|
|
|
|
পুলিশের উদ্যোগে ফুটবল কোন্নগরে |
নিজস্ব সংবাদদাতা • কোন্নগর |
পুলিশের ব্যবস্থাপনায় দু’দিন ধরে ওয়ার্ডভিত্তিক ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল হুগলির কোন্নগরে। গত শনি ও রবিবার ওই প্রতিযোগিতা হয় কোন্নগরের শকুন্তলা কালীবাড়ি মাঠে। নাম দেওয়া হয়েছিল ‘কোন্নগর ফ্রেন্ডশিপ কাপ’।
উদ্যোক্তারা জানান, কোন্নগর পুরসভার ২০টি ওয়ার্ডের ছেলেরা প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন। উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার তুলসীদাস বলরাম। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) অমিতাভ বর্মা, জাগলার অভয় মিত্র প্রমুখ। |
|
নিজস্ব চিত্র। |
মূল প্রতিযোগিতা আরম্ভ হওয়ার আগে কলকাতা ময়দানের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে সাংবাদিকদের একটি প্রীতি ম্যাচ হয়। সাংবাদিকদের ২-০ গোলে হারিয়ে দেন প্রাক্তনীরা। প্রতিযোগিতার মূল উদ্যোক্তা উত্তরপাড়া থানার আইসি অসিত সাউ এবং কোন্নগর ফাঁড়ির ইনচার্জ অশোক ধর জানান, চ্যাম্পিয়ন হয়েছে ১৩ নম্বর ওয়ার্ড। রানার্স ১৬ নম্বর ওয়ার্ড। ফাইনালে ১৬ নম্বরকে ১-০ গোলে হারান ১৩ নম্বর ওয়ার্ডের ছেলেরা। গোলদাতা পিন্টু বাগ। তিনিই ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেশ কয়েক জন প্রাক্তন ফুটবলার। ছিলেন এসডিপিও (শ্রীরামপুর) রাজনারায়ণ মুখোপাধ্যায়, উত্তরপাড়ার বিধায়ক অনুপ ঘোষাল, কোন্নগরের পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় প্রমুখ। জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বলরাম। উদ্যোক্তারা জানান, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক স্থাপনের জন্যই এই প্রতিযোগিতা। |
|
|
|
|
|