বর্ধমান |
কৃপাসিন্ধু-খুনে অভিযুক্ত দু’জনের সম্পত্তি বাজেয়াপ্ত |
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: দলেরই নেতা খুনে অভিযুক্ত কেতুগ্রামের তৃণমূল নেতা হারা শেখের সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ। এই ঘটনায় আর এক অভিযুক্ত আশাদুল্লা শেখের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে কেতুগ্রাম থানার পুলিশ এই সম্পত্তি বাজেয়াপ্ত করে। আশাদুল্লার বাড়ি থেকে একটি মাস্কেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কেতুগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর কেতুগ্রাম ১ ব্লকের সদর দফতর কান্দরার কাছে মালগ্রামে গুলিবিদ্ধ হয়ে খুন হন তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক কৃপাসিন্ধু সাহা। |
|
ব্যাঙ্কে জাল নথি দাখিল করায় ধৃত |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
ইঞ্জিনিয়ারিং পরীক্ষা
শিয়রে, হোটেলে ‘ঠাঁই নাই’ |
নিজস্ব প্রতিবেদন: সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার আগে দুর্গাপুরে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে নাকাল হচ্ছেন পরীক্ষার্থীরা। আগামী রবিবার দেশ জুড়ে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা (এআইইইই) পরীক্ষা হতে চলেছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসএই) নেওয়া এই পরীক্ষার মেধা তালিকার ভিত্তিতে আইআইটি, এনআইটি-সহ বিভিন্ন কেন্দ্রীয় কলেজে বি ই, বি টেক, বি আর্ক এবং বি প্ল্যানিং পড়ার সুযোগ মেলে। পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্যও সরকারি বা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষাকে মান্যতা দেয়। |
|
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পঞ্চায়েত নির্বাচনে ‘একলা’ চলার কথা শোনা যাচ্ছে দুই শিবিরেই। কিন্তু আসন্ন দুর্গাপুর পুর নির্বাচনে তারা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই লড়বে বলে জানিয়ে দিল তৃণমূল। দুর্গাপুরে এসে বুধবার তৃণমূলের বর্ধমান জেলা পর্যবেক্ষক অলোক দাস বলেন, “জোট বেঁধেই বামফ্রন্টের হাত থেকে এই পুরসভা ছিনিয়ে নেব আমরা।” জোট জিতলে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় মেয়র হবেন বলেও তিনি আগাম জানিয়ে দিয়েছেন। |
পুরভোটে জোট, দুর্গাপুর
দখলে চায় কংগ্রেস-তৃণমূল |
|
নালিশ চাপা
আছে জঞ্জালেই |
|
|
|
ধুলোর ঝড় আসানসোলে,
বৃষ্টির মুখ দেখল দুর্গাপুর |
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|