সাফল্যের গ্যারান্টি থাকলে স্যর ডন ৯৯.৯৪ নিয়ে ফেরেন না |
|
সুমিত ঘোষ, ঢাকা: এমনিতেই পাকিস্তানকে হারিয়ে ওঠার পরের দিন। বিকেল পর্যন্ত কিছু না কিছুতে আটকে থাকতেই হচ্ছিল। তার উপর সন্ধেয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে তাঁর বাড়িতে। পুরো টিম নয়। আমন্ত্রিত তিনি একা। সেখান থেকে বেরিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পার্টি। প্রবল ব্যস্ত সূচির মধ্যেও সচিন তেন্ডুলকর সোমবার শততম সেঞ্চুরির বিশেষ সাক্ষাৎকার দিলেন আনন্দবাজার-কে। |
|
রাহুলের জায়গাটা নিতে পারে বিরাট: সৌরভ |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি ঠিক করে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার শহরের এক পাঁচতারা হোটেলে সৌরভ তাঁকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘দ্য ওয়ারিয়র প্রিন্স’-এর ডিভিডি প্রকাশের উদ্বোধনে এসে বললেন, “গত কাল ভারতীয় ক্রিকেটের এক নতুন তারাকে জ্বলে উঠতে দেখলাম। কাল যে ইনিংসটা বিরাট কোহলি খেলেছে, গত কুড়ি বছরে আমার দেখা সেরা ওয়ান ডে ইনিংস।” এতেই থামছেন না। বলছেন, “রাহুলের অবসরের পরে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে টেস্টে এ বার তিন নম্বরে কে? আর বলতে বাধা নেই। টেস্টে তিন নম্বর জায়গাটা কোহলিরই হওয়া উচিত।” |
|
|
ভাইচুংকে জাতীয় দলে ফেরাতে বলছেন করিম |
রূপায়ণ ভট্টাচার্য, কলকাতা: আলোড়ন ফেলা উপলদ্ধি। জাতীয় ফুটবল দলের অন্ধকারে আবার আলো জ্বালাতে ভাইচুং ভুটিয়াকেই দরকার বলে মনে করছেন করিম বেঞ্চারিফা। টানা সাত বছর হতে চলল ভারতে থাকা। তাঁর ছোট্ট ছেলে অ্যাডাম এখন বাবার দেশ মরক্কো, মায়ের দেশ সিঙ্গাপুরকে ফেলে বলে, “ভারতই সবচেয়ে ভাল।” আই লিগ, ফেডারেশন কাপ, সুপার কাপসব জেতা হয়ে গিয়েছে করিমের। |
|
কুয়েতে আজ এক পয়েন্ট লক্ষ্য মর্গ্যানের |
|
টুকরো খবর |
|
|