দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চাকরির পরীক্ষার ফর্ম না পেয়ে ব্যাঙ্কে বিক্ষোভ দেখান কর্মপ্রার্থীরা। সোমবার কোচবিহারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। এ দিন ওই ব্যাঙ্কের শাখায় সকাল ১০টা থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগের ফর্ম বিলি শুরু হয়। বেলা ১টা অবধি ফর্ম বিলির কথা থাকলেও আধ ঘণ্টা আগে তা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই লাইনে দাঁড়ানো উত্তেজিত কর্মপ্রার্থীরা ব্যাঙ্কে ঢুকে বিক্ষোভ দেখান। ব্যাঙ্কটির ওই শাখার ম্যানেজার সুযশশোভন সেনগুপ্ত বলেন, “ফর্ম শেষ হয়ে যাওয়ায় বিলি বন্ধ করে দিতে হয়। ফর্ম এনে তা বিলির কথা বলা হলে উত্তেজনা ছড়ায়।”
|
জেলা হাসপাতালে বন্ধ আইসিইউ-তে চুরির ঘটনা নজরে আসার দু’সপ্তাহ পেরোতে চললেও দুষ্কৃতীরা ধরা না পড়ায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আন্দোলনে নামল কংগ্রেস। সোমবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে’র নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল রায়গঞ্জের কর্ণজোড়ায় এক ঘন্টা জেলাশাসককে ঘেরাও করে পরে জেলাশাসক পাশাং নরবু ভুটিয়াকে স্মারকলিপি দেন। জেলাশাসক বলেন, “আইসিইউতে চুরির ঘটনার পরে পুলিশ তদন্ত করতে যায়নি বলে অভিযোগ পেয়েছি। বন্ধ হয়ে থাকা আইসিইউতে কী ভাবে চুরি হল খোঁজ নিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপারকে ঘটনার তদন্ত এবং দুষ্কৃতীদের গ্রেফতার করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করার নির্দেশ দিয়েছি।” ২০০৬-এ রায়গঞ্জ জেলা হাসপাতালে আইসিইউটি চালু হয়ে ২০০৮-এ নানাবিধ কারণে বন্ধ হয়ে যায়। তা পুনরায় চালুর ব্যাপারে বিধানসভায় সরব হন বিধায়ক, রোগী কল্যাণ সমিতি সদস্য মোহিত সেনগুপ্ত। রাজ্যও বিধায়ককে আই সি ইউ চালুর ব্যাপারে আশ্বাস দিয়েছে।
|
পরীক্ষা স্পেশাল বাস সময়ে না পৌঁছনোয় অবরোধ করে বিক্ষোভ দেখালেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। সোমবার বাণেশ্বরে বটতলা এলাকায় অবরোধের জেরে কোচবিহার-আলিপুরদুয়ার রুটে দুপুর দেড়টা থেকে একঘন্টা যান চলাচল ব্যাহত হয়। পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। আন্দোলনকারীদের নালিশ, এনবিএসটিসি মরিচবাড়ির পরীক্ষার্থীদের জন্য স্পেশাল বাস চালু করে। কিন্তু এদিন ওই বাস সময়মতো মরিচবাড়িতে আসেনি। |