আজমলের অ্যাকশন নিয়ে ক্ষিপ্ত ভারত |
পাকিস্তানকে হারিয়েও ক্ষিপ্ত ভারতীয় শিবির। সঈদ আজমলের বিতর্কিত বোলিং অ্যাকশন নিয়ে। ভারতীয় দলের অনেকে মনে করছেন, আজমল বল ছুড়ছেন। আইসিসি-র উচিত তাঁকে বহিষ্কার করা। আইসিসি-র কাছে অভিযোগপত্রও জমা দিতে পারে ভারত। কিন্তু সেই অভিযোগ টিঁকবে এমন আশ্বাস নেই। মাত্র ক’দিন আগে ইংল্যান্ড একই অভিযোগ করেছিল। আইসিসি তাঁকে বেকসুর খালাস করে দেয়। আইসিসি সিইও হারুন লর্গ্যাট সোমবার সকালে আনন্দবাজারকে বললেন, “আজমলের অ্যাকশন খুঁটিয়ে পরীক্ষা করেছি। অনৈতিক কিছু ধরা পড়েনি।” লর্গ্যাট ভারতীয় দলের এক সিনিয়রের সঙ্গে কথা বলে তাঁকে বোঝানোর চেষ্টাও করেছেন। মাঠে এই সিনিয়র ক্রিকেটার আম্পায়ারদের কাছে অভিযোগ করেন আজমলের অ্যাকশন নিয়ে। আম্পায়াররা নাকি অসহায় ভাবে বলেছেন, আমাদের হাতে নেই ব্যাপারটা। একমাত্র আইসিসি-ই ওকে আটকাতে পারে। একাধিক ভারতীয় ক্রিকেটারকে গজগজ করতে শোনা গেল, “ও মাঝে-মধ্যে ঘণ্টায় ১১৫ কিমি গতিবেগে বল করছে। এক জন স্পিনারের পক্ষে কী করে সম্ভব?” দুপুরে কোচ ডানকান ফ্লেচারের সঙ্গে সুইমিং পুলের সামনে দেখা হয়ে যায় লর্গ্যাটের। ফ্লেচার তৎক্ষণাৎ লাফিয়ে ওঠেন, “এ সব কী রসিকতা চলছে?” লর্গ্যাট তাঁকেও বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু ভারতীয় শিবিরে ক্ষোভ তাতেও থামছে না।
|
সৌরভই নেতা টি-টোয়েন্টিতে |
গত বার বাংলাকে ট্রফি এনে দেওয়া মনোজ তিওয়ারি নন, সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নেতা বেছে নিল সিএবি। বিজয় হাজারে-তে বাংলাকে চ্যাম্পিয়ন করার পরের দিন সৌরভ জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে চান না। শুধু প্লেয়ার হিসেবে খেলতে চান। কিন্তু সিএবি থেকে অনুরোধের পর অনুরোধ যায় সৌরভের কাছে। বলা হয়, বিজয় হাজারে ট্রফিতে তাঁর নেতৃত্বেই বাংলা প্রথম চ্যাম্পিয়ন হয়েছে। দুম করে টি-টোয়েন্টিতে অধিনায়ক বদল হলে দলের ক্রিকেটারদের উপর প্রভাব পড়তে পারে। সিএবির আরও যুক্তি, মনোজ তখন সদ্য এশিয়া কাপ শেষ করে ফিরবেন। তখনই তাঁর উপর অধিনায়কত্ব চাপানো মানে, তাঁকে আরও চাপের মুখে ঠেলে দেওয়া। শেষ পর্যন্ত রাজি হয়ে যান সৌরভ। সংস্থার যুগ্ম-সচিব সুজন মুখোপ্যাধায় বললেন, “সৌরভের সঙ্গে কথা বলে রাজি করিয়েছি।” টুর্নামেন্ট ২৫ মার্চ শুরু। গত বারের চ্যাম্পিয়ন বাংলার দল নির্বাচন হল সোমবার। টুর্নামেন্টের গোড়া থেকেই মনোজ খেলবেন। এ দিকে, শহরে কেকেআরের শিবির দু’এক দিন পিছতে পারে। শিবির শুরু হওয়ার কথা ছিল ২১ মার্চ।
|
কলকাতা লিগ জয়ের দিকে ইস্টবেঙ্গল |
