|
|
|
|
|
|
হঠাৎ দেখা |
পরমা দাশগুপ্ত |
প্লে-স্টেশনের দুনিয়ায় যদি ফিরে আসে বাবার ছোটবেলার লাট্টু কিংবা মায়ের কাঠের পুতুল? যদি সাধ জাগে রিমোট কন্ট্রোল্ড ট্রেনের বদলে বাড়ির খুদে সদস্যের হাতে উঠুক সেই পুরনো কু-ঝিকঝিক কাঠের রেলগাড়ি?
সম্প্রতি আইসিসিআরে ক্রাফ্টস কাউন্সিল অফ ইন্ডিয়ার বিপণিতে হয়ে গেল এমনই এক প্রদর্শনী, শাড়ি-গয়না-ব্যাগ-গৃহস্থালির টুকিটাকির পাশাপাশি যার সম্ভারে ছিল বাবা-মায়েদের ছেলেবেলার কাঠের খেলনাও। রেলগাড়ি, টেলিফোন, ক্যালেইডোস্কোপ, লাট্টু, মায়ের সঙ্গে ছেলে-মেয়ে পুতুলের সেট সাজিয়ে-গুছিয়ে রাখা দেখতে দেখতে ছেলেবেলার হারিয়ে যাওয়া দিনগুলোয় ফিরে গিয়েছিলেন কেউ কেউ।
|
|
ছবি: শুভাশিস ভট্টাচার্য |
বছরভর নানা প্রদেশের শাড়ির সম্ভারে পয়লা বৈশাখী এই প্রদর্শনীর সংযোজন অসমের সুতি, দক্ষিণী চেট্টিনাড, বাংলার তাঁত, উত্তরাঞ্চলের খাদির নানা রঙের শাড়ি। সঙ্গে ছিল মঙ্গলগিরি থেকে বাটিক, লিনেন থেকে ফেব্রিক, ব্লক প্রিন্ট থেকে তেলিয়া শাড়ি। চমক ছিল গয়নার ভাঁড়ারেও। রুপোর গয়নার নতুন রেঞ্জের সঙ্গে সমানতালে নজর কেড়েছে পুরনো আমলের সোনার গয়নার ধাঁচে তৈরি তামার হার-দুলের সেট, তামার চুড়ি-বালা। এ ছাড়া, নানা রঙের কলমকারির কাজ করা হ্যান্ডব্যাগ, গৃহসজ্জার যাবতীয় উপকরণ থেকে কারুকাজ করা কাঠের হাত-আয়না, চিরুণিও ছিল বরাবরের মতোই। |
|
|
|
|
|