খেয়াল রাখুন
তথ্য সংকলন: কৌলিক ঘোষ
মাসট্রিক্টের কিছু পাঠ্যক্রম
কগ্নিটিভ অ্যান্ড ক্লিনিক্যাল নিউরোসায়েন্স-এর রিসার্চ মাস্টার্স এবং মলিকিউলার লাইফ সায়েন্সস-এর এম এসসি পাঠ্যক্রমে ভর্তি শুরু হচ্ছে নেদারল্যান্ডসের মাসট্রিক্ট ইউনিভার্সিটিতে। আবেদন করতে পারেন এ দেশের পড়ুয়ারাও। দু’টিরই মেয়াদ ২ বছর। রিসার্চ মাস্টার্স ইন কগ্নিটিভ অ্যান্ড ক্লিনিক্যাল নিউরোসায়েন্স পড়তে সংশ্লিষ্ট বিষয়ে ও এম এসসি ইন মলিকিউলার লাইফ সায়েন্সেস পড়তে বায়োমেডিক্যাল সায়েন্সেস-এ স্নাতক হতে হবে। দু’ক্ষেত্রেই স্নাতক হতে হবে ১ সেপ্টেম্বরের আগে। আবেদনের শেষ দিন ১৫ এপ্রিল।
ভর্তি চলছে আরও দু’টি স্নাতকোত্তর কোর্সে। একটি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল এবং নলেজ ম্যানেজমেন্ট-এ এক বছরের অ্যাডভান্সড মাস্টার্স প্রোগ্রাম। এটি ইউরোপীয় পেটেন্ট অফিসের স্বীকৃত। আইন পড়ুয়া, পেশাদার বা বিজ্ঞানী-সহ মেধাসম্পদ ক্ষেত্রে পড়াশোনায় আগ্রহী, এমন যে কেউ ভর্তি হতে পারেন। আবেদন করতে পারেন সংশ্লিষ্ট কোনও বিষয়ে স্নাতকরা। ইংরেজিতে দক্ষ হওয়ার প্রমাণ হিসেবে আইইএলটিএস-এ ন্যূনতম ৬.৫ বা টয়ফেল-এ ন্যূনতম ৯০ নম্বর থাকতে হবে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা নলেজ ম্যানেজমেন্ট ক্ষেত্রে অভিজ্ঞতা বা ভাল দখল থাকলে অগ্রাধিকার মিলবে। অন্য পাঠ্যক্রমটি, এক বছরের গ্লোবালাইজেশন অ্যান্ড ল মাস্টার্স প্রোগ্রাম। আইন বা সে সংক্রান্ত কোনও বিষয়ে স্নাতক হলে আবেদন করা যাবে। এ ক্ষেত্রেও আগেরটির মতোই ইংরেজির দক্ষতা নির্ধারণকারী পরীক্ষার নম্বর দেখা হবে। আন্তর্জাতিক আইনের এই স্নাতকোত্তর কোর্সটিতে দু’টি বিষয়ে স্পেশালাইজেশনের সুযোগ আছে। এগুলি হল, কর্পোরেট ও কমার্শিয়াল ল এবং হিউম্যান রাইট্স। দু’টি পাঠ্যক্রমেই আবেদনপত্র জমার শেষ দিন ১ জুন।
ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড অপারেশন্স রিসার্চ-এর স্নাতকোত্তর ডিগ্রি কোর্সও চালু করছে তারা। পাঠ্যক্রমের মেয়াদ তিন বছর। ইন্টার্নশিপে আন্তর্জাতিক দুনিয়ায় কাজ করার সুযোগও আছে। অগস্টের মধ্যে আবেদন করতে হবে। বিশদে জানতে দেখুন www.maastrichtuniversity.nl ওয়েবসাইট। সব ক্ষেত্রেই ভর্তি সম্পর্কে জানতে ফোন করুন +৯১ ৯৯০০ ২৪৬৫২২ বা +৯১ ৯৯০০ ৮৪৮৫২২ নম্বরে।
জেনপার এবং ইভেটস দিতে
জেনপার ও ইভেটস পরীক্ষা দু’টির দিন ঘোষিত হল। ১০+২-এর পর হোমিওপ্যাথি, আয়ুর্বেদাচার্য, নার্সিং, ফিজিওথেরাপির ডিগ্রি পাঠ্যক্রমে ভর্তির জন্য জেনপার পরীক্ষাটি আগামী ১৩ মে নেবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আবেদনপত্র পাবেন নির্দিষ্ট কয়েকটি অ্যাক্সিস ব্যাঙ্কে বা জয়েন্ট এন্ট্রান্স পর্ষদের অফিসে।
অন্য দিকে, ব্যাচেলর ইন ভেটারিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসবেন্ড্রি পড়ার প্রবেশিকা পরীক্ষা ইভেটস হবে ২৭ মে। আবেদনপত্র ৪ এপ্রিল পর্যন্ত মিলবে অ্যাক্সিস ব্যাঙ্কের কিছু শাখায় এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দফতরে। বোর্ডের অফিসের ঠিকানা, এ কিউ ১৩/১, সেক্টর ফাইভ, সল্টলেক। ওয়েবসাইট, www.wbjeeb.in। প্রসঙ্গত, এই দু’টি পাঠ্যক্রমে ভর্তির জন্য প্রশিক্ষণ দেয় মাস্টারজি প্রশিক্ষণ কেন্দ্র। যোগাযোগের নম্বর: ৯৮৭৪৮৮৩৮১৫।
আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর
প্রশ্ন: আমি ‘পলি-৪০’ সম্পর্কে জানতে আগ্রহী। মাধ্যমিকে কত শতাংশ নম্বর থাকলে আবেদন করা যায়, জানাবেন?

