শুরু হল ‘বিয়ন্ড বিলিফ’-এর ৫ম অভিযান। থাকছে জঙ্গল অভিযান, পর্বতারোহণ, রিভার র্যাফ্টিং ইত্যাদি।
এই অভিযানে অংশগ্রহণকারী ১৬ জনই শারীরিক প্রতিবন্ধী। কিন্তু সাহসে তাঁরা কারও চেয়ে কম নন।
এঁদের মধ্যে অনেকেই ফুটবল ও সাঁতারের মতো খেলায় যুক্ত। সম্প্রতি লায়ন্স ক্লাব অডিটোরিয়ামে এই
অভিযানের সূচনা হয়। আয়োজনে ছিল ‘কলকাতা সুকৃতি ফাউন্ডেশন’। ছবি: শুভাশিস ভট্টাচার্য |