টুকরো খবর
কুপিলায় চলছে পুলিশি টহল, গ্রেফতার ১০
পুলিশকে মারধরের পরে সুনসান ছিল গ্রাম। বুধবার সকালে ডোমকলের কুপিলা গ্রামে এই ঘটনার পরে দু’জন মহিলা সহ গ্রেফতার হয়েছেন মোট ১০ জন গ্রামবাসী। বৃহস্পতিবারেও তাই গ্রামের পরিস্থিতি ছিল একই রকম। কুপিলা দাসপাড়ায় পুলিশের জিপ আর ভারি বুটের শব্দ ছাড়া আর কিছুই কানে আসেনি এই দিন। আলমগির শেখ নামে এক যুবক গোপনে গাঁজার ব্যবসা করছে বলে খবর পেয়ে পুলিশ বুধবার সকালে দাসপাড়ায় তার বাড়িতে অভিযান চালায়। আলমগিরকে বাড়িতে পাওয়া যায়নি। তার মায়ের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। তার মায়ের দাবি, সেই সময় পুলিশ তাঁকে মারধর ও গালিগালাজ করেছে। তা দেখতে পান আলমগিরদের প্রতিবেশীরা। তাঁরা রেগে গিয়ে সেই সময়ে কুপিলা পুলিশ ক্যাম্পের দুই পুলিশকর্মীকে ঘিরে ধরে মারধর করেন। জখম হন এএসআই আলি রেজা ও কনস্টেবল তুষার রায়। ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক দেবর্ষি দত্ত অবশ্য বলেন, “আলমগিরের মা’কে পুলিশ কোনও গালিগালাজ বা মারধর করেনি।” তিনি বলেন, “এই ঘটনার পরে এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে দু’জন মহিলা। জখম আলি রেজা ও তুষার রায় আশঙ্কামুক্ত। বহরমপুর নিউ জেনারেল হাসপাতালেই তাঁদের চিকিৎসা চলছে।” পুলিশকর্মীদের মাদরের পরে গ্রামে দফায় দফায় পুলিশি অভিযান চলেছে। গ্রাম পুরুষ শূন্য। মহিলারাও আতঙ্কিত। তাঁরাও কথা বলতে চাইছেন না। রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জান মহম্মদ মণ্ডল বলেন, “কিছু মানুষ এই ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু তার জন্য গোটা গ্রামই সমস্যায় পড়ে গিয়েছে। পুরুষেরা খেতে কাজ করতে যাচ্ছেন না, অনেকের সংসারই বেহাল।” তিনি বলেন, “পুলিশের সঙ্গে আমরা আলোচনা করেছি। দু’এক দিনের মধ্যেই পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে আলোচনায় বসারও কথা হয়েছে।”

অপহরণ কাণ্ডে গ্রেফতার পাঁচ
এক বালককে অপহরণের ঘটনায় বৃহস্পতিবার পুলিশ অপহৃতের বাবা আব্দুল লতিফকে গ্রেফতার করেছে। মোস্তাফা শেখ নামে আরও এক জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মারধর ও গাড়ি পুড়িয়ে দেওয়ার পাল্টা অভিযোগ এনেছে অপহরণে ধৃত বাক্কার শেখ। পুলিশ জানিয়েছে, এরা সকলেই গরু ব্যবসায়ী। পাওনা টাকা আদায়ের জন্যই এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বকেয়া টাকা দেওয়ার নাম করে বুধবার ধৃত চার দুষ্কৃতীকে বাড়িতে ডেকে এনেছিল আব্দুল নিজেই। কিন্তু টাকা না দিয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। পাওনাদারেরা আব্দুলের ছেলেকে নিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময়ে আব্দুল পরিকল্পিত ভাবে স্থানীয় লোকজনকে নিয়ে তাদের গাড়ি আটক করে মারধর করে। গাড়িতে আগুনও দেওয়া হয়। পুলিশ জানিয়েছে মোস্তাফা তার সহকারী হিসাবে কাজ করে। ফরাক্কার আইসি উত্তম দালাল বলেন, “বকেয়া টাকা আদায়ের জন্য অপহরণ এবং অভিযুক্তদের মারধরের দু’টি অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃত আব্দুলকে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অপহরণে ধৃত দুই দুষ্কৃতী এখনও আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে।”

