টুকরো খবর
ভদ্রেশ্বরের ওসিকে সাসপেন্ড
ভদ্রেশ্বর থানার ওসি-র বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের ‘সারবত্তা’ মেলেনি বলে দাবি করল সিআইডি। তবে, ওই ওসি-কে বুধবার ভবানীভবনে ডেকে দিনভর জেরাও করেন সিআইডি অফিসারেরা। এ দিনই চন্দননগর আদালতে এক বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন অভিযোগকারিণী মহিলা। পুলিশি তদন্ত শুরু হওয়ায় ভদ্রেশ্বর থানার ওসি-কে এ দিন সাসপেন্ড করা হয়। এর আগেই তাঁকে জেলা পুলিশ লাইনে ‘ক্লোজ’ করা হয়েছিল। সিআইডি-র স্পেশাল আইজি বিনীত গোয়েল এ দিন বলেন, “তদন্তে ওই মহিলার অভিযোগের সারবত্তা কিছু পাওয়া যায়নি। এর আগে ডাক্তারি পরীক্ষাতেও ধর্ষণের অভিযোগের কোনও প্রমাণ মেলেনি। তবে, তদন্ত চলছে।” সোমবার ওই ওসি-র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ভদ্রেশ্বরেরই বাসিন্দা এক মহিলা। প্রথমে পুলিশ জানিয়েছিল, অভিযোগকারিণীর মোবাইলের ‘কললিস্ট’ পরীক্ষা পর ওসি-র নম্বর পাওয়া যায়নি। যদিও তদন্তের পরবর্তী ধাপে পুলিশ জানতে পেরেছে, ওই মহিলার সঙ্গে ভদ্রেশ্বরের ওসি-র যোগাযোগ ছিল। তবে, যোগাযোগের বিষয়টি গোপন রাখতে অন্য নম্বরের সিম ব্যবহার করা হত।

যুবক ‘খুন’, ধৃত স্ত্রী ও প্রেমিক
এক যুবককে বিষ খাইয়ে খুনের অভিযোগে তাঁর স্ত্রী এবং স্ত্রীর ‘প্রেমিক’কে গ্রেফতার করল পুলিশ। গত ১৩ এপ্রিল পুড়শুড়ার ন্যাওটা গ্রামের একটি বাদাম খেত থেকে বিশ্বনাথ সামুই (৩৫) নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি খানাকুলের বালিপুরের বাসিন্দা ছিলেন। তাঁর দাদা বাঁশি সামুই বিশ্বনাথের স্ত্রী টুম্পা ও তাঁর বাপেরবাড়ির কয়েক জন এবং টুম্পার ‘প্রেমিক’ বসন্ত সামুইয়ের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার টুম্পা এবং টুম্পা বসন্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের বুধবার আরামবাগ আদালতে তোলা হয়। বিচারক টুম্পাকে ১৪ দিন জেল হাজত এবং বসন্তকে ৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানায়, নিহতের ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্টে পাকস্থলীতে বিষ পাওয়া গিয়েছে। সম্প্রতি ভিসেরা রিপোর্টও হাতে পাওয়া গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসন্ত বিশ্বনাথের প্রতিবেশী। বসন্তের সঙ্গে টুম্পার ‘সম্পর্ক’-এর কথা জেনে গিয়েছিলেন বিশ্বনাথ। এ নিয়ে দম্পতির মধ্যে অশান্তি চলছিল। সম্প্রতি টুম্পা বাপেরবাড়ি ন্যাওটা গ্রামে চলে আসেন। বিশ্বনাথ মাঝেমধ্যে সেখানে আসতেন। গ্রামের ঝাঁপান উৎসব উপলক্ষে গত ১৩ এপ্রিল স্বামীকে ডেকে পাঠান টুম্পা। তার পরে পরিকল্পিত ভাবে খাবারে বিষ মিশিয়ে বিশ্বনাথকে হত্যা করা হয় বলে অভিযোগ।

