টুকরো খবর
কুলটিকরিতে হামলা-ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল
সবে ঘরছাড়ারা ফিরছিলেন। মাস পাঁচেক বন্ধ থাকার পরে বৃহস্পতিবার সকালেই খুলেছিল সিপিএমের কুলটিকরি লোকাল কমিটির কার্যালয়। বিকেলবেলা আবার এলাকায় মিছিল করেছিল তৃণমূল। সেই মিছিল থেকেই সিপিএমের নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্য দিকে, তৃণমূলের অভিযোগ, সিপিএমের লোকজনই প্ররোচনা ছড়িয়ে এলাকা অশান্ত করে তুলতে চাইছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে বৃহস্পতিবার সাঁকরাইল থানার কুলটিকরিতে সিপিএম ও তৃণমূলের মধ্যে গোলমাল বাধে। মারধরে জখম হন তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ কয়েক জন। দুই সিপিএম নেতার বাড়িতে ও দলের একটি বুথ কার্যালয়ে তৃণমূলের লোকেরা হামলা চালায় বলে অভিযোগ। উভয় পক্ষের ৮ জনকে আটক করেছে পুলিশ। বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর আসনটি তৃণমূলের দখলে আসে। গত ২২ মে দলীয় কার্যালয়ে হার্মাদ শিবির চালানোর অভিযোগে তৃণমূলের লোকেদের হাতে প্রহৃত হন কুলটিকরির দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা বাদল রানা। ওই ঘটনার পর সিপিএমের বেশ কয়েক জন নেতা-কর্মী এলাকাছাড়া হন। সিপিএমের কুলটিকরি লোকাল কমিটির কার্যালয়টি বন্ধ হয়ে যায়। সম্প্রতি সিপিএমের ঘরছাড়ারা এলাকায় ফিরেছেন। বৃহস্পতিবার সিপিএমের কুলটিকরি লোকাল কমিটির কার্যালয় খোলে। সিপিএমের অভিযোগ, বিকেলে বাইরে থেকে লোকজন এনে তৃণমূল এলাকায় বিশাল মিছিল করে। তৃণমূলের মিছিল থেকে উত্তেজিত লোকজন বেরিয়ে স্থানীয় সিপিএম নেতা চিত্ত মহাপাত্র ও অর্জুন সিংহের বাড়িতে ভাঙচুর করেন। বাদল রানার বাড়ির পাশে সিপিএমের স্থানীয় বালিগেড়িয়া বুথ কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। তৃণমূলের সাঁকরাইল ব্লক সভাপতি সোমনাথ মহাপাত্র-র দাবি, “সিপিএমের লোকেরাই প্ররোচনা ছড়িয়ে গোলমাল পাকায়। ওরাই আমাদের দলীয় কার্যালয়ে ঢুকে তৃণমূলের কুলটিকরি অঞ্চল সভাপতি গোপীনাথ মাহালি-সহ ৩ জনকে পেটায়।”

ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ বিলির সিদ্ধান্ত
অতিবর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের চাষে সাহায্য করতে ধান, গম, ডাল, সব্জি বীজ বিলি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কৃষি দফতর। জাতীয় দুর্যোগ ত্রাণ তহবিল থেকে বরাদ্দ অর্থে পূর্ব মেদিনীপুর-সহ বেশ কয়েকটি জেলায় উচ্চফলনশীল বোরো বীজধান-সহ গম, সব্জি বীজ কিনে কৃষকদের বিলির নির্দেশিকা দেওয়া হয়েছে। আসন্ন শীতের মরসুমে কৃষকেরা যাতে দ্রুত চাষে নামতে পারে, সে জন্য আগামী ২৫ নভেম্বরের মধ্যে বীজ বিলি করা হবে। চলতি বছর জুলাই ও সেপ্টেম্বর মাসে দু’দফায় অতিবর্ষণ ও ব্যারেজের ছাড়া জলে প্লাবিত হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, ময়না, কোলাঘাট ভগবানপুর ও পটাশপুর এলাকার চাষজমি। ক্ষতি হয় জেলার অন্যত্রও। জেলার ৩৭৩টি মৌজাকে বন্যাপীড়িত বলে ঘোষণা করে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত চাষিদের বীজ ও সার দিয়ে সাহায্যের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানায় সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠন। এরপরেই আসন্ন মরসুমে বীজ বিলির সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, উচ্চফলনশীল ধানবীজ বরাদ্দ করা হয়েছে ৭ হাজার প্যাকেট (প্রতিটি ১০ কিলোগ্রাম), সংকর প্রজাতির ধানবীজ বরাদ্দ করা হয়েছে ৭ হাজার প্যাকেট (প্রতিটি ২ কিলোগ্রাম), গমবীজ বরাদ্দ হয়েছে ১ হাজার ৫০০ প্যাকেট (প্রতিটি ১৫ কিলোগ্রাম), খেসারি ডাল বীজ ১ হাজার ২৫০ প্যাকেট (প্রতিটি ৪ কিলোগ্রাম), সরিষা ৬ হাজার ৪৮০ প্যাকেট (প্রতিটি ১ কিলোগ্রাম), তিল ১ হাজার প্যাকেট (প্রতিটি ৪ কিলোগ্রাম)। এ ছাড়াও বিভিন্ন ধরনের সব্জি ও অনুখাদ্যের ৩ হাজার ৩৭২টি প্যাকেট বরাদ্দ করা হয়েছে। জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিমল নন্দী বলেন, “বীজধান, গম, ডাল ও সব্জি বীজ দ্রুত কৃষকদের বিলির জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি ও ব্লক কৃষি দফতরকে। চলতি মাসের মধ্যেই বীজ বিলির কাজ শেষ করা হবে।” সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠনের নেতা নারায়ণ নায়েক বলেন, “কৃষি দফতরের সময়সীমার মধ্যেই বরাদ্দকৃত বীজ বণ্টন হয় কিনা, সেটাই এখন দেখার।”

ফের জেলে ৩ অভিযুক্ত
জেলা আদালতের বিচারকের নির্দেশনামায় কারচুপি করে জেলবন্দি একাধিক জনকে অন্যায় ভাবে জামিনে মুক্ত করিয়ে নেওয়ায় অভিযুক্ত আইনজীবী দেবকুমার চট্টোপাধ্যায় ও মুহুরি সোমনাথ চক্রবর্তীকে শো-কজ করলেন ঘাটালের এসিজেএম অম্বরীষ ঘোষ। যে ৪ জনকে অন্যায় ভাবে মুক্ত করা হয়েছিল, বিচারকের নির্দেশে তাঁদের মধ্যে ৩ জনকেও বৃহস্পতিবারই আদালতে হাজির করেন জামিনদার। অন্য এক জনের খোঁজ মেলেনি বলে দাবি জামিনদারের। ধরে আনা ৩ জনকেই ফের ১৪ দিন জেলহাজতে পাঠিয়েছেন বিচারক। আর যাঁকে ধরা যায়নিসেই বোকা পালুইয়ের নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। গত ৭ সেপ্টেম্বর চন্দ্রকোনা থানার মাংরুলে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই বধূকে গলা টিপে খুন করার অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বধূর বাপের-বাড়ির সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শ্বশুরবাড়ির পাঁচ জনের নামে খুন, বধূ নির্যাতনের মামলা শুরু করে (কেস নং ১৪৩/১১, ঘাটাল মহকুমা আদালতের জিআর নং ২৯২/১১)। ঘটনার পরেই অবশ্য বেপাত্তা হয়ে যায় ওই বধূর স্বামী, দেওর-সহ অন্য অভিযুক্তরা। অক্টোবরের প্রথম সপ্তাহে অভিযুক্তরা ঘাটাল এসিজেএম আদালতে আত্মসমর্পণ করেন। তাদের জেল হেফাজতে পাঠান বিচারক। গত ১৮ অক্টোবর পূজাবকাশের মধ্যে জেলা দায়রা বিচারকের এজলাসে জামিনের আবেদন করেন অভিযুক্তদের আইনজীবী। ভারপ্রাপ্ত জেলা দায়রা বিচারক বধূর শাশুড়ি জ্যোৎস্না পালুইয়ের জামিনই শুধু মঞ্জুর করেন। বাকি ৪ জনের আবেদন নাকচ হয়ে যায়। কিন্তু বিচারকের নির্দেশনামায় কারচুপি করে এর পর ঘাটাল আদালতে ভুল নথি পেশ করা হয় এবং সেই সূত্র ধরে ঘাটাল সংশোধনাগার থেকে ৫ অভিযুক্তই ছাড়া পান। পূজাবকাশের পর বুধবার বিষয়টি নজরে এলে শোরগোল পড়ে।

