l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আপিল মামলা শুরু, স্থগিত জমি ফেরত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
টাটা মোটরসের দায়ের করা আপিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিঙ্গুরে জমি ফেরত বন্ধ থাকবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ ও বিচারপতি মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই স্থগিতাদেশ জারি করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, ৮ নভেম্বর থেকে দৈনিক এই মামলার শুনানি চলবে। রাজ্যের সিঙ্গুর আইনকে বৈধ এবং সাংবিধানিক বলে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় যে রায় দিয়েছিলেন, তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে টাটা মোটরস। বৃহস্পতিবার এই মামলার শুনানি শুরু হয়। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যত দিন না এই আপিল মামলার নিষ্পত্তি হচ্ছে, তত দিন এই স্থগিতাদেশ বহাল থাকবে। অর্থাৎ, ডিভিশন বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিঙ্গুরের জমি বণ্টন করতে পারবে না রাজ্য সরকার। সরকার পক্ষের অন্যতম আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের কাছে জানান, সিঙ্গুরে টাটা মোটরসকে যে ৬৪৫ একর জমি লিজে দেওয়া হয়েছিল, তার উপরই স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু ডিভিশন বেঞ্চ কল্যাণবাবুর সেই আর্জি খারিজ করে দেয়।
বিস্তারিত...
ইংকা সভ্যতার ‘মাচু পিচু’ বিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার!
পাশাপাশি উগান্ডার রাজধানী থেকে অল্প দূরের পাঙ্গা অভয়ারণ্যে মানুষখেকো
‘পিঁপড়ে’ আর মার্কিন মুলুকের গিঙ্গো পেট্রিফায়েড ফরেস্টে রয়েছে
‘
র্যাটল
স্নেক’-এর হাতছানি। ঐতিহাসিক থেকে প্রাগৈতিহাসিক এমনই
সব জায়গার কথ্যচিত্রের পাশাপাশি ছবিতে শোনানো হল ‘মেইন’-এর গল্প।
সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ধৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও তমলুক
কঙ্কাল কাণ্ডের পরে ফের অস্বস্তিতে সিপিএম। দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে সিপিএমের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ-সহ বেশ কয়েকজন নেতা এখন জেলে। এ বার নন্দীগ্রামে ‘নিখোঁজ’দের তদন্তে নেমে সিপিএমের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল সিআইডি। ধৃত অজিত বর খেজুরি ২ ব্লকের নিজকসবা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। বৃহস্পতিবার সিআইডি-র ডিআইজি (অপারেশন) কে জয়রামন বলেন, “আদালতের নির্দেশে আমরা জেলা পুলিশের কাছ থেকে তদন্তভার নিয়েছিলাম। তদন্তে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। তার ভিত্তিতেই ওই প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।” সিআইডি সূত্রে খবর, অজিতবাবুর একটি ভুটভুটি রয়েছে। সেই ভুটভুটিতে চাপিয়ে দেহ লোপাট করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে সিআইডি-র অনুমান। সে কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আজ, শুক্রবার হলদিয়া আদালতে তোলা হবে।
বিস্তারিত...
