টুকরো খবর |
বিজনবাড়ির সাহায্যে সাড়ে ৭ লক্ষ |
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং ও শিলিগুড়ি |
বিজনবাড়ির সেতু দুর্ঘটনায় আহতদের পরিবারের জন্য সাড়ে ৭ লক্ষ টাকা দিল প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মায়া ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা নেতৃত্বের মাধ্যমে ওই টাকা বিলির ব্যবস্থা করেন। প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের কনক দেবনাথ ও কবিতা রহমান। দার্জিলিং জেলা কংগ্রেসের তরফে শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান নান্টু পালও উপস্থিত ছিলেন। দলীয় সূত্রের খবর, মায়া দেবীরা বুধবার বিকেলে দার্জিলিঙে একটি কর্মিসভা করেন। সেখানে পাহাড়ের সমস্যার সমাধানের জন্য কেন্দ্রে তরফে আরও আর্থিক সাহায্যের দাবি ওঠে। দার্জিলিং জেলা কংগ্রেস (পাহাড়) সভাপতি কে বি ছেত্রীর সঙ্গে গোটা পরিস্থিতি নিয়ে বৈঠক হয়। তার পরেই প্রদেশ কংগ্রেস থেকে পাঠানো টাকা তুলে দেন মায়া দেবী। তিনি বলেন, “পরিস্থিতি খতিয়ে দেখলাম। আহতদের পরিবারের লোকজনকে দেওয়ার জন্য সাড়ে ৭ লক্ষ টাকা দেওয়া হয়েছে। মৃতদের পরিবারকে কী ভাবে, কী দেওয়া হবে তা প্রদেশ দফতর ঠিক করবে।”
|
তৃণমূলের হুমকি |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
কালচিনি ব্লকে সর্বশিক্ষা মিশনের প্রশিক্ষণ কেন্দ্রে কোনও পারচেজ কমিটি নেই। দ্রুত ওই কমিটি গঠন করা না-হলে প্রশিক্ষণ বন্ধ করে দেওয়ার হুমকি দিল তৃণমূল। কালচিনি সর্বশিক্ষা মিশনের আওতায় ৩৭২ জন প্রাথমিক শিক্ষক, ১১৬ জন প্যারাটিচার ও ৩৩৫ জন শিশু শিক্ষা সহায়িকাদের অংক, ইংরেজী সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ চলছে। সেপ্টেম্বর মাসের ১২ তারিখ প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে ২০১২ জানুয়ারী মাস পর্যন্ত। দলের শিক্ষা সেলের কালচিনি ব্লকের আহ্বায়ক জয়দেব রায়ের অভিযোগ, ওই প্রশিক্ষণের জন্য রাজ্য সরকার শিক্ষক পিছু ৯৬ টাকা করে বরাদ্দ করেছে। তার মধ্যে শিক্ষকদের টিফিন, যাতায়ত খরচ, ফাইল, পেন ইত্যাদি দেওয়ার কথা। কিন্তু সর্বশিক্ষা মিশনের তরফে কোনও পারচেজ কমিটি গঠন করা হয়নি। কালচিনি ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক প্রেমকান্ত কামতি জানান, আগামী দিনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি নিয়ে নতুন করে পারচেজ কমিটি গঠন করে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা হবে।
|
দুর্ঘটনায় মৃত দুই পথচারী |
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
কাক ভোরে দুটি ট্রাকের রেষারেষিতে প্রাণ গেল পথচলতি দুই ব্যক্তির। বৃহস্পতিবার ভোর ৪ টা নাগাদ ঘটনাটি ডুয়ার্সের ধূপগুড়ি শহরের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর একটি পেট্রল পাম্পের পাশে ঘটনাটি ঘটে। ট্রাকের ধাক্কায় গুরুতর জখম আরও ৩ জনকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার পরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার ধারে উল্টে যায়। মৃত ও জখমেরা সকলে মুর্শিদাবাদের বাসিন্দা। পুলিশ জানায়, মৃত ও জখমেরা সকলেই পেশায় ফেরিওয়ালা। বেশ কিছুদিন ধরে শহরের মিলপাড়ায় বাড়ি ভাড়া করে নানান সামগ্রী বিক্রি করতেন। এদিন সকালে ৬ জন মুর্শিদাবাদে ফেরার জন্য স্টেশনের দিকে যাচ্ছিলেন। সে সময় ধূপগুড়ির দিকে আসা দুটি ট্রাক নিজেদের মধ্যে রেষারেষি শুরু করে। একটি ট্রাক আচমকা রাস্তার নিচে নেমে ৫ জনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে রফিক শেখ (৩৪) ও আমিদুল শেখ (২১) মারা যান। তাদের মধ্যে রফিক শেখের বাড়ি মুর্শিদাবাদের শিকারপুরে। অপর জনের বাড়ি মির্জাপুরে। ধূপগুড়িও থানার আইসি সুভাষ প্রধান জানান, ট্রাকটি আটক করা হয়েছে। চালকের খোঁজে তল্লাশি চলছে।
