আজকের শিরোনাম
সুস্থ আছেন অপহৃত জেলাশাসক
আজ সকালে জঙ্গল থেকে ফিরলেন আদিবাসী মহাসভার সভাপতি তথা সিপিআই নেতা মণীশ কুঞ্জম। তিনি জানালেন সুস্থ্য আছেন জেলাশাসক অ্যালেক্স পল মেনন। সুকমার অপহৃত জেলাশাসককে পোশাক ও ওষুধ দিতে গিয়েছিলেন তিনি। কাল রাতে ফেরার কথা থাকলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভবপর হয়নি। ফলে মেননের স্বাস্থ্য সম্পর্কেও বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি। আজ জানা যায় জেলাশাসক সম্পূর্ণ সুস্থ্য ও নিরাপদে আছেন। তবে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কাটলেও তাঁর মুক্তি নিয়ে জট এখনও কাটেনি।

পাক প্রধানমন্ত্রীর প্রতীকী কারাদন্ড
আদালত অবমাননার দায়ে পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে দোষী সাব্যস্ত করল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ৩০ সেকেন্ডের জন্য প্রতীকী কারাদন্ড দেওয়া হয় তাঁকে।

উপগ্রহ রিস্যাট-১ এর সফল উৎক্ষেপণ
আজ ভোর ৫টা ৪৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উপগ্রহ রিস্যাট-১ এর সফল উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। নজরদারি চালাবে এই উপগ্রহ। দেশীয় প্রযুক্তিতে তৈরি এটি ভারতের প্রথম ‘চর’ উপগ্রহ বলে জানান ইসরোর প্রধান। নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য নিঃসন্দেহে এটি ইসরোর বিজ্ঞানীদের একটি অবিস্মরণীয় অবদান। ১৮৫৮ কিলোগ্রাম ওজনের রিস্যাট-১ এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে ভারী উপগ্রহ। এই ঘটনা “ভারতের সবচেয়ে গর্বের মুহূর্ত” বলে জানান ইসরোর চেয়ারম্যান। ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রীও।

অবশেষে মুক্ত ঝিনা হিকাকা
অপহরণের ৩২ দিন পর মুক্তি পেলেন বিজেডি বিধায়ক ঝিনা হিকাকা। গণ আদালতের রায় মেনে আজ সকাল ১০টায় তাঁকে মুক্তি দিল মাওবাদীরা। ইস্তফা দেওয়ার শর্তে নারায়ণ পটনার কাছে বালিপেটায় স্ত্রী কৌশল্যা ও আইনজীবীর হাতে তুলে দেওয়া হয় তাঁকে। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি সম্পুর্ণ সুস্থ্য আছেন। ২-৩টি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে, কিন্তু তাঁর সঙ্গে কোনও রকম দুর্ব্যবহার করা হয়নি।

ইসলামপুরে গোষ্ঠীদ্বন্দ্ব
উত্তর দিনাজপুরের ইসলামপুরে বন্দিরামগাছ এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছ়ডায় গোটা এলাকায়। কেন্দ্রীয় প্রকল্পের বরাত পাওয়া নিয়ে এই সংঘর্ষ বাধে বলে জানা যায়। বোমাবাজিতে আহত হন ২ জন। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে প্রশাসন সূত্রের খবর।

ফের মিছিলে বাধা পুলিশের
ফের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আজ সকালে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ১১টি বামপন্থী সংগঠন মিছিলের ডাক দেয়। কিন্তু মিছিল শুরু হতেই পুলিশ এসে বাধা দেয় বলে অভিযোগ। তবে এই মিছিল করার অনুমতি ১৭ এপ্রিল নেওয়া হয় বলে দাবি উদ্যোক্তাদের। যদিও সংগঠনের তরফ থেকে এই মিছিল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভ্যাট থেকে উদ্ধার বোমা
বেহালার পর্ণশ্রীতে ১২৮ নম্বর ওয়ার্ড এলাকায় আজ সকালে ভ্যাট থেকে উদ্ধার হয় ৬টি তাজা হাতবোমা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিস ও বম্ব স্কোয়াড। স্থানীয় দুষ্কৃতিরা এই কাজে জ়ডিত বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.