l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
রেলমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুকুল রায়
আরও তিন দিনের সিআইডি হেফাজত লক্ষ্মণ শেঠদের
ফের রেল দুর্ঘটনা
বিস্তারিত...
উন্নয়নের ফ্রন্ট গড়তে সক্রিয়
মমতাকে ঘিরে ভিড় সংসদে
জয়ন্ত ঘোষাল • নয়াদিল্লি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে আজই প্রথম সংসদ ভবনে পা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পদার্পণের সঙ্গে সঙ্গেই যেন শুরু হয়ে গেল আঞ্চলিক রাজনীতির নতুন অক্ষ বিন্যাস। সেন্ট্রাল হলে মমতার সঙ্গে দেখা করে গেলেন বিভিন্ন আঞ্চলিক দলের সাংসদরা। তাতে যেমন শাসক জোটের শরিকরা ছিলেন, তেমনই ছিলেন বিরোধী জোটের সদস্যরাও। জোটে না-থাকা সাংসদরাও পিছিয়ে থাকেননি। আঞ্চলিক দলগুলির ‘জোট বাঁধার’ চেষ্টা নিয়ে রাজধানীর আনাচে-কানাচে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে। সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন মমতা। শুধু পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীরাই নন, এক জোট হতে আগ্রহী পঞ্জাবের প্রকাশ সিংহ বাদল, উত্তরপ্রদেশের অখিলেশ প্রসাদ যাদব, তামিলনাড়ুর জয়ললিতা। এমনকী বিজেপি-র দুই মুখ্যমন্ত্রী গুজরাতের নরেন্দ্র মোদী এবং ঝাড়খণ্ডের অর্জুন মুন্ডাও এই চেষ্টায় সামিল। ফলে প্রশ্ন উঠেছে, জ্যোতি বসু-হরকিষেন সিংহ সুরজিতের আমলে যে ভাবে তৃতীয় ফ্রন্ট গড়ে উঠেছিল, নীতীশ-মমতা কি সেই পথেই হাঁটছেন? মোদী-মুন্ডার উপস্থিতি আবার এই জল্পনাকে প্রশ্রয় দিচ্ছে যে, এটা কি তা হলে এনডিএ-পুনরুজ্জীবনের রাজনীতি? আজ মমতাকে সরাসরি প্রশ্ন করা হয়, ‘আপনি কি একটা যুক্তরাষ্ট্রীয় ক্লাব তৈরি করার চেষ্টা করছেন?’ জবাবে মমতা বলেন, “এই যে সেন্ট্রাল হলে বসে আছি, এটাই তো একটা যুক্তরাষ্ট্রীয় ক্লাব। আমাদের সংবিধানের প্রণেতারা যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রণয়ন করেছিলেন। মুখ্যমন্ত্রীরা সেই কাঠামোর অঙ্গ। ফলে আলাদা করে ক্লাব তৈরির প্রশ্ন উঠছে কী করে!”
বিস্তারিত...
ভোটে জিতেও জোটে উঠল না পাশ নম্বর
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
রাষ্ট্রপতির বক্তৃতার উপরে ধন্যবাদ প্রস্তাব নিয়ে ভোটাভুটির সময় আজ সরকার পাশ নম্বর জোগাড় করে নিল ঠিকই, কিন্তু একই সঙ্গে স্পষ্ট হয়ে গেল, জোটের অঙ্কে তারা এই মুহূর্তে কতটা দুর্বল। অথচ, এই ভোটের আগে শরিকদের সঙ্গে সব স্তরে দৌত্য চালিয়েছে মনমোহন সিংহ সরকার। তৃণমূলের আপত্তিকে মেনে নিয়ে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি) গঠন নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হবে। ডিএমকে-কে খুশি করতে পরক্ষণে জানান, মানবাধিকার রক্ষা প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভোট দেবে ভারত। তাতেও কিন্তু সব দিক রক্ষা হয়নি। ভোটাভুটির সময় লোকসভা ছেড়ে চলে যায় তৃণমূল (যদিও ডিএমকে প্রধান করুণানিধি সন্তোষ প্রকাশ করেন মনমোহনের বক্তৃতায়)। সেই সময় অবশ্য সমাজবাদী পার্টি পাশে দাঁড়ায় সরকারের। কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতাদের একাংশই এখন বলছেন, যতই মুলায়ম সিংহ যাদব এখন সরকারের পাশে দাঁড়ান, যতই তাঁর সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্পর্কের রেখচিত্র এখন ঊর্ধ্বগামী হোক, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই ছেড়ে দেওয়া ঠিক হবে না। তার প্রধান কারণ, রাষ্ট্রপতি নির্বাচনের খুব বেশি দেরি নেই। সেই ভোটে মুলায়মের সঙ্গে মমতাকেও দরকার। তা ছাড়াও কংগ্রেস নেতৃত্বের কেউ কেউ বলছেন, মুলায়মও যে পরে মমতার মতোই বিভিন্ন বিষয়ে নতুন শর্ত ও আবদার জুড়বেন না, তা কে বলতে পারে?
