|
|
|
|
কুয়েতে আজ এক পয়েন্ট লক্ষ্য মর্গ্যানের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কুয়েতে কাজমা এস সি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের চিন্তা মাঠ এবং ঠান্ডা। সেই সঙ্গে থাকছে একদম অচেনা দল। অবশ্য কুয়েতের দলটির কাছেও মর্গ্যান-বাহিনীর পরিচিতি শুধু ইন্টারনেটেই।
মঙ্গলবার ভারতীয় সময় রাত ন’টায় ম্যাচ শুরু পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ স্টেডিয়ামে। সেখানকার মাঠ ঘাসের হলেও বাউন্স সমান নয়। সূর্য ডোবার পর থেকেই ঠান্ডা পড়তে শুরু করে কুয়েত সিটিতে। এমনকী তাপমাত্রা চলে যাচ্ছে দশ ডিগ্রির নীচেও। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ যখন এডমিলসন-টোলগেরা টিম হোটেলে পৌঁছন, তার কিছু পরেই মরুঝড় বয়ে যায় মরু শহরের উপর দিয়ে।
মজা হল, ম্যাচের সকালেও গা-ঘামাবেন লাল-হলুদ ফুটবলাররা। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান হাজির হয়েছিলেন টোলগেকে নিয়ে। ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ সাংবাদিকদের বলেন, “প্রথম ম্যাচে আল ওরুবার বিরুদ্ধে রেফারির ভুলে আমাদের তিন পয়েন্ট খোয়াতে হয়েছে। এই ম্যাচ তাই হারা চলবে না। অন্তত এক পয়েন্ট দরকার।” সেই সঙ্গে তাঁর মন্তব্য, “কিন্তু দলটার ব্যাপারে বিশেষ কিছুই জানি না। তবে এটা বলতে পারি, খুব কঠিন ম্যাচ হবে। কারণ, কুয়েতের ফিফা র্যাঙ্কিং ভারতের থেকে অনেক ভাল।”
ইস্টবেঙ্গল অবশ্য পুরো দল নিয়ে যেতে পারেনি। মেহতাব হোসেন, সুশান্ত ম্যাথু, নওবা সিংহ এবং ভাসুম চোটের জন্য রয়েছেন কলকাতাতেই। তবে তার মধ্যেও প্রথম ম্যাচের হার ভুলে ঘুরে দাঁড়াতে চান টোলগে ওজবে। বলেছেন, “প্রথম ম্যাচের পয়েন্ট হারানো থেকে ঘুরে দাঁড়াতেই হবে। যদিও দলটা কী রকম খেলে আমরা জানি না। তবে আমার ধারণা ওরা বেশ শক্ত প্রতিপক্ষ।”
ভারতের বর্তমান র্যাঙ্ক ১৫৮। কুয়েতের ৯৪। তাই লাল-হলুদের উপর দিয়ে মরুঝড় বইতে পারে মাঠেও। কাজমার অভিজ্ঞ কোচ মিলান মাকালা বলছিলেন, “ইরাকের আর্বিলের সঙ্গে এএফসির প্রথম ম্যাচ খেলেছি। এর মধ্যে ঘরোয়া লিগ ও এমির কাপে খেলেছি। তবে আমরা সতর্ক থাকব।” তাঁর চার বিদেশির মধ্যে ডিফেন্সিভ মিডিও আইভরি কোস্টের অ্যালেক্স সোমিয়ানই শুধু চোটের জন্য অনিশ্চিত।
র্যাঙ্কিংয়ে বিস্তর এগিয়ে থাকা কাজমার থেকে পয়েন্ট কাড়তে মর্গ্যানকে নির্ভর করতে হবে টোলগে-পেন-ওপারা-এডমিলসনদের উপর। |
|
|
|
|
|