উত্তর: পলিটেকনিক কলেজে ভর্তির জন্য আপনি যে ‘পলি-৪০’ পদ্ধতির কথা বলেছেন, সেটি এ বছর থেকেই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর টেকনোলজি তুলে দিয়েছে। তাই পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পড়তে চাইলে, প্রথমে জেক্সপো অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এগ্জামিনেশন ফর পলিটেকনিক পরীক্ষায় বসতে হবে।

প্রশ্ন: উচ্চ মাধ্যমিকের পর আমি নিউট্রিশন নিয়ে পড়তে আগ্রহী। জানতে চাই যে এই বিষয়টি নিয়ে কোথায় কোথায় পড়ানো হয়ে থাকে?

উত্তর: নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞান নিয়ে রাজ্যে যে সমস্ত কলেজে স্নাতক পড়া সম্ভব, সেগুলির মধ্যে অন্যতম হল বিহারিলাল কলেজ ফর হোম অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, গোখেল মেমোরিয়াল কলেজ, জে ডি বিড়লা ইনস্টিটিউট, কাশীশ্বরী কলেজ, জয়পুরিয়া কলেজ, ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড অ্যাডভান্সড রিসার্চ, সারদা মা গার্লস কলেজ, বিদ্যাসাগর কলেজ ফর উইমেন।

প্রশ্ন: বি কম পাশ। কোম্পানি সেক্রেটারিশিপ পড়তে চাই। কোথায় তথ্য পাব?

উত্তর: কোম্পানি সেক্রেটারিশিপ পড়ার জন্য যোগাযোগ করতে পারেন আই সি এস আই, ৩-এ, আহিরীপুকুর ফার্স্ট লেন, কলকাতা-১৯
ফোন করতে পারেন-২২৮৩-২৯৭৩ নম্বরে। আর www.icsi.edu ওয়েবসাইটটিও দেখে নিতে পারেন।

প্রশ্ন: ইতিহাসে স্নাতকের ছাত্র। রেল ট্রান্সপোর্টের উপর কোর্স করতে আগ্রহী। কী কী কোর্স করানো হয়, সে ব্যাপারে জানতে চাই।

উত্তর: ইনস্টিটিউট অফ রেল ট্রান্সপোর্ট-এ যে যে বিষয়ে ডিপ্লোমা করানো হয়, সেগুলি হল রেল অ্যান্ড ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্ট ইকনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট, মাল্টি মডেল ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিকস ম্যানেজমেন্ট। প্রত্যেকটি পাঠ্যক্রমই এক বছরের। বিস্তারিত তথ্য মিলবে-www.irt.com
পশু চিকিৎসক হতে হলে
আগে ইভেটস-এ বসুন।
ওয়েবসাইটটিতে।

প্রশ্ন: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণিতে পড়ছি আমি। ভবিষ্যতে ভেটারিনারি সায়েন্স পড়তে আগ্রহী। এর জন্য কী যোগ্যতার প্রয়োজন, কোথায় আরও তথ্য পাব জানাবেন?

উত্তর: দ্বাদশ পাশ করার পর বিজ্ঞান বিভাগের যে সমস্ত ছাত্রছাত্রী ভেটারিনারি সায়েন্স পড়তে চান, তাঁদের জন্য রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড একটি প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে। পরীক্ষাটির নাম হল ইভেট্স। এতে বসার জন্য দ্বাদশ শ্রেণিতে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও ইংরেজি থাকতে হবে। ইংরেজিতে অবশ্য শুধু পাশ নম্বর রাখলেই চলবে। তবে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান মিলিয়ে কিন্তু ৫০ শতাংশ নম্বর থাকতেই হবে।

প্রবেশিকায় মাল্টিপল চয়েস ধরনের মোট ২০০ নম্বরের প্রশ্ন করা হয়। ফেব্রুয়ারি-মার্চ নাগাদ আবেদনপত্র দেওয়া হয়। ওই সময় দিয়ে একটু লক্ষ্য রাখবেন আপনি। আরও বিস্তারিত তথ্য জানতে হলে www.wbjeeb.in ওয়েবসাইটটির দিকেও নজর রাখুন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.