বিস্তারিত...
ছাত্রী, যুবকের প্রাণ কেড়ে নিল রেল অবরোধ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
কলেজে পরীক্ষা ছিল। সময়মতো পৌঁছনোর জন্য এক জন ঝুঁকি নিয়ে ট্রেনে ঝুলতে ঝুলতে রওনা হয়েছিলেন। তাড়া ছিল অন্য জনেরও। এক আত্মীয়ের অন্ত্যেষ্টিতে যোগ দেওয়ার তাড়া। রেল অবরোধের জেরে প্রাণ গেল দু’জনেরই। দেড় ঘণ্টার ব্যবধানে দু’টি আলাদা ট্রেনে উঠে ভিড়ের চাপে ছিটকে পড়ে মারা যান তাঁরা। সোমবার সকালে দু’টি দুর্ঘটনাই ঘটেছে দুর্গানগর স্টেশনে। প্রাণ হাতে নিয়ে ভিড় ট্রেনে ঝুলতে ঝুলতে যাতায়াত করাই শিয়লাদহ-বনগাঁ শাখার যাত্রীদের বারোমাস্যা। গোদের উপরে বিষফোড়ার মতো সকালের ব্যস্ত সময়ে ঘণ্টাখানেকের অবরোধ সেই পরিস্থিতিকে কতটা ভয়াবহ করে তুলতে পারে, ১৯ বছরের কলেজছাত্রী প্রিয়াঙ্কা সিংহ এবং ২৮ বছরের মির ইমান আলির মৃত্যু সোমবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। অফিসের ব্যস্ত সময়ে ট্রেন বাতিল হওয়ায় বারাসত স্টেশনে অবরোধ শুরু হয়েছিল। অবরোধ চলে প্রায় এক ঘণ্টা। রবিবারেও হাসনাবাদ শাখার তিনটি স্টেশনে অবরোধ হয়। কারণে-অকারণে রেল অবরোধ করার এই প্রবণতার বিরুদ্ধে বারে বারেই সরব হয়েছেন সাধারণ মানুষ। মুমূর্ষু শিশুসন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আটকে পড়া এক যাত্রী বামনগাছি স্টেশনে একাই অবরোধকারীদের হটিয়ে দিয়েছিলেন। তার পরে বেশ কয়েকটি জায়গায় যাত্রীদের সম্মিলিত প্রতিবাদে পিছু হটতে হয়েছিল অবরোধকারীদের। এ দিন বারাসতের অবরোধেও প্রতিবাদ এসেছে কয়েক জন মহিলা যাত্রীর কাছ থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও তাতে সামিল হন।
বিস্তারিত...
