টুকরো খবর |
চালু হল বার্নপুরের স্কুল |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবশেষে পঠন-পাঠন শুরু হল বার্নপুরের রিভারসাইড এলাকার ইংরাজি মাধ্যম স্কুলে। বুধবার সকাল থেকে স্কুলে পঠন-পাঠন স্বাভাবিক হয়। এ দিন সকাল থেকেই স্কুলগেটের কাছে হাজির ছিলেন অভিভাবক, অন্য স্কুলের শিক্ষক, শহরের মানুষজন ও হিরাপুর থানার পুলিশ। সকাল ৬টা থেকেই স্কুলে আসতে শুরু করে পড়ুয়ারা। গত সপ্তাহে এই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র নিখিল অগ্রবালের ঝুলন্ত দেহ মেলে তার বাড়িতে। এর পরে তার অভিভাবকেরা পুলিশের কাছে অভিযোগ করেন, স্কুলের অধ্যক্ষের মানসিক নির্যাতনের জেরেই আত্মঘাতী হয়েছে ওই ছাত্র। অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে বার্নপুরে পথ অবরোধ হয়। শহর জুড়ে মোমবাতি মিছিলও করা হয়। সোমবার স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্ট কালের জন্য স্কুল বন্ধ রাখার কথা জানালেও পরের দিনই তা প্রত্যাহার করে নেওয়া হয়। এ দিন স্কুল চালুর সময়ে উপস্থিত অভিভাবকদের পক্ষে সুভাষ রায় জানান, কর্তৃপক্ষ ও প্রশাসনের চেষ্টায় অচলাবস্থা কেটে গিয়েছে। স্বাভাবিক পঠন-পাঠনও শুরু হয়েছে। আমারা আশা করি, ভবিষ্যতে আর কোনও সমস্যা হবে না।
|
মিড-ডে মিলে পুড়ল পিঠ |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
অমরজিৎ সিংহ। নিজস্ব চিত্র। |
কর্তৃপক্ষের গাফিলতিতে গরম খিচুড়ি পড়ে এক শিশুর হাত ও পিঠ পুড়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে অন্ডালের উখড়া বিবিরবাঁধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। প্রতিকারের দাবিতে কেন্দ্রে তালা ঝুলিয়ে বন্ধ করে দেন অভিভাবকেরা। স্থানীয় বাসিন্দা রঞ্জিত সিংহ অভিযোগ করেন, এ দিন সকালে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মী নিজে কাজ না করে তাঁর ভাগ্নে অমরজিৎ সিংহকে একটি পাত্রে খিচুড়ি দেয়। সেটি বয়ে নিয়ে যাওয়ার সময়ে উল্টে যায়। তাতে অমরজিতের ডান হাত এবং পিঠ পুড়ে যায়। অন্ডালের সিডিপিও রুমান অঞ্জুম জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
তার ছিঁড়ে বন্ধ মালগাড়ি চলাচল |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ডিভিসির ‘হাইটেনশন’ তার ছিঁড়ে রানিগঞ্জ থেকে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র অবধি মালগাড়ি চলাচল ব্যহত হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল ৫টা নাগাদ প্রবল ঝড়-বৃষ্টির সময়ে ওই ঘটনা ঘটে। রানিগঞ্জের স্টেশনের ম্যানেজার কে পি আচার্য জানান, রেললাইনের কাছাকাছি এলাকা দিয়ে ডিভিসি-র ‘হাইটেনশন’ তার গিয়েছে। ঝড়ের সময়ে একটি তারের খুঁটি হেলে পড়ায় ওই তার রেলের তারের সংস্পর্শে চলে আসে। এর ফলে রেললাইনের তার বিকল হয়ে যায়। স্টেশন ম্যানেজার বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ভাবে বিষয়টি জানানো হয়েছে।”
|
খনিতে অবস্থান চার শ্রমিকের |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
এআইটিইউসির নেতৃত্বে খনির ভিতরেই অবস্থান বিক্ষোভে বসলেন ৪ লোডার। জামুড়িয়ার শ্রীপুর এরিয়ার কুশাডাঙা সিঁড়ি খাতে সোমবার বিকেল ৪ টে থেকে অবস্থান শুরু করেছেন তাঁরা। এআইটিইউসির নেতা রমেশ সিংহের দাবি, কোনও কারণ ছাড়াই এই ৪ জনকে অন্য পদে সরিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ চলছে। দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে। এরিয়ার জিএম সুজিত সরকার বলেন,“ওই কোলিয়ারির এজেন্টকে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।” |
|