l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
•
সুস্থ আছেন অপহৃত জেলাশাসক
• পাক প্রধানমন্ত্রীর প্রতীকী কারাদন্ড
•
উপগ্রহ রিস্যাট-১ এর সফল উৎক্ষেপণ
বিস্তারিত...
সরকারি অনুষ্ঠান বয়কট শুরু করল মোর্চা
নিজস্ব প্রতিবেদন
বন্ধ শিথিল করলেও ডুয়ার্সে সভার অনুমতির দাবিতে বিমল গুরুঙ্গের ‘ফতোয়া’ মেনে সরকারি অনুষ্ঠান বয়কট শুরু করলেন গোর্খা জনমুক্তি মোর্চার জনপ্রতিনিধিরা। বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে দার্জিলিং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এলাকার মোর্চা বিধায়ক ত্রিলোক দেওয়ান ও পুর চেয়ারম্যান অমর সিংহরাই যোগ দেননি। ত্রিলোকবাবু বলেছেন, “ডুয়ার্সে আমাদের জনসভার অনুমতি দিতে হবে। যতদিন পর্যন্ত তা দেওয়া হবে না, তত দিন আমরা সরকারি অনুষ্ঠান, কোনও বৈঠকে যোগ দেব না। দলীয় সভাপতি ইতিমধ্যে তা ঘোষণা করে দিয়েছেন।”
বিস্তারিত...
বারবার অভিযুক্ত হলেও দাপট অটুট আরাবুলের
শুভাশিস ঘটক • কলকাতা
ভাঙড়ের একটি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলছুট। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় অবশ্য তাঁর দাবি, ২০১০-এ তিনি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছেন। তিন মাস আগে তিনিই হয়েছেন ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি! তিনি আরাবুল ইসলাম। বিধায়ক পদ চলে গিয়েছে গত বছর বিধানসভা নির্বাচনের পরেই। ওই নির্বাচনে প্রায় ৫ হাজার ভোটে সিপিএম প্রার্থী বাদল জমাদারের কাছে হেরেছেন তিনি। তবু এখনও ভাঙড়ের তৃণমূল নেতা বলতে লোকে আরাবুল ইসলামকেই বোঝে। এমনই তাঁর ‘দাপট’! এই দাপটের জন্যই ফের সংবাদের শিরোনামে এসে গিয়েছেন তৃণমূলের ওই প্রাক্তন বিধায়ক।
বিস্তারিত...
কলেজে ঢুকতে ফের শিক্ষকদের বাধা দিল তৃণমূল
নিজস্ব প্রতিবেদন
শিক্ষাপ্রতিষ্ঠানে হাঙ্গামা বা বিশৃঙ্খলার চেষ্টা দল বরদাস্ত করবে না বলে এক দিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অথচ বুধবার ফের ভাঙড় কলেজে শিক্ষক-শিক্ষিকাদের ঢুকতে বাধা দেওয়া এবং তাঁদের সঙ্গে ‘দুর্ব্যবহার’-এর অভিযোগ উঠল তৃণমূল ও তাদের ছাত্র সংগঠনের বিরুদ্ধেই। মঙ্গলবার ওই কলেজেই ওয়েবকুটা-র নির্বাচন ঘিরে ‘মতান্তরের’ জেরে এক শিক্ষিকাকে গালিগালাজ করে জগ ছুড়ে মারার অভিযোগ ওঠে ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের বিরুদ্ধে। বর্তমানে যিনি ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি। এর পরে বুধবার বেলা সওয়া ১১টা নাগাদ কলেজে এসে এক দল শিক্ষক দেখেন, গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কিছু তৃণমূল কর্মী-সমর্থক এবং তৃণমূল ছাত্র পরিষদের কয়েক জন।
বিস্তারিত...