আইনজীবীকে শো-কজ, ফের জেলে অভিযুক্ত
জেলা আদালতের বিচারকের নির্দেশনামায় কারচুপি করে জেলবন্দি একাধিক জনকে জামিনে মুক্ত করিয়ে নেওয়ায় অভিযুক্ত আইনজীবী দেবকুমার চট্টোপাধ্যায় ও মুহুরি সোমনাথ চক্রবর্তীকে শো-কজ করলেন ঘাটালের এসিজেএম অম্বরীশ ঘোষ। যে ৪ জনকে অন্যায় ভাবে মুক্ত করা হয়েছিল, তাঁদের মধ্যে ৩ জনকেও বৃহস্পতিবারই আদালতে হাজির করেন জামিনদার। অন্য এক জনের খোঁজ মেলেনি বলে দাবি। ৩ জনকেই ফের ১৪ দিন জেল হেফাজতে পাঠান বিচারক। আর যাঁকে ধরা যায়নিসেই বোকা পালুইয়ের নামে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। গত ৭ সেপ্টেম্বর চন্দ্রকোনার মাংরুলে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁকে গলা টিপে খুনের অভিযোগে পুলিশ শ্বশুরবাড়ির পাঁচ জনের নামে খুন, বধূ নির্যাতনের মামলা শুরু করে (কেস নং ১৪৩/১১, ঘাটাল মহকুমা আদালতের জিআর নং ২৯২/১১)। অক্টোবরের গোড়া অভিযুক্তরা ঘাটাল এসিজেএম আদালতে আত্মসমর্পণ করেন। তাঁদের জেল হেফাজতে পাঠান বিচারক। গত ১৮ অক্টোবর পূজাবকাশের মধ্যে জামিন চেয়ে আবেদন করেন অভিযুক্তদের আইনজীবী। ভারপ্রাপ্ত জেলা দায়রা বিচারক বধূর শাশুড়ি জ্যোৎস্না পালুইয়ের জামিন মঞ্জুর করেন। বাকি ৪ জনের আর্জি নাকচ হয়ে যায়। কিন্তু জেলা বিচারকের নির্দেশনামায় কারচুপি করায় ৫ অভিযুক্তই ছাড়া পেয়ে যান।

প্রাথমিকে নিয়োগের দাবিতে বিক্ষোভ
শিক্ষক হিসাবে অবিলম্বে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন পিটিটিআই পাশ প্রার্থীরা। বিক্ষোভ কর্মসূচির সময় পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তি হয় তাঁদের। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক শিক্ষণ ছাত্র সমিতির জেলা সম্পাদক নীলম রায়ের অভিযোগ, “কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী প্রাথমিকে নিয়োগে পিটিটিআই পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও তা মানা হচ্ছে না।” যদিও সংসদের চেয়ারম্যান গোপাল সাহুর বক্তব্য, “সরকারি নির্দেশিকা মেনেই প্রাথমিকে নিয়োগ করার চেষ্টা চলছে।”

দুর্নীতি, অভিযুক্ত ডিলার
বিপিএল গ্রাহকদের জন্য বরাদ্দ আটা খোলাবাজারে বিক্রির অভিযোগে ধরা পড়লেন এক রেশন ডিলার। বৃহস্পতিবার সকালে আটা পাচারের সময় গ্রামবাসীদের হাতেই ধরা পড়েন হলদিয়ার হরিশপুর গ্রামের ডিলার মুকুল বন্দ্যোপাধ্যায়। গত মে মাসেও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে তখন জল বেশি দূর গড়ায়নি। ব্লক খাদ্য আধিকারিক জয়ন্ত পাল বলেন, ‘‘ওই ডিলারের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেয়েছি। মহকুমা খাদ্য আধিকারিককে জানাব।”

অভিযুক্ত তৃণমূল
মাস পাঁচেক বন্ধ থাকার পরে বৃহস্পতিবার সকালেই খুলেছিল সিপিএমের কুলটিকরি লোকাল কমিটির কার্যালয়। বিকেলবেলা আবার এলাকায় মিছিল করেছিল তৃণমূল। সেই মিছিল থেকেই সিপিএমের নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.