l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
•
সুস্থ আছেন অপহৃত জেলাশাসক
• পাক প্রধানমন্ত্রীর প্রতীকী কারাদন্ড
•
উপগ্রহ রিস্যাট-১ এর সফল উৎক্ষেপণ
বিস্তারিত...
দু’টি রানওয়েতেই গর্ত, আধঘণ্টা বন্ধ রইল উড়ান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প্রধান রানওয়ে দিয়ে বাগডোগরার দিকে উড়ে যাওয়ার সময়ে সেখানে একটি ‘চিড়’ দেখে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এ টি সি)-কে সতর্ক করেছিলেন এক পাইলট। খবর পেয়ে বুধবার দুপুরে রানওয়েতে পৌঁছে চক্ষু চড়কগাছ অফিসারদের। চিড় নয়, রানওয়ের উত্তর দিকে রীতিমতো একটি গর্ত ‘আবিষ্কার’ করেন তাঁরা। আয়তনে যা পাঁচ ফুট লম্বা, দেড় ফুট চওড়া ও ছয় ইঞ্চি গভীর। ফলে সেখানে কোনও ভাবে বিমান নামলে চরম দুর্ঘটনা ঘটতে পারত। এর আগেও এ ভাবে প্রথম রানওয়েতে গর্ত দেখা গিয়েছিল। কিন্তু তখন দ্বিতীয় রানওয়ে ছিল খোলা। এ বার সেখানেও বিপত্তি। সেই রানওয়েতেও গর্ত হওয়ায় আগে থেকেই বন্ধ সেটি। অথচ তখনই কলকাতায় নামতে যাচ্ছিল হায়দরাবাদ থেকে আসা একটি উড়ান। মুখ ঘুরিয়ে ফের উড়ে যেতে নির্দেশ দেওয়া হয় বিমানের চালককে। তার পিছনে আরও কয়েকটি বিমান তখন নামার অপেক্ষায়। উপায়ান্তর না পেয়ে পরিস্থিতি মোকাবিলায় ৩৫ মিনিটের জন্য দু’টি রানওয়ে সম্পূর্ণ বন্ধ করে দিতে হয় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে।
বিস্তারিত...
আরাবুলের ‘পাশেই’ তৃণমূল,
গ্রেফতারের দাবি সিপিএমের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম কলেজের শিক্ষিকাকে ‘হুমকি’ দিয়ে থাকলে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রকারান্তরে কিন্তু দলীয় নেতার ‘পাশে’ই আছেন মহাসচিব। এ দিনও ভাঙড় কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে ঘুরে বেড়িয়েছেন আরাবুল। টিভি ক্যামেরার সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে তর্জনী উঁচিয়ে বলেছেন, “আমি ওই শিক্ষিকাকে বলি, আপনি কে? গলা নামিয়ে কথা বলুন! কে আপনাকে আঙুল উঁচিয়ে কথা বলার অধিকার দিয়েছে?” ওই শিক্ষিকা ‘কাঠ সিপিএমের মতো’ কথা বলছিলেন জানিয়ে আরাবুলের আরও বক্তব্য, “লিউকোপ্লাস্ট খুলে দেখা হোক, শিক্ষিকার আদৌ আঘাত লেগেছে কি না।” মঙ্গলবার শিক্ষিকাকে কটূক্তি এবং জগ ছুড়ে মারার অভিযোগ উঠেছিল আরাবুলের বিরুদ্ধে। মঙ্গলবারই পার্থবাবু জানিয়েছিলেন, ‘বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না’।
বিস্তারিত...