কালবৈশাখীর কোপে বাংলাদেশ
বায়ুসেনার যুদ্ধবিমান নামল মাঠে
শুভাশিস সৈয়দ • সালার
কালবৈশাখীর কোপে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়ান বুধবার বিকেলে জরুরি অবতরণ করল মুর্শিদাবাদের সালার এলাকায়। ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টির মধ্যে ধূসর রঙের যুদ্ধবিমানটি সালারের রাইগ্রামের কাছে একটি ধানি জমিতে আছড়ে পড়লেও তার চালকের আঘাত লাগার কোনও খবর মেলেনি। তেমনই মেলেনি, দেশের আকাশসীমা ভেঙে কী করে ওই যুদ্ধবিমানটি ঢুকে পড়ল, তার স্পষ্ট ব্যাখ্যাও। যুদ্ধবিমানটির চালক রশিদের অবশ্য দাবি, বিমান চালানোর প্রশিক্ষণ নিতেই এ দিন দুপুরে তিনি বাংলাদেশের যশোহর থেকে উড়েছিলেন। মাঝ আকাশে আচমকা প্রবল ঝড়ের মুখে দিগভ্রষ্ট হয়েই তিনি ভারতীয় আকাশ সীমা ভেঙে ঢুকে পড়েন। তিনি বলেন, “চারপাশ অন্ধকারে ঢেকে গিয়েছিল। সীমানা বোঝার অবস্থাই ছিল না। কিছু একটা ভুল করছি বুঝতে পারলেও উড়ান নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল না আমার।”
বিস্তারিত...
ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শিয়রে, হোটেলে ‘ঠাঁই নাই’
নিজস্ব প্রতিবেদন
সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার আগে দুর্গাপুরে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে নাকাল হচ্ছেন পরীক্ষার্থীরা। আগামী রবিবার দেশ জুড়ে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা (এআইইইই) পরীক্ষা হতে চলেছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসএই) নেওয়া এই পরীক্ষার মেধা তালিকার ভিত্তিতে আইআইটি, এনআইটি-সহ বিভিন্ন কেন্দ্রীয় কলেজে বি ই, বি টেক, বি আর্ক এবং বি প্ল্যানিং পড়ার সুযোগ মেলে। পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্যও সরকারি বা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষাকে মান্যতা দেয়। এ বার রাজ্যে মোট দু’টি শহর, শিলিগুড়ি ও দুর্গাপুরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হয়েছে। শিলিগুড়িতে পরীক্ষার্থীর সংখ্যা হাজার পাঁচেক। কিন্তু দুর্গাপুরে সংখ্যাটা প্রায় ১৯ হাজার। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ থেকে পরীক্ষার্থীরা যাচ্ছেন সেখানে।
বিস্তারিত...
ঝুলন্ত যাত্রীকে ঝাঁপিয়ে বাঁচালেন আরপিএফ-কর্মী
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া
চলন্ত ট্রেনের কামরার রড ধরে কোনও মতে ঝুলছিলেন এক যাত্রী। তাঁর শরীরটা ঝুলছিল প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝের ফাঁকা অংশে। যে কোনও মুহূর্তেই তিনি তলিয়ে যেতে পারতেন ট্রেনের নীচে। সেই দৃশ্য দেখামাত্র প্ল্যাটফর্মের যাত্রীরা চিৎকার শুরু করে দেন। সেই চিৎকার শুনে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই যাত্রীকে বাঁচালেন আরপিএফের এএসআই অঞ্জন ভট্টাচার্য। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পুরুলিয়া স্টেশনে। রেল ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল দশটা নাগাদ পুরুলিয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এসেছিল টাটা-দানাপুর এক্সপ্রেস। ট্রেন থেকে নেমে বহু যাত্রীই ছুটেছিলেন প্ল্যাটফর্মের জলের কলে জল ভরতে। জলের বোতল নিয়ে তেমনই নেমেছিলেন ঝাড়খণ্ডের ছোটা গোবিন্দপুরের বাসিন্দা রাজেশ গুপ্ত।
বিস্তারিত...
