প্রাক্তন সিপিএম সাংসদ জেলবন্দি লক্ষ্মণ শেঠের স্বেচ্ছাসেবী সংস্থা ‘আইকেয়ার’ পরিচালিত বি সি রায় মেডিক্যাল কলেজ ঘিরে নানা ‘অনিয়মে’র অভিযোগ এবং অনুমোদন-সঙ্কটের পরে এ বার অভিযোগ উঠল সেখানকার হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়েও। বুধবার পরিষেবার প্রশ্নেই হাসপাতালে বিক্ষোভ দেখায় হলদিয়া বন্দরের তৃণমূল-প্রভাবিত ন্যাশনালিস্ট ঠিকা শ্রমিক-মজদুর সংগঠন। ইএসআই পরিষেবা না পাওয়ার অভিযোগে হাসপাতালের সংশ্লিষ্ট ইউনিটে তালাও ঝুলিয়ে দেন শ’দেড়েক শ্রমিক। হাসপাতালের ডেপুটি সুপার দিলীপ সেনের কাছে স্মারকলিপিও দেন তাঁরা।
শ্রমিকদের অভিযোগ, ২০০৯ সালে বাম-জমানায় ইএসআই ইউনিটের স্বীকৃতি পেয়েছিল এই বেসরকারি হাসপাতাল। কিন্তু দীর্ঘ দিন ধরেই এই হাসপাতাল থেকে কোনও পরিষেবা মিলছে না বলে অভিযোগ শ্রমিকদের। অস্থি, স্নায়ুরোগ, স্ত্রীরোগ বিভাগে বিশেষজ্ঞ-সহ একাধিক বিভাগে চিকিৎসকও নেই বলে অভিযোগ। |
তাই শিল্পশহরে কলে-কারখানায় দুর্ঘটনা ঘটলেও পরিষেবা মেলে না বলে অভিযোগ শ্রমিক সংগঠনটির সম্পাদক অরুণ বেরার। তাঁর বক্তব্য, “পরিষেবাই যদি না পাওয়া যায় তা হলে এই ইউনিট রাখারই বা কি মূল্য আছে?” এ দিন এ-সব অভিযোগেই হাসপাতালে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। ঘেরাও করে রাখা হয় ডেপুটি সুপারকে।
অভিযোগের কথা প্রকারান্তরে স্বীকার করে ডেপুটি সুপার দিলীপ সেন বলেন, “সব সমস্যার সমাধান এখনই সম্ভব নয়। স্ত্রীরোগ-বিশেষজ্ঞের ব্যবস্থা করার চেষ্টা করছি। তবে আজকের ঘটনার পরে আমি নিরাপত্তার অভাববোধ করছি।” ইএসআই-য়ের হলদিয়া শাখা অফিসের ম্যানেজার গৌতম চট্টোপাধ্যায় জানান, শ্রমিক-কর্মচারীরা লিখিত অভিযোগ জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।
|
পেটের নানা অসুখের চিকিৎসা আন্তর্জাতিক স্তরে ঠিক কোথায় দাঁড়িয়ে, তা নিয়ে কলকাতায় বসছে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টদের এক সম্মেলন। আয়োজক ‘সোসাইটি অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এন্ডোস্কোপি অফ ইন্ডিয়া’। বুধবার এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদের তরফে চিকিৎসক মহেশ গোয়েন্কা জানান, দেশ-বিদেশের চিকিৎসকেরা এসে হাতেকলমে দেখাবেন লিভার-চিকিৎসার খুঁটিনাটি ও অস্ত্রোপচার। আজ, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সম্মেলন চলবে। |