সুদ মকুব নিয়ে সংঘাত রুখতে
রফাসূত্রের সন্ধানে প্রধানমন্ত্রীও
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
তি
ন বছরের জন্য সুদ মকুব নিয়ে ‘চরমসীমা’ দেওয়ার পাশাপাশি এ বার সরকারের মধ্যে থেকে কেন্দ্রের উপরে চাপ বাড়াতে দলীয় সাংসদদের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। এই অবস্থায় চলতি বিতর্কের অবসানে আবার সক্রিয় হয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। গত ২১ তারিখ মমতা জানিয়ে দেন, পশ্চিমবঙ্গের বকেয়া ঋণের উপর তিন বছরের জন্য সুদ মকুবের ব্যাপারে কেন্দ্র কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে আর পনেরো দিন অপেক্ষা করবেন তিনি। তার মধ্যে এই দাবি না মানা হলে আগামীতে তা ‘বড় ইস্যু’ হয়ে যাবে। পরে অবশ্য এই সময়সীমা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, সরকারকে ‘হুমকি’ দেওয়াটা তাঁর উদ্দেশ্য নয়। কেন্দ্রকে চাপে ফেলতে তিনি চান না। কিন্তু অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের তফাতটাও কেন্দ্রকে বুঝতে হবে। এই পরিস্থিতিতে ৪ মে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন মমতা।
বিস্তারিত...
মার্কিন মূল্যায়নেও অর্থনীতি বেহাল দিল্লির
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
ভারতের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিল্লিতে কাঁপুনি ধরিয়ে দিল দু’টি মার্কিন মূল্যায়ন সংস্থা। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর্স (এসঅ্যান্ডপি) সংস্থাটি ভারতীয় অর্থনীতি সম্পর্কে নিজেদের দৃষ্টিভঙ্গি ‘স্থিতিশীল’ থেকে এক ধাক্কায় নামিয়ে আনল ‘নেতিবাচক’-এ! আর ‘মুডিজ অ্যানালিটিকস’ নামে আর একটি সংস্থা ভারতের অর্থনীতির ‘দুরবস্থা’র জন্য মনমোহন সিংহ, সনিয়া ও রাহুল গাঁধীকে কাঠগড়ায় দাঁড় করাল। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মুখ্য আর্থিক উপদেষ্টা কৌশিক বসু আন্তর্জাতিক মঞ্চে কবুল করেন, জোট রাজনীতির জটে থমকে রয়েছে আর্থিক সংস্কার। সেই বিতর্ক ধামাচাপা দিতে সরকার সক্রিয় হলেও ক’দিনের মধ্যে এসঅ্যান্ডপি ও মুডিজের রিপোর্ট ফের বড় ধাক্কা দিল। দু’টি আন্তর্জাতিক সংস্থার এই মূল্যায়ন নিয়ে কংগ্রেস কোনও মন্তব্য না করলেও পরিস্থিতি সামাল দিতে সরকারের বিশ্বাসযোগ্য মুখ অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ, এ বারের অভিযোগের মাত্রা যথেষ্টই গুরুতর।
বিস্তারিত...
ফেলে আসা ক্ষতির হিসেব আর মেলাবেন না বচ্চন
নিজস্ব প্রতিবেদন
পঁচিশ বছর ধরে বদনামের ভাগী হয়েছেন তিনি। এখন অভিযোগকারী, তদন্তকারীদের মুখ থেকেই শুনছেন, তিনি নির্দোষ! বফর্স কেলেঙ্কারিতে আদৌ জড়িত ছিলেন না। তিনি, অমিতাভ হরিবংশরাই বচ্চন। কিন্তু ২৫ বছরে কি ক্ষতি কম হল? কখনও পূরণ হবে সেটা? বুধবার সকাল থেকেই তাঁর ব্লগে লেখা ছিল প্রশ্নটা। সন্ধ্যায় সাদা পাজামা-পাঞ্জাবি পরে সাংবাদিকদের সামনে এসে নিজেই দিয়ে দিলেন উত্তরটা। “যো জীবন বিত গয়ে উসকা ক্যায়া কম্পেনসেশন!” মঙ্গলবারই একটি সাক্ষাৎকারে সুইডেনের প্রাক্তন পুলিশ প্রধান তথা বফর্স কেলেঙ্কারির মূল তদন্তকারী অফিসার স্টেন লিন্ডস্টর্ম জানান, ওই বিতর্কিত অস্ত্রচুক্তির সঙ্গে অভিনেতা অমিতাভ বচ্চন বা তাঁর পরিবার জড়িত ছিলেন না। কিছু ভারতীয় তদন্তকারী অফিসার সুইডেন গিয়ে ‘ইচ্ছাকৃত’ বফর্স কেলেঙ্কারির সঙ্গে বচ্চন পরিবারের যোগসূত্র তৈরির চেষ্টা করেছিলেন।
বিস্তারিত...
