্দ্রভবনের কাছে একটি জলাশয় থেকে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন। গত ২৮ অক্টোবর ঝাড়খন্ডের সাহেবগঞ্জ থানার হাটপাড়া গ্রামে বাবলুবাবু, তাঁর স্ত্রী এবং দুই মেয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁদের শরীরে অ্যাসিডে পোড়া ছিল। ঘুমন্ত অবস্থা কেউ তা ছুঁড়ে মেরেছিল বলে ওই পরিবারের অভিযোগ ছিল। বুধবার বাবলুবাবু হাসপাতাল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। মালদহ মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল মহম্মদ এ রসিদ জানান, নিখোঁজের ঘটনা পুলিশকে জানানো হয়েছে। এদিন তাঁকে কিছু লোকজন ফের হাসপাতালে নিয়ে আসে।

আন্দোলনে এসএফআই
শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের চেষ্টার অভিযোগে উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল পোড়াল এসএফআই। বৃহস্পতিবার কোচবিহার বিশ্বসিংহ রোড চত্বরে সংগঠনের সমর্থকরা ওই কুশপুতুল পোড়াল, সংগঠনের জেলা সভাপতি দেবজ্যোতি গোস্বামীর অভিযোগ, “বিশ্ববিদ্যালয়গুলিতে শুধু মনোনীত সদস্য দিয়ে কমিটি গড়তে চাইছে রাজ্য সরকার। ছাত্র সংগঠনগুলিকেএ তাতে রাখা হচ্ছে না। শিক্ষার বেসরকারিকরণের প্রথম পদক্ষেপ হিসাবে রাজ্য সরকার এটা করছে।”

নাবালিকাকে উদ্ধার
এক নাবালিকাকে নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ইসলামপুরের ইসমাইল চক সংলগ্ন একটি নিষিদ্ধ পল্লি থেকে ওই নাবালিকা উদ্ধার করা হয়। তার বাড়ি বিহারে। স্থানীয় দুর্বার মহিলা সমণ্বয় সমিতির সদস্যরা এ দিন সকালে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখে তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.