|
|
|
|
হাসপাতালের বেহাল দশা, জখম বৃদ্ধকে নিয়ে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রাস্তায় পড়ে থাকা গুরুতর জখম এক বৃদ্ধকে নিজের গাড়িতে তুলে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটল শিলিগুড়ি জেলা হাসপাতালে। প্রায় ২ ঘণ্টা হাসপাতালে ছিলেন তিনি। হাসপাতালের বেহাল দশার জন্য সুপার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তিনি বিস্তর ভর্ৎসনা করেন। বিকেলে ওই বৃদ্ধকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘রেফার’ করা হয়। কিছুক্ষণ পরে তিনি মারা যান। শিলিগুড়ি হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার রণজিৎ ভকত জানান, কোমরে চোট থাকায় সি টি স্ক্যান কিংবা এমআরআই করানোর জন্য রোগীকে মেডিক্যাল কলেজে রেফার করা হয়। পুলিশ জানায়, মৃতের নাম মহম্মদ ঝাটু মিস্ত্রি (৬৫)।
সকালে কলকাতার ট্রেন থেকে এনজেপি স্টেশনে নামেন গৌতমবাবু। বাড়ি যাওয়ার সময় ভক্তিনগরের সেন্ট্রাল ব্যাঙ্কের সামনে জটলা দেখে তিনি গাড়ি দাঁড় করান। তখনই জানতে পারেন, ওই বৃদ্ধ এক কোণে বসে সংবাদপত্র পড়ছিলেন। তখন একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই বৃদ্ধকে গাড়িতে তুলে সোজা শিলিগুড়ি হাসপাতালে যান মন্ত্রী। সেখানে গিয়ে দেখতে পান, বহির্বিভাগে রোগীর ভিড় উপচে পড়ছে। অধিকাংশ চিকিৎসক চেয়ারে নেই। রোগীর দ্রুত চিকিৎসার জন্য খোদ মন্ত্রীকেও ছোটাছুটি করতে হয়। প্রায় আধ ঘণ্টা জেরবার হন মন্ত্রী। অবশেষে জখম বৃদ্ধকে ভর্তি করে চিকিৎসা শুরু করাতে পারেন। তার পরে মন্ত্রী হাসপাতাল ঘুরে দেখেন। |
|
শিলিগুড়ি হাসপাতাল পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার বিশ্বরূপ বসাকের তোলা ছবি। |
রোগীদের সঙ্গে কথা বলে অভিযোগ শোনেন তিনি। পরিষেবার হাল দেখে স্তম্ভিত মন্ত্রী। বহির্বিভাগে তখন ৪ জন চিকিৎসক এসেছেন। মেডিসিন বিভাগে চিকিৎসক কেন নেই জানতে চাইলে এক নার্স ও স্বাস্থ্যকর্মীরা জানান, চিকিৎসক হাজিরা খাতায় সই করতে গিয়েছেন। তা শুনে খাতা দেখতে যান মন্ত্রী নিজেই। দেখেন সেই চিকিৎসক সই করেননি। ওই নার্সকে ভর্ৎসনা করেন তিনি। দাঁতের বিভাগে দেখেন বেসিনে রক্তের দাগ। সংশ্লিষ্ট চিকিৎসক বিষয়টি আড়াল করতেযাচ্ছেন দেখে মন্ত্রী ধমক দেন। গৌতমবাবু হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার রণজিৎ ভকতকে ডেকে পাঠান। যানজটের কারণে তাঁর দেরি হয়েছে বলে জানালে তা হাজিরা খাতায় নথিভুক্ত করে রাখার নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রী সুপারকে জানান, নির্দিষ্ট সময়ে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। |
|
|
|
|
|