দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ড |
আগের সেই জামিন বাতিল কালিদাসের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে সিপিএম কর্মী কালিদাস চৌধুরীর জামিন বাতিল করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক মির দারাশেখো। গত ২৫ অক্টোবর কালিদাসবাবুর আইনজীবী তাঁর মক্কেল অসুস্থ, এই যুক্তিতে ভারপ্রাপ্ত জেলা দায়রা বিচারকের কাছে জামিনের আবেদন করেছিলেন। সে সময়ে ওই আবেদন মঞ্জুর হয়ে যায়। শোরগোল পড়ে যায় সিআইডি ও সরকারি আইনজীবীদের মধ্যে। কেননা, দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে সিআইডি গত ২৩ সেপ্টেম্বরই চার্জশিট দিয়েছে। তার পরে এমনকী হাইকোর্টও কোনও অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করেনি। |
|
আদালতে কালিদাস চৌধুরী।- নিজস্ব চিত্র। |
সরকারপক্ষের দাবি, ২৫ অক্টোবর ভারপ্রাপ্ত জেলা দায়রা বিচারকের এজলাসে সময়াভাবে কালিদাসবাবুর আবেদন নিয়ে শুনানিই হয়নি। পরে শুনানির দিন নির্দিষ্ট হবে বলে ঠিক হয়েছিল। তবে কালিদাসবাবু জেল থেকে বেরোতেও পারেননি। শালবনির অন্য একটি কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত হওয়ায় তাঁর নামে হাজিরার পরোয়ানা জারি করেছিলেন মেদিনীপুরের সিজেএম। সেই মামলার সূত্রে জেলেই রয়ে যান কালিদাস। দাসেরবাঁধের মামলাতেও তাঁর জামিন বাতিলের জন্য সোমবারই জেলা ও দায়রা বিচারকের কাছে আবেদন জানায় সরকারপক্ষ। বৃহস্পতিবার সেই আবেদন মঞ্জুর করে অভিযুক্তকে আগামী ১১ নভেম্বর সিজেএম আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক। এই মামলায় ৫৮ জন সিপিএম নেতাকর্মীর নাম রয়েছে চার্জশিটে। তাঁদের মধ্যে গড়বেতার বিধায়ক সুশান্ত ঘোষ-সহ ১৮ জন জেলে বন্দি। ফেরার ৪০ জনের নামে ইতিমধ্যে হুলিয়াও জারি করেছে আদালত। |
|