সরকারি খামারের দুর্দশা দেখল কমিটি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
যোগ্য শ্রমিকের অভাবে পরীক্ষা-নিরীক্ষা চালানো যাচ্ছে না বলে বিধানসভার কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সদস্যদের কাছে অভিযোগ করলেন বর্ধমানের কেন্দ্রীয় কৃষি খামারের সহ-অধিকর্তা। রাজ্যের চাষবাসের হাল দেখতে বৃহস্পতিবার থেকে সফর শুরু করেছেন স্থায়ী কমিটির আট সদস্য। প্রথম দিনেই বর্ধমানের কালনা রোডে ওই খামারে গিয়ে তাঁরা শোনেন, চাষের কাজ করার যন্ত্রপাতি নেই, যে যন্ত্র আছে তা চালানোর লোক নেই। যন্ত্র ও কর্মী থাকলে আবার বিদ্যুৎ নেই! সব মিলিয়ে কার্যত ‘পরিত্যক্ত’ ওই খামারের জমিতে লোকে গাড়ি চালানো শিখতে আসে। রাতে চলে দেহব্যবসাও। স্থায়ী কমিটির চেয়ারম্যান, ভাতারের বিধায়ক বনমালি হাজরার নেতৃত্বে এ দিন সকালে ওই খামারে যান বিধায়ক বেচারাম মান্না, সমীর পাঁজা, গদাধর হাজরা, মাহমুদা বেগম, অনন্তদেব অধিকারি, অমল আচার্য এবং ইমানি বিশ্বাস। আরএসপি-র অনন্তবাবু এবং কংগ্রেসের ইমানি বিশ্বাস ছাড়া বাকি সকলেই তৃণমূলের বিধায়ক।
বিস্তারিত...
‘সঙ্কটজনক পরিস্থিতিতে’
পদত্যাগ সিপিআই প্রধানের
পীযূষ নন্দী • আরামবাগ
পদত্যাগপত্র জমা দিলেন আরামবাগ মহকুমার একমাত্র সিপিআই পরিচালিত পঞ্চায়েত সালেপুর ১-এর প্রধান তারারানি সিংহ। ‘সঙ্কটজনক পরিবেশ-পরিস্থিতিতে’ তাঁর পক্ষে পঞ্চায়েত পরিচালনা করা সম্ভব নয় বলে বিডিও অফিসে জমা দেওয়া ওই পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তারারানিদেবী। তাঁর বক্তব্য, “শারীরিক ও মানসিক ভাবে আমি বিপর্যস্ত।”বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়ে তারারানি বলেন, “বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকেই পঞ্চায়েত পরিচালনা ক্রমশ জটিল হচ্ছে। প্রতি দিন ক্ষোভ-বিক্ষোভ চলছে। অপদস্ত করা হচ্ছে। উন্নয়নে বাধা দেওয়া হচ্ছে। পঞ্চায়েতের স্বাভাবিক পরিষেবা দেওয়া যাচ্ছে না।” পদত্যাগী প্রধানের অভিযোগ, “সহকর্মী সদস্যেরাও নিয়মিত অফিসে আসতে পারছেন না। কখনও অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। কখনও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। কখনও আবার গালিগালাজ করা হচ্ছে। অনশনও চলছে।”পঞ্চায়েতের এই ‘সংকটজনক’ পরিস্থিতির জন্য কাউকে অবশ্য সরাসরি দায়ী করেননি তারারানিদেবী। যদিও অভিযোগের আঙুল যে তৃণমূলের দিকেই, সে কথা স্পষ্ট।
বিস্তারিত...
অষ্টমীর দিন-রাতে জমজমাট চন্দননগর
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর ও উলুবেড়িয়া
ভিড় কেমন হতে পারে, ইঙ্গিত দিয়েছিল ষষ্ঠী। বৃহস্পতিবার বিকাল গড়িয়ে রাত যত গাঢ় হয়েছে, সর্বত্র বেড়েছে মানুষের ভিড়। এ দিন থেকেই জি টি রোড এবং স্টেশন রোডের ধার ঘেঁষে লরিতে দশমীর শোভাযাত্রার আলো লাগানোর কাজ শুরু করতে দেখা গিয়েছে আলোক-শিল্পীদের। পথচারীরা সে দিকে তাকিয়ে দিন গুনেছেন। তার পরেই মিশে গিয়েছেন জনস্রোতে। মানকুণ্ডু স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে জ্যোতির মোড় পর্যন্ত কয়েকটি বড় পুজো হয়। তাই কলকাতার দিক থেকে যাঁরা ট্রেনে আসছেন, তাঁদের বেশির ভাগই নেমে পড়ছেন মানকুণ্ডুতে। সেই ভিড় ছড়িয়ে পড়ছে জি টি রোড ধরে উত্তর দিকে। কখনও হাটখোলা দৈবকপাড়া, কখনও নোনাটোলা, কখনও বেশোহাটা, আবার কখনও বা কিছুটা দূরের হেলাপুকুর ধারে। অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের কৃত্তিম স্বর্গ দেখে মানুষ অবাক হচ্ছেন। জাঁকজমকের অভাব নেই মরান রোড সর্বজনীনেরও। এক দিকে ফুটিয়ে তোলা হয়েছে কল-কারখানার প্রয়োজনীয়তা, অন্য দিকে পরিবেশ নিয়ে সচেতনতা। গঙ্গার ধারঘেঁষা সাত দশকের পুরনো গোন্দলপাড়া মনসাতলার মণ্ডপ তৈরি হয়েছে ‘ফরাসডাঙ্গা রাজবাড়ি’র ধাঁচে।
বিস্তারিত...
