ময়লা ঘাঁটা ছেড়ে পড়ছে খুদেরা
এক দশক পরে মহেশমাটি প্রাথমিক খুলল শিক্ষা সংসদ
ত দশ বছর এলাকার স্কুলের তালা খোলেনি। ফলে ছেলেমেয়েরাও স্কুলের দিকে পা মাড়াত না। কেউ সকাল হলেই হাতে ঝাড়ু নিয়ে বাবা-মায়ের সঙ্গে ড্রেন পরিস্কার করতে বার হত। কেউ বা রাস্তায় কাগজ, প্লাস্টিক কুড়োত। পরিবারের কেউই কোনও দিন স্কুলের চৌহদ্দিতে পা মাড়াননি। ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করা নিয়েও তাই অভিভাবকদের এতদিন মাথাব্যথা ছিল না। সম্প্রতি মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে মহেশমাটি প্রাথমিক বিদ্যালয় ফের খোলা হয়। স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া নিরক্ষর ওই সমস্ত সাফাই কর্মীদের ছেলেমেয়েদের শিক্ষার আঙিনায় পৌঁছে দিচ্ছেন ওই স্কুলের প্রধান শিক্ষক অধীর সরকার। সংসদ এবং প্রধান শিক্ষকের ওই উদ্যোগে খুশি নেতাজি পুর বাজার লাগোয়া নীলকুঠির সাফাই কর্মীরা। তাঁদের কথায়, “প্রাথমিক শিক্ষা সংসদ ও ওই হেডমাস্টার এগিয়ে না এলে আমাদের মতো ছেলেমেয়েরাও মুর্খ হয়ে থাকত।” স্কুলের প্রধান শিক্ষক অধীর সরকার জানান, তাঁর বাড়ির সামনেই সাফাই কর্মীদের আবাসন নীলকুঠি। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার সময় তিনি দেখতে পেতেন সাফাই কর্মীদের ছেলেমেয়েরা স্কুলে না-গিয়ে বাবা-মায়ের সঙ্গে রাস্তা, ড্রেন পরিস্কার করতে বেরিয়ে যাচ্ছে। লেখাপড়া না করা ওই শিশুদের মুখের অকথ্য ভাষা শুনে কানে আঙুল দিতে হত।
স্কুলে সাফাইকর্মীদের ছেলেমেয়েরা। ছবি: মনোজ মুখোপাধ্যায়।
তিনি বলেন, “তখনই ভেবেছিলাম এদের যদি স্কুলে এনে পড়াশুনা করানো যায় তবে নিশ্চয়ই সুস্থ জীবনের সন্ধান দেওয়া যাবে। এরপর সাফাই কর্মীদের বাড়িতে ঘুরে সার্ভে করি। সেখানকার ছেলেমেয়েদের তালিকা তৈরি করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে লিখিত প্রস্তাব পাঠাই।” এর পরেই সংসদের চেয়ারম্যান ১০ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা মহেশমাটি বালিকা প্রাথমিক বিদ্যালয় ২০১১ সালের ১ নভেম্বর চালু করেন। পড়াশুনার সুযোগ পান সাফাই কর্মীদের ছেলেমেয়েরা। স্কুল সূত্রে জানা গিয়েছে, এখন স্কুলে ৭৬ জন ছাত্রছাত্রী। যাদের অধিকাংশই সাফাই কর্মীদের ছেলেমেয়ে। প্রধান শিক্ষকের এহেন উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান থেকে শুরু করে সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক ও ইংরেজবাজার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস কুণ্ডু। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রামপ্রবেশ মন্ডল বলেন, “কী কারণে ১০ বছর আগে স্কুলটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এখন আমি তা বলতে পারব না। সাফাই কর্মীদের ছেলেমেয়েদের এনে বন্ধ থাকা স্কুল চালু করার ব্যাপারে ওই প্রধান শিক্ষক যে ভাবে উদ্যোগী হয়েছেন তা অভাবনীয়। ওই স্কুলকে সংসদ থেকে সব রকম সাহায্য করা হবে। ইংরেজবাজার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলরের অভিযোগ, কিছু অসাধু প্রোমোটর ওই স্কুলের জমিটি দখল করার চক্রান্ত করে। স্কুল বন্ধ হয়ে যায়। কাউন্সিলর বলেন, “দীর্ঘদিন ধরে স্কুল চালু করার ব্যাপারে সংসদের চেয়ারম্যানদের চিঠি দিই। আগের চেয়ারম্যানরা কেউ ওই স্কুলটি চালু করতে উদ্যোগী হননি। সংসদের বর্তমান চেয়ারম্যান গত বছর নভেম্বর মাসে ওই বন্ধ থাকা স্কুলের তালা খোলেন।” ৪ নভেম্বর গাজলের জামালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর সরকারকে মহেশমাটি স্কুলে আনা হয়। প্রথম শ্রেণির প্রিয়া ডোম, বাবলু বাঁশফোঁড়, বিধান হরিজন, দেব মেথররা বলে, “বাবার সঙ্গে ড্রেন পরিষ্কার করতাম। পড়াশুনা করতাম না। মাস্টারমশাই স্কুলে পড়াশুনা শেখাতে নিয়ে এসেছে।” দ্বিতীয় শ্রেণির রূপা হরিজন, ভীম ডোম বলে, “পড়তে ভাল লাগছে। পড়াশুনা শিখে বড় হব। বাবার মতো ড্রেন পরিষ্কার করব না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.