অভিযোগ না নিয়ে নিগৃহীতাকেই কুমন্তব্য পুলিশের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
‘কাহানি’র সঙ্গে মিলল না বাস্তব। হারিয়ে যাওয়া স্বামীর খোঁজে কলকাতায় ছুটে আসা বিদ্যা বালানের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছিলেন কালীঘাট থানার অফিসারেরা। কিন্তু সেটা রুপোলি পর্দাতেই। বাস্তবে শ্বশুরবাড়ির লোক জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ জানাতে ছুটে যাওয়া এক মহিলার এফআইআর নিতেই রাজি হল না কালীঘাট থানা। উল্টে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং থানারই এক অফিসার তাঁর প্রতি কুমন্তব্য করেছেন বলে সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেছেন ওই মহিলা। সংবাদমাধ্যম মারফত খবরটি অবশেষে পৌঁছেছে লালবাজারে। তখন নড়েচড়ে বসেছে পুলিশ। ঘটনার তিন দিন পরে লিখিত অভিযোগ নিয়ে গ্রেফতার করা হয়েছে ওই মহিলার স্বামী বাদল দাসকে (যে ক্ষেত্রবিশেষে মনোজিৎ রায় নামেও পরিচিত)। মহিলার সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় অভিযুক্ত অতিরিক্ত ওসি এবং এক সাব-ইনস্পেক্টরের ভূমিকারও তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে লালবাজার সূত্রের খবর।
বিস্তারিত...
মেডিক্যালের আউটডোরে জমিয়ে
‘ব্যবসা’ ওষুধ সংস্থার কর্মীদের
পারিজাত বন্দ্যোপাধ্যায় • কলকাতা
চিকিৎসকদের নানা রকম উপঢৌকন বা সুবিধা দিয়ে বিশেষ কোনও ওষুধ প্রেসক্রিপশনে লিখতে বিভিন্ন ওষুধ সংস্থা প্রভাবিত করছে বলে অভিযোগ বহুদিনের। এমনকী, হাসপাতালে সরকারি ওষুধ অধিকাংশ সময়ে অমিল থাকার পিছনেও এই সব সংস্থার হাত রয়েছে বলেও বারবার অভিযোগ উঠেছে। তার পরেও যে ওষুধ সংস্থার রাজত্ব সরকারি হাসপাতালের শিকড়ে প্রবেশ করেছে, তার প্রমাণ আরও এক বার পাওয়া গেল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে আউটডোর ভবনে সর্বসমক্ষে টেবিল-চেয়ার নিয়ে মৌরসিপাট্টা গেড়ে বসেছেন একাধিক ওষুধ ও ইঞ্জেকশন প্রস্তুতকারী সংস্থার কর্মী। তাঁরাই রোগীদের সুগার পরীক্ষা করছেন। ডায়েট চার্ট বানিয়ে দিচ্ছেন। পাশাপাশি রোগীদের মধ্যে নিজেদের সংস্থার ওষুধ ও ইঞ্জেকশনের প্রচারের কাজটাও সেরে ফেলছেন। ওই ওষুধ ও ইঞ্জেকশন কেনানোর ব্যবস্থাও করে দিচ্ছেন।
বিস্তারিত...