আইএফএ শিল্ড জয়ের পর কলকাতা লিগ জেতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। টালিগঞ্জ অগ্রগামী সোমবার টিম তুলে নেওয়ায় পরিস্থিতি যা তাতে মহমেডানকে হারাতে পারলেই লিগ খেতাব পেয়ে যাবে ট্রেভর মর্গ্যানের দল। তবে মোহনবাগান যদি তাদের বাকি দু’টো ম্যাচের একটিতে হারে সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবেন টোলগে-পেনরা। প্রিমিয়ার লিগ থেকে কোনও ক্লাব টিম তুলে নিয়েছে সাম্প্রতিক অতীতে এ রকম ঘটনা হয়নি। সোমবার টালিগঞ্জ চিঠি দিয়ে আইএফএ-কে জানিয়ে দিল লিগে তারা আর দল নামাবে না। ক্লাব সচিব শুভঙ্কর ঘোষ দস্তিদার বললেন, “আমাদের আর্থিক সামর্থ্য নেই। শেষ ম্যাচ খেলেছি ৩০ জানুয়ারি। একটা ম্যাচের জন্য দেড় মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। সে জন্যই টিম তুলে নিয়েছি।” টালিগঞ্জ টিম তুলে নেওয়ায় ইস্টবেঙ্গলের তাই বাকি থাকছে একটি ম্যাচ। মহমেডানের সঙ্গে। তবে সেই ম্যাচ কবে হবে কেউ জানে না। টালিগঞ্জ সচিবের দাবি, আগে থেকে চিঠি দেওয়ায় তাদের কোনও পয়েন্ট কাটা যাবে না। আই এফ এ সহসচিব স্বপন দত্ত অবশ্য বললেন, “তিন পয়েন্ট কাটা যাবে টালিগঞ্জের।” ইস্টবেঙ্গলকে তাড়া করতে মরিয়া ওডাফা ওকোলিরা। বুধবার কলকাতা লিগের এরিয়ান ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিতে চাইছেন সুব্রত ভট্টাচার্য। বলে দিলেন, “ব্যারেটো, সুনীল সবাই মাঠে নেমে পড়েছে। হোক না এরিয়ানের সঙ্গে খেলা। ম্যাচটা জেতার জন্য সবাইকে মাঠে নামাব।”
|
চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের সর্বাধিক ১৯টি মাস্টার্স খেতাব জেতার রেকর্ড স্পর্শ করলেন রজার ফেডেরার। ইন্ডিয়ান ওয়েলস ওপেন ফাইনালে ফেডেরার ৭-৬, ৬-৩ জন ইসনারকে হারিয়ে সম্প্রতি তাঁর কাছে যুক্তরাষ্ট্র-সুইজারল্যান্ড ডেভিস কাপে হারের শোধ তুললেন। শেষ ৮ মাস্টার্সে ৬টায় চ্যাম্পিয়ন হলেন ফেডেরার।
|
তিরন্দাজি বিশ্বকাপে তিন জনের ভারতীয় দলে সুযোগ পেলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, তরুণদীপ রাই এবং জয়ন্ত তালুকদার। বিশ্বকাপের তিনটি পর্ব সাংহাইয়ে, তুরস্কে এবং যুক্তরাষ্ট্রের অগডেনে।
|
হুগলিতে অনুষ্ঠিত রাজ্য ক্যারাটে প্রতিযোগিতায় বর্ধমান একটি সোনা-সহ মোট তিনটি পদক লাভ করেছে। সোনা পেয়েছেন শতদল ধর। রুপো ও ব্রোঞ্জ পেয়েছেন প্রসেনজিৎ কর্মকার। জেলা দলে মোট ১৮ জন প্রতিযোগী ছিলেন।
|
আই লিগ দ্বিতীয় ডিভিশনে সোমবার ইউনাইটেড সিকিম রয়্যাল ওয়াহিংডোকে ২-০ হারাল। আগের ম্যাচে ওএনজিসির বিরুদ্ধে নিয়ম ভেঙে চার বিদেশি খেলিয়ে ছিল ওয়াহিংডো। শাস্তি হিসাবে ফেডারেশন ম্যাচটি ওএনজিসিকে ৩-০ ফলে জয়ী ঘোষণা করল। |