|
|
|
|
কমিশনের নির্দেশিকায় বুথ বাড়ছে পঞ্চায়েতে |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
একে ভোটদাতার সংখ্যা বৃদ্ধি। তার উপরে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ, কোনও বুথে ১ হাজার ১০০ জনের বেশি ভোটদাতা রাখা যাবে না। ওই দু’য়ের জেরে কোচবিহার জেলায় আগামী পঞ্চায়েত নির্বাচনে বুথের সংখ্যা বাড়তে চলেছে। জেলা নির্বাচন দফতর ওই বিষয়ে প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে। নির্বাচন দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক পীযূষ গোস্বামী বলেন, “নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা মেনে জেলায় ৮৪৪ টি নতুন বুথ তৈরির প্রস্তাব রাখা হবে। এটা হলে এলাকার ভোটদাতাদের একই বুথে ভোটদানের ব্যবস্থা করা নিয়ে যে সমস্যা ছিল তা অনেকটাই মিটবে।” নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় গত বিধানসভা নির্বাচনে ভোটদাতার সংখ্যা ছিল ১৭ লক্ষ ৮১ হাজার ১১৪ জন। চলতি বছরের ৫ জানুয়ারি প্রকাশিত নতুন ভোটার তালিকায় ওই সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লক্ষ ৩৭ হাজার ৩৩৬ জন। মোট ৫৬ হাজার ২২২ জন ভোটদাতা বেড়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকাও জেলা নির্বাচন দফতরে পৌছে গিয়েছে। সেখানে বলা হয়েছে, কোনও বুথে ভোটদাতার সংখ্যা ১ হাজার ১০০ জনের বেশি রাখা যাবে না। নির্বাচন দফতরের কর্তারা ওই বিষয়টি মাথায় রেখে বুথের সংখ্যা বাড়ানোর প্রস্তাব তৈরির কাজ শুরু করেছেন। গত বিধানসভা নির্বাচনে জেলায় মোট বুথ ছিল ১ হাজার ৬২১টি। নির্বাচন দফতরের নতুন প্রস্তাব কার্যকরী হলে আগামী পঞ্চায়েত নির্বাচনে সেটা বেড়ে হবে ২ হাজার ৪৬৫টি। ওই বিষয়ে আলোচনার জন্য আগামী ২ এপ্রিল সর্বদল বৈঠক করবে জেলা প্রশাসন। কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে বুথের সংখ্যা বৃদ্ধির প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১০ এপ্রিল বুথের খসড়া তালিকা প্রকাশ করা হবে।” নির্বাচন দফতরের কর্তারা জানান, গত বিধানসভা নির্বাচনে জেলায় ৬২২টি অতিরিক্ত বুথ ছিল। কিন্তু সেটা করেও বিকেল ৫টায় নির্ধারিত সময়ের পরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। শুধু তাই নয়। ভোটদাতাদের এলাকা ভিত্তিক একই জায়গায় ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রেও সমস্যা হয়েছে। ওই সমস্যা মেটাতে নতুন বুথ তৈরির প্রস্তাব তৈরি হচ্ছে। খসড়া বুথ তালিকা প্রকাশের পরে ভোটদাতা ও রাজনৈতিক দলগুলির আপত্তি থাকলে তা জেলা নির্বাচন দফতরের জানতে পারবেন। এর পরে চূড়ান্ত বুথ সংখ্যা অনুমোদনের জন্য রাজ্য নির্বাচন দফতরে পাঠানো হবে। এ দিকে প্রশাসনের তৎপরতা দেখে জেলার একাধিক রাজনৈতিক দল আগামী পঞ্চায়েত নির্বাচনে বুথ সংখ্যা বাড়ছে ধরে নিয়ে ঘর গোছাতে আসরে নেমেছে। জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী বলেন, “জেলায় আট শতাধিক বুথের সংখ্যা বাড়তে পারে। পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে ওই বিষয়টি ভাবতে হচ্ছে।” জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বুথে ভোটদাতার সংখ্যা কম হলে কর্মীদের কাজের সুবিধে হবে। পঞ্চায়েত নির্বাচনে ওই সুবিধে মিলতে পারে। তাই আমরা সেই ভাবেই প্রস্তুতি নিচ্ছি।” |
|
|
|
|
|