রাজ্য বিদ্যালয় ভলিবলে পরাজিত হুগলি ও হাওড়ার দল
নূর্ধ্ব-১৭ রাজ্য বিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল উত্তর ২৪ পরগনা দল। বালক ও বালিকা দু’টি বিভাগেই তারা জেতে।
বৃহস্পতিবার বাদুড়িয়ার এল এম এস হাইস্কুলের দর্শক ভরা মাঠে প্রথম ফাইনালে উত্তর ২৪ পরগনার দলটির কাছে ৩-০ পয়েন্টে হেরে যায় হুগলির মেয়েরা। খেলায় প্রথম থেকেই আধিপত্য ছিল উত্তর ২৪ পরগনার দলটির।
সেরা খেলোয়াড় হয় চ্যাম্পিয়ন দলের শ্রীজা সাহা। কাঁকিনাড়ার কুতুবপুর গ্রামের বাসিন্দা, রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীর খেলা দর্শকদের আনন্দ দেয়। ফাইনালে ওঠার পথে এই দলটি দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়াকে পরাজিত করে।
চ্যাম্পিয়ন দলের প্রশিক্ষক সুবীর বিশ্বাস বলেন, “গত দশ বছরে কয়েক বার ফাইনালে উঠেও শেষ মুহূর্তে হেরে যেতে হয়েছে। এত দিন পরে আমরা জিতলাম। সেই কারণে এই জয় মেয়েদের আরও ভাল খেলায় উৎসাহিত করবে।”
জয়ী দলের সদস্যেরা। নিজস্ব চিত্র।
এ দিনই দ্বিতীয় ফাইনালে উত্তর ২৪ পরগনার ছাত্রেরা তিনটি সেটে হারিয়ে দেয় দক্ষিণ দিনাজপুর দলকে। সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন দলের অমিত পাল এবং অয়ন মণ্ডল। দু’জনেই নৈহাটির বিজয়নগর বিদ্যালয়ের ছাত্র। ফাইনালে ওঠার পথে উত্তর ২৪ পরগনা দলটি পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াকে পরাজিত করে। এই নিয়ে পর পর দু’বার অনূর্ধ্ব-১৭ রাজ্য বিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হল উত্তর ২৪ পরগনা। এ ব্যাপারে চ্যাম্পিয়ন দলের প্রশিক্ষক সঞ্জয়কুমার মণ্ডল বলেন, “আগে গ্রামগঞ্জে অন্যতম প্রধান খেলা ছিল ভলিবল। প্রচার এবং সহযোগিতার অভাবে খেলাটি প্রায় হারিয়ে যেতে বসেছে।” এই জয় ছেলেদের উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তৃতীয় স্থানাধিকারী হিসাবে দক্ষিণ কলকাতার ছাত্রী এবং হুগলির ছাত্রদের দলকে পুরস্কৃত করা হয়। খেলাগুলি পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ চট্টোপাধ্যায়, শ্যামল বসু, জ্যোতিপ্রকাশ পাল, মহাদেব মিত্র, প্রবীর সাঁতরা, অচিন্ত্য বিশ্বাস এবং গোপাল মিত্র।
বাদুড়িয়া আঞ্চলিক বিদ্যালয় ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বসিরহাট মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ বারের প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ১৪টি দল যোগ দেয়। গত মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভলিবল প্রতিযোগিতা শুরু হয়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.