উত্তরবঙ্গ |
এক দশক পরে মহেশমাটি প্রাথমিক খুলল শিক্ষা সংসদ |
|
পীযূষ সাহা, মালদহ: গত দশ বছর এলাকার স্কুলের তালা খোলেনি। ফলে ছেলেমেয়েরাও স্কুলের দিকে পা মাড়াত না। কেউ সকাল হলেই হাতে ঝাড়ু নিয়ে বাবা-মায়ের সঙ্গে ড্রেন পরিস্কার করতে বার হত। কেউ বা রাস্তায় কাগজ, প্লাস্টিক কুড়োত। পরিবারের কেউই কোনও দিন স্কুলের চৌহদ্দিতে পা মাড়াননি। ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করা নিয়েও তাই অভিভাবকদের এতদিন মাথাব্যথা ছিল না। |
|
নিজস্ব সংবাদদাতা, মালদহ: প্রদেশ কংগ্রেস নেতাদের হস্তক্ষেপে খুলে গেল মালদহের বৈষ্ণবনগরের রেলের স্লিপার কারখানা। সোমবার দুপুরে ওই কারখানাটি খুলে যায়। সংগঠনের দশ সদস্যকে নিয়োগের দাবিতে প্রায় তিন মাস ধরে কারখানাটি বন্ধ করে রেখেছিলেন আইএনটিইউসি’র স্থানীয় নেতারা। তাঁদের স্থানীয় কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরী মদত দিচ্ছিলেন বলেও অভিযোগ ওঠে। |
রেলের স্লিপার
কারখানা চালু |
|
কমিশনের নির্দেশিকায়
বুথ বাড়ছে পঞ্চায়েতে |
খুনের চেষ্টা,
ধৃত শ্যালক |
|
সালিশিসভা
ঘিরে সংঘর্ষ |
|
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
‘আত্মঘাতী’ আন্দোলনে নামবে না কেউ, আশা পাহাড়ের নানা মহলে |
|
নিজস্ব প্রতিবেদন: ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা এবং আদিবাসী বিকাশ পরিষদের সাম্প্রতিক ‘রণহুঙ্কার’ অনিশ্চয়তার ছায়া ফেলেছে দার্জিলিং পাহাড় এবং লাগোয়া সমতলে। কিন্তু নানা ধরনের হুমকি দিলেও, জনজীবন স্তব্ধ করে আন্দোলনের রাস্তায় কোনও দলই হাঁটবে না--এমন আশায় বুক বাঁধছে স্থানীয় চা ও পর্যটন শিল্প এবং শিক্ষা মহল। |
|
কিশোর সাহা, শিলিগুড়ি: এক দিকে পাহাড় ও লাগোয়া সমতলে অশান্তির চেষ্টা হলে তা কড়া হাতে দমনের ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার, অন্য দিকে জনজীবন স্তব্ধ হবে এমন আন্দোলনের ডাক দিলে আগের মতো পাহাড়বাসীর সাড়া মিলবে কি না, তা নিয়ে দলের মধ্যেই রয়েছে সংশয়। এ দুইয়ের টানাপোড়েনের জেরে সংঘাতে যাওয়ার ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই কিছুটা সুর নরম করল গোর্খা জনমুক্তি মোর্চা। |
আন্দোলনে সাড়া
মিলবে কি, সংশয়ে
খোদ মোর্চা নেতারাই |
|
পক্ষপাতের
অভিযোগ কংগ্রেসের |
|
|
টুকরো খবর |
|
|