মধ্যরাতে দু’টি ট্রাক দাঁড় করিয়ে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে জখম হলেন একটি ট্রাকের খালাসি। মঙ্গলবার গভীর রাতে ভাতারের এরুয়ারের কাছে বর্ধমান-কাটোয়া রাস্তায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদগামী একটি খড় ও একটি মুরগিভর্তি ট্রাক দাঁড় করিয়ে মোট ৪০৪০ টাকা ও চারটি মোবাইল ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে গুলিতে জখম হন খড়বোঝাই ট্রাকের খালাসি, স্থানীয় ওরগ্রামের বাসিন্দা ইমতিয়াজ হাজারি। তাঁর পায়ে গুলি লাগে। জখম অবস্থায় ইমতিয়াজকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করনো হয়েছে। তবে বুধবার রাত পর্যন্ত দুষ্কৃতীদের সন্ধান পায়নি পুলিশ। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
|
জেলাজুড়ে তাপপ্রবাহ চলতে থাকায় সমস্ত স্কুলকে সকালে ক্লাস নিতে নির্দেশ দিলেন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। তিনি জানান, ইতিমধ্যেই জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ও জেলা স্কুলসমূহের পরিদশর্ককে ক্লাসের সময় পরিবর্তনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ জন্য স্কুলের মিড-ডে মিল কোনও মতেই বন্ধ করা যাবে না। তবে তারও সময়ও পরিবর্তন করতে নির্দশে দেওয়া হয়েছে। |