খেলার টুকরো খবর |
ক্রিকেটে জয়ী রূপালি শিবির
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেট লিগে বুধবারের প্রথম খেলায় জয়ী হয় রূপালি শিবির। ডিসিসি মাঠের খেলায় তারা ৬৮ রানে অগ্রগামী সঙ্ঘকে হারায়। প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে রূপালি শিবির। কৌশিক মণ্ডল অপরাজিত ৭৫, শুভম পান্ডা ৩১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৯ রান তোলে অগ্রগামী। সৌরভ দে ৩০ রান করে। অন্য দিকে দ্বিতীয় খেলায় ডিসিসি ঘরের মাঠের খেলায় ৯ উইকেটে হারায় খাঁদরা এসসিএ-কে। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১০৮ রান তোলে খাঁদরা। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ডিসিসি। সত্যজিৎ বসু ৪৫, রতনেস প্রসাদ ৪২ রান করে। ম্যাচটি পরিচালনা করেন চন্দন চট্টোপাধ্যায়।
|
অনূর্ধ্ব ১৭ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল চিত্তরঞ্জন সিএ। রেল মাঠের খেলায় শান্তিদেবী সিএ-কে তারা ৬৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে চিত্তরঞ্জন সিএ ৭ উইকেট হারিয়ে ২১৪ রান করে। জবাবে শান্তিদেবী ১৫০ রানে শেষ হয়ে যায়। সর্বোচ্চ ৫২ রান এবং সর্বোচ্চ ৪ উইকেট নেয় যথাক্রমে বিজয়ী দলের সৌভিক গোস্বামী এবং আকাশ নন্দী।
|
|