মাঝ-মাসের হাওয়াবদলে
‘আপনার রান্নাঘরে’
গৃহিণীর এক্সপেরিমেন্টে
পরিচিত ঘুগনির
‘স্বাদবদল’
। সঙ্গে
‘সংবাদের হাওয়াবদল’-এ
মুঠোয় ভরা খবর থেকে হোলির রঙে সাজানো ফোটো গ্যালারি।
দিনভর দলনেত্রীরই পাশে ‘অনুগত’ দীনেশ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
রবিবার রাত পর্যন্ত তিনি ছিলেন ‘প্রতিবাদী’ রেলমন্ত্রী। সোমবার দিনভর রাজধানী যাঁকে দেখল, তিনি তৃণমূলের ‘অনুগত’ এক সাংসদ। গত প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীতে রাজনৈতিক টানাপোড়েনের পরে অবশেষে আজ ভূমিকা পরিবর্তন দীনেশ ত্রিবেদীর! গত কাল সন্ধ্যা পর্যন্ত যিনি ছিলেন তৃণমূল নেত্রীর মাথাব্যথার প্রধান কারণ, সেই তিনিই আজ সংসদে প্রায় সর্বক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পাশে ঘুরেছেন! কার্যত পার্শ্বচরিত্র হয়ে! আর সংসদের সময়টুকু বাদ দিলে দিনভর বিষণ্ণ, নিষ্প্রভ এক সদ্য প্রাক্তন রেলমন্ত্রীকে দেখল রাজধানী। যিনি এ দিন ড্রাইভারকে ছুটি দিয়ে নিজেই গাড়ি চালালেন! আবার সকালবেলা রেলভবনে গিয়ে মন্ত্রী হিসেবে কর্তাদের সঙ্গে শেষ বৈঠক করার পর নিজেই হেঁটে চলে গিয়েছেন ক্যান্টিনের কর্মীদের বিদায় জানাতে। দৃশ্যতই আবেগতাড়িত। মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম সংসদে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দিন কাটালেন সেন্ট্রাল হলে। আগামিকালও মমতা রাজধানীতে তাঁর সাংসদদের নিয়ে সক্রিয় থাকবেন। তবে সেটা অন্য কারণে।
বিস্তারিত...
সাফল্যের গ্যারান্টি থাকলে স্যর
ডন ৯৯.৯৪ নিয়ে ফেরেন না
সুমিত ঘোষ • ঢাকা
এমনিতেই পাকিস্তানকে হারিয়ে ওঠার পরের দিন। বিকেল পর্যন্ত কিছু না কিছুতে আটকে থাকতেই হচ্ছিল। তার উপর সন্ধেয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে তাঁর বাড়িতে। পুরো টিম নয়। আমন্ত্রিত তিনি একা। সেখান থেকে বেরিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পার্টি। প্রবল ব্যস্ত সূচির মধ্যেও সচিন তেন্ডুলকর সোমবার শততম সেঞ্চুরির বিশেষ সাক্ষাৎকার দিলেন আনন্দবাজার-কে। প্রশ্ন: ৪৮ ঘণ্টার মধ্যে জোড়া উৎসবের ছবি। প্রথমে আপনার শততম সেঞ্চুরির মহাকীর্তি। তার পর ৩২৯ তাড়া করে পাকিস্তানকে হারানো। কী ভাবে ব্যাখ্যা করবেন মুহূর্তটাকে? সচিন: অসাধারণ মুহূর্ত। খুব উপভোগ করছি।
বিস্তারিত...
বামেদের সাহায্য চাইবে না কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও নয়াদিল্লি
রাজ্যসভা ভোটে তাদের প্রার্থী আব্দুল মান্নানকে জেতাতে বামফ্রন্টের সাহায্য চাইবে না কংগ্রেস। সোমবার মান্নানের মনোনয়ন পেশের পরে এ কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তবে দিল্লিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, পশ্চিমবঙ্গে রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী দেওয়ার পর বাম নেতারাই তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার প্রস্তাব দিচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের একাংশের বক্তব্য, দল নিজে থেকে বামেদের সমর্থন চাইছে না। তবে এটা রাজ্যসভা ভোট। এখানে যে কোনও প্রার্থীকে যে কোনও দলের বিধায়ক ভোট দিতে পারেন। এই নেতারা বলছেন, সংসদে যদি তৃণমূল, বিজেপি, সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে লোকপাল বিলে সংশোধনী আনতে পারে, তা হলে আব্দুল মান্নান অন্য দলের বিধায়কদের সমর্থন নিতে পারবেন না কেন? ঘটনা হল, রাজ্যসভা ভোটে অন্যান্য রাজ্যে প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হলেও আব্দুল মান্নানের নাম বলা হয়নি। তিনি যাতে সব শিবিরের ভোট পেতে পারেন, সে জন্য সুচিন্তিত ভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনেকের মত। যদিও ভোট হলে তাঁরা নিজের জোরেই জিতবেন বলে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দাবি।
বিস্তারিত...
