রাহুলের জায়গাটা নিতে পারে বিরাট: সৌরভ
রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি ঠিক করে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার শহরের এক পাঁচতারা হোটেলে সৌরভ তাঁকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘দ্য ওয়ারিয়র প্রিন্স’-এর ডিভিডি প্রকাশের উদ্বোধনে এসে বললেন, “গত কাল ভারতীয় ক্রিকেটের এক নতুন তারাকে জ্বলে উঠতে দেখলাম। কাল যে ইনিংসটা বিরাট কোহলি খেলেছে, গত কুড়ি বছরে আমার দেখা সেরা ওয়ান ডে ইনিংস।” এতেই থামছেন না। বলছেন, “রাহুলের অবসরের পরে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে টেস্টে এ বার তিন নম্বরে কে? আর বলতে বাধা নেই। টেস্টে তিন নম্বর জায়গাটা কোহলিরই হওয়া উচিত।”
ছিমছাম অনুষ্ঠানের আকর্ষণ ছিল হর্ষ ভোগলের সঙ্গে সৌরভের আলাপচারিতা। ৪৫ মিনিটের ওই বিশেষ সময়ে উঠে এল নানা অজানা তথ্য। যেমন, সৌরভের অবসর নেওয়ার খবর শুনে সচিন অবাক হয়ে তাঁকে বলেছিলেন, “সে কী! তুমি তো এখন কেরিয়ারের সবচেয়ে ভাল ব্যাটিংটা করছ!” যিনি তথ্যচিত্রে বলছেন, “ড্রেসিংরুমে সৌরভ যখন বলল ও আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না, তখন আমি অবাক হয়েছিলাম। আমার মনে হয়েছিল, ওর মধ্যে আরও ক্রিকেট আছে।”
হাত ধরে ক্রীড়া এবং বিনোদন। সৌরভের সঙ্গে একটি অনুষ্ঠানে দুই জগতের বিশিষ্টরা। -নিজস্ব চিত্র
ক্রিকেট যে ছিল, সেটা স্বয়ং সৌরভও বলছেন। “আমার মধ্যে আরও দু’বছর ক্রিকেট ছিল। কিন্তু কোথাও মনের মধ্যে একটা খচখচানি ছিল। বুঝতে পারছিলাম, সব ঠিকঠাক চলছে না। মনে হয়েছিল, বাদ পড়া থেকে ‘অ্যায়াম জাস্ট কাপল অব ফেলিওয়রস অ্যাওয়ে’। দু’টো ম্যাচ খারাপ খেললেই বাদ দিয়ে দেবে।” তিন বছর পরেও প্রকাশ্যে গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে কোনও বিষেদ্গার নয়। বরং হর্ষ-র শত উস্কানিতেও বাঁ-হাতির ডিফেন্স নিশ্ছিদ্র, “ওর সঙ্গে আমার মতের মিল না-ই হতে পারে। কিন্তু এখনও বলব ব্যাটিং নিয়ে ওর জ্ঞান অপরিসীম। ওর কাছে ব্যাটিংয়ের অনেক খুঁটিনাটি শিখেছি যা আমার কেরিয়ারে কাজে লেগেছে।”
জানা গেল, কী অসম্ভব উপভোগ্য ছিল জন রাইটের সঙ্গে তাঁর সম্পর্ক। সৌরভের মুখে শুনুন, “ভারত হারলেই জন এসে বলত, ক্যাপ্টেন তোমার সঙ্গে কথা আছে। এখনই না বললে আমি চললাম। আমি তখন জনকে বলতাম, প্লিজ জন পরে। আমি জানতাম জনের সঙ্গে কথা বলার সেরা সময়টা হল যখন ও একা-একা গিটার বাজায়। দু’টো বিয়ার নিয়ে বসে। তখনই প্রকৃত জনকে বোঝা যেত।” সৌরভ ছাড়াও এ দিনের অনুষ্ঠানে ছিল তারকার ছাড়াছড়ি। সঙ্গে ছিলেন তথ্যচিত্রটির নির্মাতা মিতালি ঘোষাল। তথ্যচিত্রের তিনটি গানের স্রষ্টা অনুপম রায় বলেই ফেললেন, “ক্লাস সেভেন থেকে আমি দাদার ফ্যান। ওকে নিয়ে গান লিখব না তো কাকে নিয়ে লিখব?”
সবশেষে সৌরভ ফিরলেন আইপিএল-দুনিয়ায়। এ দিনই চেন্নাইয়ের ভেলস বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সাম্মানিক ডক্টরেট দেওয়া হল। সৌরভ প্রতিশ্রুতি দিলেন, এ বারও লড়বে তাঁর পুণে ওয়ারিয়র্স। “আমি একজন স্পোর্টসম্যান। কোনও স্পোর্টসম্যান কখনও লড়াই ছাড়ে না।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.