আগুনে মৃত্যু স্বামী-স্ত্রীর
আগুনে পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির। পুলিশ জানায়, তাঁদের বাড়ি ভদ্রেশ্বর বাজার এলাকায়। মঙ্গলবার রাতে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুন ছড়ায় তাঁদের ঘরে। তাঁরা দু’জনেই মশারির মধ্যে ঘুমিয়ে ছিলেন। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে বুধবার সন্ধ্যায় মারা যান শিশির লাহা (৬৫) এবং মালতি লাহা (৫৪) নামে ওই দম্পতি। শিশিরবাবু ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিলের প্রাক্তন কর্মী। পুলিশ দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে।

মন্দিরের উদ্বোধন
জিরাটের কালিয়াগড়ে সমাজসেবামূলক সংস্থা শ্রীশ্রী রামকৃষ্ণ পাঠচক্রের উদ্যোগে মঙ্গলবার সকালে শ্রীরামকৃষ্ণ-মা সারদা-স্বামী বিবেকান্দ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী বিশ্বনাথানন্দ। উপস্থিত ছিলেন বেলুঠ মঠের স্বামী গোকুলেশানন্দ-সহ সাত জন সন্ন্যাসী। মূলত, গ্রামের মহিলাদের উদ্যোগে এবং অংশগ্রহণে সঙ্ঘটি গড়ে ওঠে বছর পাঁচেক আগে। স্বামী বিশ্বনাথানন্দ বলেন, “মহিলাদের এই উদ্যোগ প্রশংসনীয়।”

মৃত্যুবার্ষিকী
প্রাক্তন শ্রমমন্ত্রী তথা শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা গোপালদাস নাগের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার শ্রীরামপুরের বিভিন্ন হাসপাতালে রোগীদের মধ্যে ফল-মিষ্টি বিতরণ করা হয়। সংস্থার সদস্যেরা এ দিন মিছিল করে আসেন ওয়ালশ মহকুমা হাসপাতালে। পরে টিবি হাসপাতাল, ইএসআই এবং একটি হোমেও যান তাঁরা।

ফুটবল খেলা গঙ্গাধরপুরে
নিজস্ব চিত্র।
পাঁচলার গঙ্গাধরপুর বি এড কলেজের উদ্যোগে নক-আউট ফুটবল প্রতিযোগিতা হল গত রবিবার। ওই কলেজের মাঠে ফাইনালে কে ইউ সি টি ফুটবল কোচিং সেন্টার ২-০ গোলে হারিয়ে দেয় জয়নগর পল্লি সঙ্ঘকে। ম্যান অব দ্য ম্যাচ চ্যাম্পিয়ন দলের শ্যামসুদ্দিন ইসলাম। মোট ৮টি দল খেলায় যোগ দিয়েছিল।

উলুবেড়িয়ায় ভস্মীভূত রেস্তোঁরা
ছবি: হিলটন ঘোষ।
ভস্মীভূত হয়ে গেল একটি রেস্তোঁরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার বাজারপাড়ায় ওটি রোডের ধারে। সকাল ৭টা নাগাদ রেস্তোঁরাটিতে আগুন লাগতে দেখে দমকলকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। উলুবেড়িয়া থেকে দমকলের দু’টি ইঞ্জিন হাজির হয়। তত ক্ষণে অবশ্য অনেকটাই পুড়ে গিয়েছে। প্রায় মিনিট চল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রেস্তোঁরার মালিক সমীরণ গোস্বামী বলেন, “অনেক চেষ্টা করে উলুবেড়িয়া শহরে এই আধুনিক মানের রেস্তোঁরাটি গড়েছিলাম। সব শেষ হয়ে গেল।” আগুন লাগার কারণ জানতে তদন্ত হচ্ছে বলে দমকল এবং পুলিশ জানিয়েছে।

অস্বাভাবিক মৃত্যু
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে হুগলি জেলার আরামবাগের সিয়াড়া গ্রামের বাসিন্দা লতিফ মালিক (৪৫) নামে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকালে তিনি মারা যান। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, দীর্ঘ রোগ ভোগে মানসিক অবসাদের জেরে তিনি কেরোসিন তেল খেয়ে আত্মঘাতী হয়েছেন। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.