|
|
|
|
ব্যাঙ্কে জাল নথি দাখিল করায় ধৃত |
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জাল কাগজপত্র দাখিল করার অভিযোগে বিনয় বসাক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পূর্বস্থলী থানার পুলিশ। তাঁর বাড়ি মধ্য নসরৎপুরে। বুধবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিংড়া এলাকার এক যুবককে ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন বিনয়। সেই মতো মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে ব্যাঙ্কে যান তিনি। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, বিনয় ব্যাঙ্কে ঢুকে কাগজপত্র দাখিল করার পরেই এক দল স্থানীয় বাসিন্দা ব্যাঙ্কে ঢুকে পড়েন। আসেন নসরৎপুর পঞ্চায়েতের উপ-প্রধান নবকুমার ঘোষও। এলাকার বাসিন্দারা দাবি করেন, বিনয়বাবুর দাখিল করা কাগজপত্রগুলি নকল। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ওই কাগজপত্র ভাল করে পরীক্ষা করে দেখার আবেদন জানান তাঁরা। এর পরে পরীক্ষা করার জন্য ওই কাগজপত্রগুলি ব্যাঙ্ক পাঠায় পূর্বস্থলী ১ ব্লকের বিএলআরও (ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক) সুব্রত ঘোষকে। বিনয়বাবুকে ব্যাঙ্কেই আটকে রাখা হয়। পরীক্ষার পরে দেখা যায় কাগজগুলি নকল। কাগজে ব্যবহৃত আধিকারিকদের স্ট্যাম্পও নকল। এমনকী, দলিলে যে নাম দেওয়া রয়েছে সেই নামে ওই নিংড়া এলাকায় কোনও ব্যক্তিই থাকেন না। এর পরেই বিএলআরও বিনয়বাবুর নামে পূর্বস্থলী থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। সন্ধ্যায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
|
|
|
|
|