পদ্মা গিলছে ঘর, ঝাঁপিয়ে পড়েছেন ক্লাবের ছেলেরা |
|
বিমান হাজরা, লালগোলা: নদীর উপরে ঝুলে পড়েছিল ঘর। একমাত্র ছেলেকে বুকে আঁকড়ে সেই ঘরের মধ্যেই থরথর করে কাঁপছিলেন হেনা বেওয়া। এখনই ঘর থেকে না বেরোলে ঘরের সঙ্গে তাঁরাও যে পদ্মায় পড়ে যাবেন, সে খেয়ালটুকু পর্যন্ত নেই। জীবনের ঝুঁকি নিয়ে সেই ঘরে ঢুকেই প্রতিবেশী আসিফ ইকবাল তাঁদের সাহস দিয়ে, সযত্নে হাত ধরে বার করে আনেন। মুর্শিদাবাদের লালগোলার পদ্মাপাড়ে ময়া গ্রামের হেনা বেওয়ার প্রতিবেশী ময়না বিবিরও আতঙ্কে হাত-পা সিঁটিয়ে গিয়েছিল। |
|
নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: দুর্গাপুজো-কালীপুজোর রেশ কাটতে না কাটতেই জগদ্ধাত্রীর আরাধনায় আবার মেতেছে তেহট্ট।
মঙ্গলবার থেকেই পুজো শুরু হয়েছে ক্লাব সেমনেস বয়েজের। সাবেকি সাজের প্রতিমা হলেও মণ্ডপসজ্জা ও থিম কিন্তু অভিনব। ক্লাবের অন্যতম কর্মকর্তা অসীম মণ্ডল জানান, ‘‘আমাদের এবারের থিম গ্লোবাল ওয়ার্মিং। বাজেট লক্ষাধিক টাকা।’’ প্রতি বছরই বড় বাজেটের পুজো করে তেহট্ট হাটপাড়া আমরা সবাই ক্লাব। এ বার থাকছে সাধক বামা ক্ষ্যাপাকে নিয়ে একটি কুড়ি মিনিটের প্রদর্শনীও। |
উষ্ণায়ন থেকে তারাপীঠ,
থিমের পুজো তেহট্টে |
|
জিয়াগঞ্জ কলেজে সমস্যা
মেটাতে সর্বদলীয় বৈঠক |
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: উৎসবের নগরীর পরিবেশ সব দিক থেকে অক্ষুণ্ণ রাখতে সতর্ক প্রশাসনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলিও। উৎসবের দিনগুলিতে শহরের বাইরে থেকেও আসেন বহু মানুষ। তাঁদের যাতে কোনও ভাবে অসুবিধার মুখে পড়তে না হয়, সে জন্য সতর্ক নগরবাসীও।
প্রশাসন জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত টানা চার দিন ধরে শহর থাকে লোকে লোকারণ্য। কৃষ্ণনগরের বহু মানুষের বাড়িতে এসে ওঠেন আত্মীয় স্বজনেরা। ফলে এই সময় শহরের বিক্রিবাটাও স্বাভাবিক সময়ের তুলনায় বহু গুণ বেড়ে যায়। আর সেই চাহিদা মেটাতে হিমসিম খেয়ে যান বিক্রেতারা। |
|
উৎসব নির্বিঘ্ন রাখতে
সতর্ক ব্যবসায়ী
সমিতি, নাগরিকেরা |
কৃষ্ণচন্দ্রের পুজোর
নিয়মই এখনও
অনুসরণ করা হয় |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|