পেট্রোকেম বাঁচাতে চিন্তা
আইওসি-র ভাগ বাড়ানোর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
হাতে খুব বেশি হলে দু’মাস। এর মধ্যে নতুন করে টাকা ঢালা না-হলে রাজ্যের ‘শো-পিস’ প্রকল্প হলদিয়া পেট্রোকেমিক্যাল্স-এর অস্তিত্ব টিকিয়ে রাখাই দায় হবে। কারণ, নয়া পুঁজি না-এলে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান টাকা দেবে না। তাই হলদিয়ায় নতুন পুঁজি টানতে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)-কে ‘স্ট্র্যাটেজিক’ লগ্নিকারী হিসেবে আনার কথা ভাবছে রাজ্য। হলদিয়া পেট্রোকেমে নয়া পুঁজির প্রয়োজনের কথা মেনে নিয়েছেন সংস্থার সাম্মানিক চেয়ারম্যান তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। যদিও তাঁর মতে, সংস্থা ঠিক ভাবে চালাতে শুধু বিনিয়োগ নয়, অন্য রসদও জরুরি। বুধবার তিনি বলেন, “পুঁজি দরকার। পাশাপাশি মানবসম্পদ ও সংস্থার সুষ্ঠু পরিচালনাও দরকার। কোথায় সমস্যা হচ্ছে, তা খুঁজে বার করাই মূল কাজ।” ২৮ এপ্রিল পার্থবাবু কারখানা পরিদর্শনে যাচ্ছেন। হলদিয়া পেট্রোকেমে ইন্ডিয়ান অয়েলের উপস্থিতি অবশ্য আগে থেকেই রয়েছে। তবে তা ‘মাইনর’ অংশীদার হিসেবে। আপাতত হলদিয়ার ৮.৮৯% শেয়ার রয়েছে তাদের হাতে।
বিস্তারিত...
এক নজরে...
সংস্কারের সঙ্গেই আছি,কেন্দ্রকে বার্তা বিজেপির
চার ইউনিট স্তব্ধ, বিদ্যুতের ঘাটতি সামলে দিল ঝড়বৃষ্টি
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
মায়ের গলা জড়িয়ে বিস্কুট
খাওয়াতে চাইল ঐশ্বর্যা
যন্ত্রের নানা ত্রুটি, মেট্রো
কর্তারা তা মানতেই নারাজ
রাজ্য
জ্যোতিপ্রিয়র মন্ত্রক
বরাত দিল এন্তাজ,
সুশান্তর সমবায়কে
পঞ্চায়েত ভোটের মুখে
ফের হামলার ছক রেলে
দেশ
তদন্তকারীর সাক্ষাৎকার
অস্ত্র বিজেপির, ঢাল
কংগ্রেসেরও
সময়সীমা শেষ হল, মেননের মুক্তি নিয়ে জটিলতা অব্যাহত
বিদেশ
সচিনের সই করা ব্যাটটাই
সেরা সংগ্রহ ক্যামেরনের
১০০টি রেল-ইঞ্জিন
চাইছে পাকিস্তান
ব্যবসা
রেটিং কমার সম্ভাবনায়
দোলাচল শেয়ার বাজারে
খেলা
চুল ছেঁটে সৌরভ টিম নিয়ে
পড়লেন ডোনাল্ডের সঙ্গে
উথাপ্পারা হাত খুলতে
দেরি করে ফেলছে
স্বাস্থ্য
মেডিক্যালের আউটডোরে জমিয়ে ‘ব্যবসা’ ওষুধ
সংস্থার কর্মীদের
মুখ্যমন্ত্রীর ঘোষণার তিন
বছর আগেই ভবন,
তবে চালু হয়নি
জীবজগত্
পুকুর বোজানো চলছে শহর
জুড়ে, দেখলেন কর্তারা
‘অনুপ্রবেশকারী’ হস্তিনি
এখন সিপাহিজলায় ‘বন্দি’
সম্পাদকীয়
কাজ তো প্রধানমন্ত্রীর
কেন্দ্র-রাজ্য সম্পর্কের
অবস্থা যখন অগ্নিগর্ভ
কলকাতা
৩৯.৬/২৭.৬
আজকের দিনে
• ১৯৩২:
ইংল্যান্ড ক্রিকেটার
উইলিয়াম লকউডের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.