|
হামলা, ধৃত শিক্ষক |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
প্রেমে প্রত্যাখান হয়ে এক কিশোরীর বাড়িতে গিয়ে তাণ্ডব চালানোর অভিযোগে এক প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম থানার ঘোড়ামারা এলাকায়। পুলিশ জানায়, ধৃতে নাম মৃত্যুঞ্জয় সরকার। মধ্য নারারথলির শিলবাড়ি প্রাথমিক স্কুলের শিক্ষক তিনি। কিশোরীর বাবা সুধাংশু দত্তের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ দিন রাত দুটো নাগাদ ওই শিক্ষক কিশোরীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। সুপারি গাছ কেটে সাইকেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। অভিযুক্ত মৃত্যুঞ্জয়বাবু অভিযোগ অস্বীকার করেছেন।
|
দার্জিলিঙে লোডশেডিং |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত দার্জিলিং। কয়েকদিন ধরে দিনে ৫ ঘণ্টারও বেশি লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ। হোটেলগুলিতে জলের সমস্যা দেখা দেয়। জলের অভাবে বেশ কয়েকটি হোটেল থেকে পর্যটকরা ফিরেও গিয়েছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার অবশ্য বিদ্যুৎ পরিষেবা অনেকটাই স্বাভাবিক ছিল। বুধবার প্রায় ৭ ঘন্টা লোডশেডিং ছিল। ওই দিন রাত ১২টার পরেও ২ ঘণ্টা লোডশেডিং ছিল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দার্জিলিং জেলার ম্যালের কাছে একটি ট্রান্সফরমার ট্রাকের ধাক্কায় ভেঙ্গে যায় তার পর থেকে একটি অংশে ঘন ঘন লোডশেডিং শুরু হয়। পরে গোটা দার্জিলিংয়ে একই অবস্থা হয়। দার্জিলিং ম্যালের কাছে একটি হোটেলের মালিক বলেন, “বিদ্যুৎ মাঝে মধ্যেই চলে যাচ্ছে। কয়েক ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। ফলে নানা সমস্যা হচ্ছে।” দার্জিলিংয়ের জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “এদিন পরিষেবা স্বাভাবিক ছিল।”
|
প্ররোচনার মামলা রুজু |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিশ্বজিৎ চক্রবর্তী (৩১) মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু করল রেল পুলিশ। বুধবার রাতে মৃতের বাড়ির অভিযোগের ভিত্তিতে আত্মহত্যার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি জিআরপি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন লাগোয়া জোড়াপানিতে ট্রেনের তলায় ঝাঁপ দেন বিশ্বজিৎ। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর পকেট থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায়। মোবাইলে মৃত্যুর কারণ জানিয়ে তিনি একটি মেসেজও বন্ধুদের কাছে পাঠান। মৃত্যুর জন্য বিশ্বজিৎ তাঁর প্রেমিকা সহ কয়েকজনকে অভিযুক্ত করেছেন। শিলিগুড়ির রেল পুলিশ সুপার শ্যামল ভট্টাচার্য বলেন, “একটি আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
|
মাঠে দর্শক টানতে চান গৌতম দেব |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কিরণ চন্দ্র নৈশ ফুটবলের জৌলুস ফেরাতে উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। আগামী ১৫ নভেম্বর থেকে ওই ফুটবলের আসর বসছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। কলকাতা প্রিমিয়ার লিগের দল সাউদার্ন সমিতি, প্রথম ডিভিশন দল টাওয়ার যানবাজার এসি এবং ঐক্য সম্মেলনী, জলপাইগুড়ির মোহনবাগান ফুটবল অ্যাকাডেমি-সহ ১২ টি দল অংশ নেবে। আগামী বছর এই ফুটবল প্রতিযোগিতার সুবর্ণজয়ন্তী বর্ষ। ঘটা করে তা পালন করা হবে বলে জানান গৌতমবাবু। তিনি ওই ফুটবল প্রতিযোগিতা আয়োজক কমিটির চেয়ারম্যানও। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘কিরণচন্দ্র নৈশ ফুটবলের জৌলুস ফেরাতে চাই। ফুটবলপ্রেমীদের মাঠমুখি করতে হবে। আগামী বছর এই প্রতিযোগিতার সুবর্ণজয়ন্তী। তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আগে থেকে তার জন্য প্রস্তুতি নেওয়া হবে। আন্তর্জাতিকস্তরের ফুটবলার আনার ভাবনা চিন্তা চলছে।” উদ্যোক্তা শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ সূত্রে জানা গিয়েছে, এ বছর ১৫ নভেম্বর উদ্বোধনী ম্যাচে অথবা ফাইনালে উপস্থিত থাকার কথা ক্রীড়া মন্ত্রী মদন মিত্রের। তা ছাড়া দেশের প্রাক্তন ফুটবল তারকা গৌতম সরকার এবং ভাস্কর গঙ্গোপাধ্যায়ের থাকার কথা। সেরা দল পাবে ২০ হাজার নগদ এবং চ্যাম্পিয়ন ট্রফি। রানার্স দল ট্রফি এবং নগদ ১৫ হাজার টাকা। অংশগ্রহণকারী অন্য দলগুলির মধ্যে রয়েছে কোচবিহার মিউনিসিপ্যাল রিক্রিয়েশন ক্লাব, শিলিগুড়ির ভিএনসি, কিশোর সঙ্ঘ, মহানন্দা স্পোর্টিং ক্লাব, দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন, উল্কা ক্লাব, বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব, সাই।
|
পাশে পুরসভা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ডাকাতের গুলিতে নিহত বেসরকারি নিরাপত্তা কর্মীর স্ত্রীর হাতে ২৫ হাজার টাকা তুলে দিল শিলিগুড়ি পুরসভা। বৃহস্পতিবার শিলিগুড়ির দাসপাড়ায় তাঁর বাড়িতে গিয়ে ওই টাকা তুলে দেন পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত। মাস খানেক আগে শিলিগুড়ি থানার এনটিএস মোড়ে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই দোকানেই নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন দেবকুমার নন্দী। ডাকাতের গুলিতে তাঁর মৃত্যু হয়। পুলিশ ডাকাতির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে। এদিন দেবকুমারবাবুর স্ত্রী সান্তনা দেবীর হাতে ২৫ হাজার টাকা তুলে দেন মেয়র। তিনি বলেন, “দেবকুমারবাবুর পরিবার যাতে ভাল ভাবে থাকতে পারেন সে জন্য টাকা তুলে দেওয়া হয়েছে। তাঁর স্ত্রীকে বিধবা ভাতাও দেওয়া হবে।”
|
টাকা উধাও, নালিশ |
নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া |
বাবার চিকিৎসার খরচের জন্য রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে টাকা জমিয়ে ছিলেন এক পঞ্চায়েত কর্মী। এটিএম কার্ড থাকলেও ইন্টারনেট ব্যাঙ্কিং বা ফোন ব্যাঙ্কিঙের কোন সুবিধা নেননি সন্দীপ কর্মকার নামের ওই কর্মী। সম্প্রতি ব্যাঙ্কের এটিএম-এর মিনি স্টেটমেন্ট নিতে গিয়ে তাঁর চোখ একেবারে ছানাবড়া। ৪৫ হাজার ৬৪৪ টাকার মধ্যে পড়ে রয়েছে মাত্র ৩৭৭ টাকা ১০ পয়সা। ব্যাঙ্কের কাছে আবেদন করার পর কর্তৃপক্ষ জানিয়ে দেন গত ৬ অক্টোবর ১৪ বার ওই অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে। জিনিসপত্র কেনা হয়েছে। এর পরে ব্যাঙ্ক এবং বীরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই পঞ্চায়েত কর্মী। মৌখিকভাবে ব্যাঙ্কের পক্ষে জানানো হয় সেই কার্ডে বিহারের পটনার কোনও শপিং মল থেকে জিনিসপত্র কেনা হয়েছে সন্দীপ বাবুর কথায়, “পটনায় আমার কোনও আত্মীয় স্বজন নেই। এটিএম কার্ড সব সময় আমার কাছে থাকে। বাড়ির কেউ তার নম্বর জানে না।” আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল বলেন, “বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি।” ব্যাঙ্কও তরফে বিষয়টি দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
|