শতাব্দী প্রাচীন পুজো ঘিরে মেলা আমডহরায়
মুর্শিদাবাদের মাঝখান দিয়ে প্রবাহিত ভাগীরথীর পূর্বপাড়ের বাগড়ি এলাকায় বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর প্রচলন সে ভাবে নেই বললেই চলে। তবে তার মধ্যেও কাগ্রাম ও বেলডাঙা ছাড়া আরও অন্তত দু’টি পুজোর জৌলুস বাগড়ি এলাকার মান রেখেছে। শতবর্ষ প্রাচীন ওই জগদ্ধাত্রী পুজো দু’টোই জিয়াগঞ্জ এলাকায়। অন্য বারের মতো এ বারও ওই দু’টি পুজো ঘিরে বৃহস্পতিবারের নবমীর রাতে মাতেয়ারা জিয়াগঞ্জ ও লাগোয়া ৩টি থানা--মুর্শিদাবাদ, ভগবানগোলা, রানিতলা এবং ২টি পুরসভা- জিয়াগঞ্জ ও মুর্শিদাবাদের লোকজন। জিয়াগঞ্জের লোক-সংস্কৃতির গবেষক অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর ঘোষ বলেন, “জনশ্রুতি রয়েছে, শতবর্ষ আগের একটি ‘স্বপ্নাদেশ’ থেকে বিল লাগোয়া আমডহরা গ্রামে ওই পুজোর প্রচলন হয়। তবে বছর পনেরো আগেও ওই পুজো মণ্ডপে আলকাপ, কবিগানের আসর বসত জাঁকিয়ে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে সেই আসরে পাঁচ-দশটি গ্রামের মানুষের ভিড় জমত। জগদ্ধাত্রীর সেই দিন গিয়াছে বটে, তবে আগের ঐতিহ্য এখনও ধরে রেখেছে পুজো ঘিরে চালু হওয়া শতবর্ষ প্রাচীন জমাটি মেলা।”আমডহরা থেকে ৩ কিলেমিটার দূরে রয়েছে সন্ন্যাসীতলা-বালিগ্রামের দেবী জগদ্ধাত্রীর থান। ওই পুজো ঘিরে ৫ দিনের মেলা বসে। গৃহস্থালীর উপকরণের পসরায় সজ্জিত ওই মেলা চলে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ৫ দিন ধরে। জিয়াগঞ্জের অসিতকুমার দে বলেন, “সন্ন্যাসীতলা-বালিগ্রামের জগদ্ধাত্রী পুজোরও শুরু শ’খানেক বছর আগে।” পুজোর প্রতিষ্ঠাতা পরিবারের বর্তমান প্রজন্মের অন্যতম হলেন রবীন্দ্রনাথ মণ্ডল। রবীন্দ্রনাথবাবু বলেন, “নবমীর দিনে দেবীর তিন বার পুজো হয়, তিন বার অঞ্জলি দেওয়া হয়।”

নাকাশিপাড়ায় যুবক খুনে গ্রেফতার বন্ধু
নাকাশিপাড়ার গাছাতে মানসিক ভারসাম্যহীন যুবক মজনু মোল্লা ওরফে আল্লা রাখাকে খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জেলার পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “যে যুবককে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে নিহত মজনু মোল্লাকে শেষ বার দেখা গিয়েছিল। ধৃতের নাম প্রদীপ সন্ন্যাসী।” বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রদীপের সঙ্গে মজনুকে একটি হোটেলে শেষ বার দেখা যায়। ওই এলাকার নৈশরক্ষীরা ওই দু’জনকে সেই দিন রাতে একটি হোটেল থেকে বেরোতে দেখেছেন। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের দাবি, একটি গাড়ির ধাক্কায় মজনু গুরুতর জখম হয়, তারপরে ভয় পেয়ে তার শ্বাসরোধ করে মজনুকে খুন করে তার দেহ ওই চৌবাচ্ছায় ফেলে দেয় প্রদীপ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রদীপের এই ‘অবিশ্বাস্য’ দাবি খতিয়ে দেখা হচ্ছে। কারণ, মজনু গাড়ির ধাক্কায় জখম হলে প্রদীপের ভয় পাওয়ার কোনও কারণ আপাতদৃষ্টিতে ছিল না। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে, প্রদীপ দিন মজুরের কাজ করে। তবে তার হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার স্বভাব রয়েছে। পুলিশ জানিয়েছে, মজনুর দেহের ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

ব্যাঙ্ককর্তা প্রহৃত, অভিযুক্ত সিপিএম নেতা
কৃষি সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের ধুবুলিয়া লোকাল কমিটির সম্পাদক মোজাম্মেল হকের বিরুদ্ধে। ব্যাঙ্কের ম্যানেজার অম্বর আলির অভিযোগ, বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ সিপিএমের ধুবুলিয়া লোকাল কমিটির সম্পাদক মোজাম্মেল হক ও তাঁর সঙ্গীরা সমবায় ব্যাঙ্কের ভিতরে ঢুকে তাঁকে মারধর করে। তিনি বলেন, “১৩ নভেম্বর পরিচালন সমিতির নির্বাচন। গত কাল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। সিপিএম প্রার্থীদের ৮ জনের মধ্যে ৫ জনই মনোনয়ন প্রত্যাহার করেছে। সেই কারণেই ওরা আমাকে মারধর করল।” মোজাম্মেল হক অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “এই ধরনের কোনও ঘটনার সঙ্গে আমি বা আমার দলের কেউ যুক্ত নই। রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে ফাঁসানো হচ্ছে।” অম্বর আলিকে আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক কিশোরীর। মৃতার নাম রহিমা খাতুন (১৭)। বাড়ি হিজলের পায়রাকোলে। পুলিশ জানায়, গত মঙ্গলবার ওই কিশোরী কীটনাশক খায়। অসুস্থ অবস্থায় প্রথমে তাকে গোকর্ণ হাসপাতালে ও পরে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে সেখানেই রহিমার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই কিশোরী কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে।

জলে ডুবে মৃত্যু
জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম সুদীপ ধর (৩৪)। বুধবার বড়ঞার মুনিয়াডিহি গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, গ্রামের পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান সুদীপ। সন্ধ্যায় ওই পুকুরে তল্লাশি চালিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.