|
|
|
|
অনিয়মের নালিশ, ভোটের দাবি |
গোলমাল খাঁপুরের স্কুলে |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে পরিচালন সমিতির নির্বাচনের দাবিতে তৃণমূলের নেতৃত্বে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে উত্তাল বল বালুরঘাটের খাঁপুর। বৃহস্পতিবার খাঁপুর হাই স্কুলের সামনে ওই বিক্ষোভের ঘটনা ঘটে। ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলে তালা ঝুলিয়ে সকাল ১০টা থেকে বিক্ষোভে নামলে পঠনপাঠন লাটে ওঠে। তৃণমূলের অভিযোগ, সিপিএম প্রভাবিত এবিটিএ’র প্রধান শিক্ষক স্কুল উন্নয়ন খাতের প্রায় ৪ লক্ষ টাকার হিসাব দিতে পারেননি। মেয়াদ শেষ হয়ে গেলেও পরিচালন সমিতির নির্বাচন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। প্রধান শিক্ষক সুবীর চট্টোপাধ্যায় বলেন, “ভিত্তিহীন অভিযোগ। স্কুল উন্নয়ন খাতে প্রাপ্ত তহবিলের টাকায় শ্রেণি কক্ষ, শৌচাগার তৈরির কাজ শুরু হয়েছে। বাকি টাকা পেলে কাজ সম্পূর্ণ হবে। পদ্ধতিগত ত্রুটির জন্য পরিচালন সমিতির নির্বাচন বাতিল করা হয়েছে। কেননা, অভিভাবক প্রতিনিধির ভোটার তালিকা তৈরির জন্য পরিচালন সমিতির বৈঠক তৃণমূলের বিক্ষোভে ভণ্ডুল হয়।” |
|
বিক্ষোভ। বৃহস্পতিবার ছবিটি তুলেছেন অমিত মোহান্ত। |
এলাকার তৃণমূল ব্লক সভাপতি বিভাস চট্টোপাধ্যায়ের অভিযোগ, “সিপিএম প্রভাবিত স্কুল পরিচালন সমিতির মেয়াদ শেষ হওয়ার ৬০ দিন আগে নির্বাচন করানোর নিয়ম। গত ৬ অক্টোবর পরিচালন সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। প্রধান শিক্ষক নির্ধারিত শিক্ষক প্রতিনিধিদের মনোনয়নপত্র ২২ সেপ্টেম্বরের বদলে একদিন আগেই জমা নিয়ে প্রক্রিয়া বন্ধ করে দেন। পদ্ধতিগত এই ত্রুটির কারণে নির্বাচন বাতিল হয়ে যায়।” নির্বাচন বতিল করে প্রধান শিক্ষক আর্থিক অনিয়ম আড়াল করার চেষ্টা করছেন বলে বিভাসবাবুর অভিযোগ। জেলা স্কুল পরিদর্শক পঙ্কজ সরকার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিন স্থানীয় ফাঁড়ির পুলিশ কর্মীর উপস্থিতিতে বিকেল ৪টা নাগাদ বিক্ষোভকারীদের প্রতিনিধি দল প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনার পরে উত্তেজনা কমে। তবে স্কুল অচল করে তৃণমূলের এই বিক্ষোভেও অভিভাবক মহলের একাংশে পাল্টা ক্ষোভ সৃষ্টি হয়। তাঁদের বক্তব্য, ১৪ নভেম্বর থেকে স্কুলে টেস্ট পরীক্ষা। স্কুলে তালা না-ঝুলিয়েও আন্দোলন করা যেত।” তৃণমূলের অভিযোগ, এলাকার ৭০০ তফসিলি উপজাতি ছাত্র এই স্কুলে পড়াশোনা করে। অথচ ছাত্রাবাস তৈরি করা হচ্ছে না। ঠিকমতো ক্লাস হয় না। |
|
|
|
|
|