আবার স্বপ্ন ভারতের কোচ হওয়ার
ভাইচুংকে জাতীয় দলে ফেরাতে বলছেন করিম
লোড়ন ফেলা উপলদ্ধি। জাতীয় ফুটবল দলের অন্ধকারে আবার আলো জ্বালাতে ভাইচুং ভুটিয়াকেই দরকার বলে মনে করছেন করিম বেঞ্চারিফা।
টানা সাত বছর হতে চলল ভারতে থাকা। তাঁর ছোট্ট ছেলে অ্যাডাম এখন বাবার দেশ মরক্কো, মায়ের দেশ সিঙ্গাপুরকে ফেলে বলে, “ভারতই সবচেয়ে ভাল।” আই লিগ, ফেডারেশন কাপ, সুপার কাপসব জেতা হয়ে গিয়েছে করিমের। সেই অভিজ্ঞতার বিশাল ঝাঁপি উপচে দিয়েই মরক্কোন কোচ বললেন, “ভারতের জাতীয় দলে ছেত্রী, নবি, গৌরমাঙ্গির মতো সিনিয়র আছে। কিন্তু একটা দলে অন্তত পাঁচ-ছয়জন নেতা দরকার। জাতীয় দলে আস্তে আস্তে ক্রমশ বদল হলে ভাল। আমার মতে, ভাইচুং, মহেশ, ক্লাইম্যাক্সদের এখনও জাতীয় দলে দরকার।”
তিন জনই জাতীয় দল থেকে অবসর নিলেও করিম তাঁর অবস্থানে অনড়। ভাইচুং প্রসঙ্গে তাঁর মন্তব্য, “ও তো দ্বিতীয় ডিভিশনে এখনও খেলছে। আমার মনে হয়, জাতীয় দলে একটা অর্ধ ও দিব্যি খেলে দিতে পারে। মিনিট কুড়ি খেললেও যথেষ্ট।” সামান্য থেমে পরবর্তী সংযোজন, “ভাইচুং যদি জাতীয় দলে নাও খেলে, তা হলে সহকারী কোচ হিসেবেও থাকতে পারে। কিন্তু টিমকে তাতানোর জন্য ভাইচুংয়ের দরকার। যে কোনও ভূমিকায় ওকে রাখলে ভাল।”
ভাইচুং, ক্লাইম্যাক্সদের সঙ্গে বিদেশি কোচ টেনে আনেন আরও দুই সিনিয়রকে। ফেডারেশন যাঁদের হিমঘরে পাঠিয়েছে। দীপক মণ্ডল, তোম্বা সিংহ। “ওরা দু’জন এ বার লিগে যা খেলেছে, তাতে জাতীয় দলে ফেরা উচিত। আমার কাছে একটাই শর্ত জাতীয় দলে খেলার। পারফরম্যান্স। বয়স কিছুতেই নয়।”
বব হাউটন চলে যাওয়ার পরে জাতীয় কোচ হিসেবে করিম বেঞ্চারিফার নাম উঠেছিল। তাঁর দল সালগাওকর করিমকে ছাড়েনি। সালগাওকর কোচের কথাবার্তায় স্পষ্ট, তিনি এ বারও জাতীয় দলের কোচ হতে আগ্রহী। কিন্তু বাধা সেই সালগাওকরের চুক্তি। “আমার সঙ্গে সালগাওকরের চুক্তি পরের মরসুম পর্যন্ত। এখানে আমি ভাল আছি। কিন্তু ভারতের জাতীয় কোচ হওয়া আমার একটা স্বপ্ন। আশা করি, এক দিন না এক দিন সেটা পূরণ হবে। ভারতের কোচ হতে পারলে গর্বিত হব।” গোয়া থেকে ফোনে করিমের স্বীকারোক্তি।
কলকাতা ময়দানে দলবদলের ঘণ্টা বেজে যাওয়ায় নাম ভেসে আসছে করিমেরও। ইস্টবেঙ্গলের অনেক কর্তা মর্গ্যানের বদলে করিমকে চাইছেন। এ নিয়ে প্রশ্ন তুললে করিমের মন্তব্য, “আমিও এমন শুনছি। তবে আমার সঙ্গে কোনও ক্লাব যোগাযোগ করেনি।” অন্য ক্লাবের প্রস্তাব পেলে কী করবেন? করিমের কথায় মনে হল, জাতীয় দলই তাঁর প্রথম পছন্দ। সেখানে ডাক না পেলে সালগাওকরে থাকার প্রশ্ন। তবে শুনিয়ে রাখলেন, “কোচের জীবন অনিশ্চিত। কখন কী হবে বলা যায় না। ম্যাচ জিতেও আমার চাকরি গেছে।”
জাতীয় কোচ স্যাভিও মিদেইরা সম্প্রতি তোলপাড় ফেলেছেন, ফুটবলারদের দায়িত্ববোধ নেই বলে। এ নিয়ে দেশের ক্লাব ফুটবলের সেরা বিদেশি কোচ কী বলছেন? করিমের উত্তর, “আমি স্যাভিওর মন্তব্য নিয়ে কিছু বলব না। তবে এটুকু বলতে পারি, আমার সালগাওকরে জাতীয় দলের তিনজন রয়েছে। করণজিৎ, রোকাস আর ফ্রান্সিস। এরা কিন্তু ক্লাবে প্রচুর দায়িত্ববোধ দেখায়।” কিছু না বলেও অনেক কিছু বলে দেন তিনি।
স্যাভিওর পরের জাতীয় কোচ খুঁজে বের করার দায়িত্ব এআইএফএফ যাঁকে দিয়েছে, সেই রব বান মনে করেন, সিনিয়র দলে ভারতীয় কোচই দরকার। “বিদেশি কোচেরা এসে নিজেদের স্টাইল প্রয়োগ করে দেশে ফিরে যান। ফুটবলাররা বিভ্রান্ত হয়ে পড়ে। তাই ভারতীয় কোচই দরকার, যারা একটা নির্দিষ্ট স্টাইল দরকার।” যুক্তি দিয়েছেন রব বান। এআইএফএফ ঝামেলায় পড়েছে সর্বসম্মত কোনও ভারতীয় কোচ না পাওয়ায়। বাধ্য হয়ে বিদেশি কোচের খোঁজ চলছে। এই প্রেক্ষাপটে ভারতীয় ফুটবল গুলে খাওয়া বিদেশি কোচ করিম বেঞ্চারিফা তাৎপর্যপূর্ণ নাম। আরও তাৎপর্যের, মরসুম শুরুর আগে করিমের ভারতীয় কোচ হওয়ার স্বপ্নের কথা ঘোষণা করা।
প্রশ্ন থাকছে, সালগাওকর প্রধান শিবানন্দ সালগাওকর কি তাঁকে ছাড়বেন?




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.