শৌচাগারে নবজাতক |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ট্রেনে সংরক্ষিত শৌচাগারের সামনে থেকে সদ্যোজাত শিশুকে উদ্ধার করল রেল পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে। সদ্যোজাতকে এনজেপি রেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এনজেপি-দিল্লি আনন্দ বিহার ট্রেনের এস-৫-এর শৌচাগারের সামনে সদ্যোজাতকে কাপড়ে মুড়ে কেউ ফেলে রেখে যায়। এক যাত্রী শিশুটিকে পড়ে থাকতে দেখে কিসানগঞ্জ রেল পুলিশকে খবর দিলেও তাঁরা শিশুটিকে এনজেপিতে পাঠিয়ে দেন। রাত ৯টা নাগাদ ট্রেনটি এনজেপিতে পৌঁছলে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ফুটবল টুর্নামেন্ট শুরু। রাজ্য সরকার পরিচালিত বীরসা মুন্ডা ফুটবল টূর্নামেন্ট বৃহস্পতিবার থেকে মেটেলি উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হল। এদিন টূর্নামেন্টের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের ৬টি মহকুমার দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
|
বামনেতার দলত্যাগ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দল ছাড়লেন নকশালবাড়ির প্রাক্তন সিপিএম পঞ্চায়েত দিলীপ ওরাঁও। বৃহস্পতিবার প্রায় ৪০ জন সমর্থককে নিয়ে তিনি কংগ্রেসের যোগ দেন। বেঙাইজোতে কংগ্রেসের কর্মিসভায় দিলীপবাবু বলেন, “সিপিএম জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষের সমস্যা নিয়ে মাথা ঘামায় না। সেই জন্যই দল ছাড়লাম।” সিপিএমের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয় ওই প্রাক্তন পঞ্চায়েতের সঙ্গে অনেকদিন আগেই দলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অনুষ্ঠানে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ, পৃত্থীশ রায় উপস্থিত ছিলেন।
|
স্মরণ, বন্ধ বাস |
চালকের মৃত্যুতে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের তরফে বাস চলাচল বন্ধ রাখা হল। বৃহস্পতিবার বেলাকোবা এলাকায় সমস্ত বেসরকারি বাস বন্ধ রেখে শোকপালন করা হয়। ওই বাস চালকের নাম সূর্য ছেত্রী (৪০)। বাড়ি বেলাকোবাতেই। সংগঠনের সম্পাদক জয়ন্ত রায় জানান, বুধবার অসুস্থ সূর্যকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপালাতে ভর্তি করানো হয়।
জলে নিখোঁজ। পিকনিকে গিয়ে পাহাড়ি নদীর জলে স্নান করতে নেমে নিখোঁজ হলেন এক যুবক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে কালিম্পংয়ের তিস্তা পুলিশ ফাঁড়ির রঙ্গিত নদীতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম ইন্দ্রজিৎ গুহনিয়োগী। তাঁর বাড়ি শিলিগুড়ির শক্তিগড়ে। তিনি একটি বেসরকারি মোবাইল কম্পানিতে কর্মরত। এদিন ছয় বন্ধুর সঙ্গে তিস্তা বাজারে পিকনিক করতে যান। দুপুরে রঙ্গিত নদীতে স্নান করতে নামার পর তাঁকে আর পাওয়া যায়নি। পরে পুলিশ গিয়ে তল্লাশি চালিয়েও ইন্দ্রজিৎকে পাওয়া যায়নি।
|
পুস্তক প্রদর্শনী |
ভ্রাম্যমান পুস্তক প্রদর্শনী হল শক্তিগড়ে। জলপাইগুড়ি সর্বশিক্ষা মিশনের উদ্যোগে এবং ন্যাশনাল বুক ট্রাস্টের সহযোগিতায় বৃহস্পতিবার ‘রাজগঞ্জ পশ্চিম শাখা’ প্রাথমিক স্কুল পরিদর্শক শক্তিগড় দফতর সংলগ্ন মাঠে ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রাজগঞ্জ পশ্চিম শাখার অধীন বিভিন্ন হাইস্কুল, প্রাথমিক স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা অংশ নিয়েছেন।
|
দুর্ঘটনায় মৃত্যু |
গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফাঁসিদেওয়া থানার ঘোষপুকুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম বিবেক প্রধান (২৫)। বাড়ি বাগডোগরা এলাকায়। |
|