পুরভোটে জোট, দুর্গাপুর
দখলে চায় কংগ্রেস-তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
পঞ্চায়েত নির্বাচনে ‘একলা’ চলার কথা শোনা যাচ্ছে দুই শিবিরেই। কিন্তু আসন্ন দুর্গাপুর পুর নির্বাচনে তারা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই লড়বে বলে জানিয়ে দিল তৃণমূল। দুর্গাপুরে এসে বুধবার তৃণমূলের বর্ধমান জেলা পর্যবেক্ষক অলোক দাস বলেন, “জোট বেঁধেই বামফ্রন্টের হাত থেকে এই পুরসভা ছিনিয়ে নেব আমরা।” জোট জিতলে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় মেয়র হবেন বলেও তিনি আগাম জানিয়ে দিয়েছেন। কংগ্রেসের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি সুদেব রায় জানান, এক মাস আগেই তাঁদের পক্ষ থেকে জোট চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। তাঁর বক্তব্য, “শিল্পনগরীর মানুষ পরিবর্তন চাইছেন। মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়েই জোট বেঁধে লড়া হবে।” ১৯৯৬ সালে ‘নোটিফায়েড এরিয়া’ থেকে পুরসভা হয় দুর্গাপুর। পরের বছর প্রথম ভোট হয়। সেই থেকে এই পুরসভা বামেদেরই দখলে রয়েছে।
বিস্তারিত...
রাস্তা নিয়ে সংশয় কাটছে না নেতাইয়ের
কিংশুক গুপ্ত • ঝাড়গ্রাম
রাস্তার কাজ চলছে, আশ্বস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু লালগড় থেকে নেতাই হয়ে ডাইনটিকরি পর্যন্ত ৬ কিমি রাস্তাটি আজও বেহাল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই রাস্তা পাকা হবেই, আশ্বস্ত ছিলেন গ্রামবাসীরাও। কিন্তু অর্ধেক রাস্তায় কেবল মোরামটুকু পড়েছে। মমতার সভা, তাই ভিড় হবেই, আশ্বস্ত ছিলেন লালগড়ের তৃণমূল নেতারাও। কিন্তু মঙ্গলবারের সভায় সেই ভিড় ছিল চোখে পড়ার মতো কম। ২০১০ সালের ৯ অগস্ট লালগড়ের এই রামকৃষ্ণ বিদ্যালয়ের মাঠেই কিন্তু তৎকালীন বিরোধী নেত্রী মমতার সভায় ভিড় উপছে পড়েছিল। এ বার সেই মাঠ মেরেকেটে অর্ধেকেরও কম ভরেছিল। ভিড় এত কম হল কেন? তৃণমূল নেতৃত্বের দাবি, প্রথমত তীব্র গরম।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
নথি পরীক্ষার নামে
বেদম মার চাষিকে
মন্ত্রীকে ক্ষোভ বাগান-নেতার
দক্ষিণবঙ্গ
এ বার নবম শ্রেণির ছাত্রীকে
গণধর্ষণ করে খুন বসিরহাটে
পুলিশের উদ্যোগে
ফুটবল কোন্নগরে
বর্ধমান
কৃপাসিন্ধু-খুনে অভিযুক্ত দু’জনের সম্পত্তি বাজেয়াপ্ত
ধুলোর ঝড় আসানসোলে,
বৃষ্টির মুখ দেখল দুর্গাপুর
পুরুলিয়া
দু’টি ভাতা নেওয়ায়
অভিযুক্ত প্রধান
প্রাক্তন বিধায়কের ছেলে ও আত্মীয়দের যাবজ্জীবন সাজা
মুর্শিদাবাদ
শাসক-বিরোধী
সৌহার্দ্য এক মঞ্চে
বৃদ্ধাশ্রমে থমকে অনুদান,
বাড়ন্ত মুড়ি-বাতাসাও
মেদিনীপুর
ঘোষণার কতটা বাস্তবে,
দলীয় স্তরে খোঁজ মুখ্যমন্ত্রীর
বিলম্বে বিচার নিয়ে
সংশয় নেতাইয়ের
কলকাতা
৩৯.৬/২৭.৬
আজকের দিনে
• ১৯৩২:
ইংল্যান্ড ক্রিকেটার
উইলিয়াম লকউডের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.