আরও ২৫ টানব, আশা শতায়ু মনোহরের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
খেলার ছলে হাতি হয়তো লুফতেন। কিন্তু ক’দিন বেঁচেছিলেন ষষ্ঠীচরণ, জানা নেই। মনোহর আইচ হাতি লোফেননি ঠিকই। কিন্তু তিনি একশো বছর পার করলেন। হাতি না হলেও ৪ ফুট ১১ ইঞ্চির মানুষটি ৯৫ বছর বয়স পর্যন্ত হেলায় ওজন তুলেছেন। আর এখন, ১০০ বছর বয়সেও বাড়ির সামনে হনহন করে হেঁটে বেড়ান। হাতের গুলি ফুলিয়ে তাক লাগিয়ে দেন সবাইকে। তার পর চোখ নাচিয়ে বলেন, “এখনও শরীর-স্বাস্থ্য যা বুঝছি, আরও বছর ২৫ এ ভাবেই টেনে দিতে পারব।” কোনও বাঙালির শতায়ু হওয়া আর সচিন তেন্ডুলকরের শতরানের সেঞ্চুরি এই দুইয়ের মধ্যে কোথায় যেন এক অদৃশ্য মিল রয়েছে। নব্বইয়ের গেরো পেরিয়ে ১০০ রানে পৌঁছতে সচিন যেমন বার বার ‘নার্ভাস’ হয়ে যেতেন, তেমনই নব্বই থেকে ১০০-য় পৌঁছনোর আগে বেশির ভাগ বাঙালিই ‘অতি বৃদ্ধের’ তকমা নিয়ে ক্রিজ ছেড়ে দেন। সেঞ্চুরি করা বড় একটা হয়ে ওঠে না। মনোহর আইচের আগে শতায়ু বাঙালি হিসেবে হাতের সামনে শেষ উদাহরণ ছিলেন লীলা মজুমদার। সে বছর পাঁচেক আগের কথা।
বিস্তারিত...
এক নজরে...
•
মহাসমারোহে চড়াইয়ের সুলুক সন্ধান
•
খুন হবেন কেনেডি, জানতেন কাস্ত্রো
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
নির্দেশ অগ্রাহ্য, সিপি-কে
তলব করল হাইকোর্ট
মারপিট, শিক্ষক ঘেরাওয়ে
দিনভর উত্তপ্ত ক্যাম্পাস
রাজ্য
কংগ্রেসের অভিযোগে আজ তপ্ত হতে পারে বিধানসভা
ফের প্রশ্নে ভুল উচ্চ
মাধ্যমিকে, আইএসসিতেও
দেশ
ভাড়া আংশিক কমানোর দাবি মানলেন মনমোহন
রাজ্যসভার প্রার্থী নিয়ে চাপে গডকড়ী
বিদেশ
রাতে কার্ফুর প্রস্তাব সীমান্তে,
নাকচ করে দিল বাংলাদেশ
ব্যবসা
আরও দু’দিন ধর্মঘটের
ডাক স্বর্ণশিল্পে
দক্ষিণ এশিয়ার বাজারকেই পাখির চোখ করছে স্যামসাং
খেলা
রাহুলের জায়গাটা নিতে পারে বিরাট: সৌরভ
ভাইচুংকে জাতীয় দলে
ফেরাতে বলছেন করিম
স্বাস্থ্য
শুধু কয়েক জনের
বিরুদ্ধে কেন কড়া রাজ্য,
প্রশ্ন কোর্টের
যক্ষ্মায় আক্রান্ত মা,
হাসপাতালে এক
শয্যায় শিশুও
জীবজগত্
লোকালয়ে তাণ্ডব বাইসনের
সম্পাদকীয়
তালিকা-ই-দারিদ্র
অন্য এক যুদ্ধ জিতে নিল
অন্য এক ইরান
কলকাতা
৩৪.৬/২৬.০
আজকের দিনে
• বিশ্ব চড়াই দিবস।
• ১৯১৬:
‘আপেক্ষিকতাবাদ’ তত্ত্ব
প্রকাশ করলেন আইনস্টাইন।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.