শো-কজের জবাবের পরই কথা: বিরসা
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা
‘শো-কজ’-এর জবাব না-পাওয়া পর্যন্ত জন বার্লা-সহ পাঁচ নেতার সঙ্গে আলোচনায় বসবেন না বলে জানিয়ে দিলেন আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সভাপতি বিরসা তিরকে। বৃহস্পতিবার পরিষদের ওই পাঁচ নেতা কলকাতায় পৌঁছেছেন। তাঁরা রাজ্য সভাপতির কাছে আলোচনায় বসার জন্য সময় চেয়েছেন। সেই প্রেক্ষাপটেই রাজ্য সভাপতি সাংবাদিকদের বলেন, “ওঁদের শো-কজের নোটিস দিয়েছে কার্যনির্বাহী কমিটি। এখন ওই কমিটির কাছে জন বার্লাদের জবাব দিতে হবে। কেন ও কার কথায় তাঁরা বিমল গুরুঙ্গদের সঙ্গে চুক্তি করলেন সেই ব্যাখ্যা দিতে হবে। তার আগে আমি ওঁদের সঙ্গে কোনও আলোচনায় বসব না।” রাজ্য সভাপতি কড়া মনোভাব দেখানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তরাই-ডুয়ার্স সমন্বয় আঞ্চলিক কমিটির সদ্য অপসারিত সভাপতি জন বার্লা। তাঁর কথায়, “আমাকে আঞ্চলিক সভাপতির পদ দিয়েছেন তরাই-ডুয়ার্সের মানুষ। উনি কে? আলোচনার জন্য সময় চেয়েছি। অথচ এখনও কেন ডাকছেন না বুঝতে পারছি না।” তিনি জানান, গুরুঙ্গের সঙ্গে যে বৈঠক বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা তরাই-ডুয়ার্সের নানা স্তরের কমিটির সিদ্ধান্ত।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
শাখা কমিটি
কমাচ্ছে সিপিএম
নালিশ শুনল প্রতিনিধি দল
দক্ষিণবঙ্গ
বাসভাড়া নিয়ে বচসা জেরে
পথ অবরোধ সাড়ে ৩ ঘণ্টা
১৯ জন ভূমিহীনকে
পাট্টা দান আরামবাগে
বর্ধমান
স্বপ্নাদেশ পেয়েই পুজো শুরু
অবৈধ খাদানের রমরমা
দেখে এলেন কর্তারা
পুরুলিয়া
প্রধান শিক্ষকদেরই
দেখতে হবে মিড-ডে মিল
জমে উঠেছে
খয়রাশোলের গোষ্ঠমেলা
মুর্শিদাবাদ
পদ্মা গিলছে ঘর, ঝাঁপিয়ে পড়েছেন ক্লাবের ছেলেরা
উষ্ণায়ন থেকে তারাপীঠ,
থিমের পুজো তেহট্টে
মেদিনীপুর
জঙ্গলমহলে আটক
হয়রানির নালিশ
আগের সেই জামিন
বাতিল কালিদাসের
কলকাতা
৩০.৫/২০.০
আজকের দিনে
• ১৯৭২:
অভিনেত্রী
তব্বু-র জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.