টুকরো খবর
পুলিশ-ক্যাম্পের দাবি
কুমারগ্রামের অসম সীমান্ত এলাকা থেকে ব্যবসায়ী অপহরণের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা পুলিশ ক্যাম্প বসানোর আর্জি জানিয়েছেন। কুমারগ্রামের বালাপাড়া হাট থেকে ফেরার সময়ে তাপস সাহা নামে ব্যবসায়ীকে দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যায়। এখনও ওই ব্যবসায়ীর হদিস মেলেনি। বন কর্মীদের বক্তব্য, ওই এলাকায় জঙ্গল পাহারার কাজে তাঁদেরও প্রতিদিন নির্জন এলাকায় যাতায়াত করতে হয়। চোরাশিকারীদের হামলার সমস্যা তো আছেই, তার সঙ্গে ব্যবসায়ী অপহরণের ঘটনার পরে তাঁদেরও নিরাপত্তা জরুরি হয়ে পড়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের কুমারগ্রামের রেঞ্জ অফিসার জয়ন্ত মণ্ডল বলেন, জঙ্গল রক্ষা এবং বনকর্মীদের নিরাপত্তার জন্য সীমান্ত এলাকায় বেশ কিছু পুলিশ ক্যাম্পের আর্জি জানানো হয়েছে।” প্রতিদিন ওই এলাকার এক থেকে দেড় হাজার ব্যবসায়ী অসমে যাতায়াত করেন। তাপস সাহার অপহরণের ঘটনার পরে নিরাপত্তা দাবি তুলেছে বারবিশা ব্যবসায়ী সমিতিও। তাপসবাবুর অপহরণের পরে এখনও মুক্তিপণ চেয়ে কোনও ফোন আসেনি বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে ওই ব্যবসায়ী কোনও ব্যক্তিগত বিবাদের জেরে অপহৃত হয়েছেন কি না পুলিশ তাও খতিয়ে দেখছে। কুমারগ্রাম থানার আইসি ধ্রুব প্রধান বলেন, “তদন্ত শুরু হয়েছে।” এ দিনও বালাপাড়া এলাকায় যায় কুমারগ্রাম থানার পুলিশ। বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। অসম সীমান্ত এলাকার গ্রাম, বনবস্তি এলাকায় ওই দুই সন্দেহভাজন দুষ্কৃতীর খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ। ১০ হাজার টাকার পুঁজি নিয়ে যিনি ব্যবসা করেন তাঁকে জঙ্গিরা কেন অপহরণ করবে তাও স্পষ্ট নয় পুলিশের কাছে।

পুকুর খুঁড়তেই প্রাচীন কুয়ো
ছবিটি তুলেছেন দীপঙ্কর ঘটক।
জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিতকরণ প্রকল্পে পুকুর খননের কাজ করতে গিয়ে উদ্ধার হল পোড়া মাটির রিং দিয়ে তৈরি তিনটি প্রাচীন কুয়ো। সোমবার ময়নাগুড়ির ভুস্কারডাঙা এবং পাটকাখোচা গ্রামে ওই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি পাওয়া যায়। ভুস্কারডাঙায় অন্তত পনেরো ফুট গভীর থেকে পাশাপাশি দুটো কুয়ো উদ্ধার করেন বাসিন্দারা। খবর পেয়ে প্রশাসনের তরফে পুকুর খননের কাজ বন্ধ করে দেওয়া হয়। কুয়োগুলি পরীক্ষা করে দেখার কথা প্রশাসনের কর্তাদের জানিয়ে দেয় হেরিটেজ কমিশন। কমিশনের উত্তরবঙ্গ নোডাল সেন্টারের কো-অর্ডিনেটর আনন্দগোপাল ঘোষ বলেন, “আমরা সেগুলি পরীক্ষা করব।” কয়েকদিন আগে গ্রামবাসী ধরলা নদী সংলগ্ন ভুস্কারডাঙা এলাকায় শঙ্কর বিশ্বাস নামে এক ব্যক্তির জমিতে প্রায় ২০ ফুট আয়তনের পুকুর খনন শুরু করেন। পনোরো ফুট মাটি খননের পরে এ দিন সকালে বার হয় প্রায় দু’ফুট গলাকার ৮ ইঞ্চি চওড়া পোড়া মাটির তৈরি কুয়োর রিং। এর পরে খবর যায় ব্লক প্রশাসন ও হেরিটেজ কমিশনের উত্তরবঙ্গ নোডাল সেন্টারে। হেরিটেজ কমিশনের তরফে ব্লক প্রশাসনকে পুকুর খননের কাজ বন্ধ করতে বলা হয়।

স্বাভাবিক কাজ শুরু বাগানে
সোমবার থেকে ডুয়ার্সের তুরতুরি চা বাগানে স্বাভাবিক কাজ শুরু হল। তবে যে ৪৪ জন শ্রমিকের স্থায়ীকরণের দাবি নিয়ে সমস্যার সূত্রপাত তা ঝুলেই রয়েছে বলে শ্রমিকেরা জানান। ওই দাবিতে ম্যনেজারকে একাধিকবার ঘেরাও করে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। ম্যনেজার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। গত ২০১১-র ২৩ ডিসেম্বর বকেয়া পাওনা নিয়ে শ্রমিক পক্ষের সঙ্গে বিরোধের জেরে মালিকপক্ষ বাগান বন্ধ করে দেন। বিপাকে পড়েন ৫৫০জন শ্রমিক। তিনটি ত্রিপাক্ষিক বৈঠক হয়। কিন্ত বাগানের অচলাবস্থ কাটেনি। ১২ মার্চ শিলিগুড়ি যুগ্ম শ্রম আধিকারিক দফতরে ত্রিপাক্ষিকে সর্বস্মতিক্রমে ১৫ মার্চ বাগান খোলার সিদ্ধান্ত হয়। অবশেষে এ দিন বাগানটি খোলে। ৪৪ জন ছাড়া বাকি সব শ্রমিক এ দিন কাজে যোগ দিয়েছেন। শ্রমিকদের অভিযোগ, ত্রিপাক্ষিক বৈঠক অনুসারে বাগানে কোনও অস্থায়ী শ্রমিক থাকার কথা নয়। কিন্তু বাগানে যে চুক্তির কপি এসেছে তাতে ওই ৪৪ জনের বিষয়টি নেই। বাগানের শ্রমিক নেতারা জানাচ্ছেন, বাগান খোলা হলেও ওই ৪৪ জনের দাবি নিয়ে টানা আন্দোলন চলবে। শিলিগুড়ির জয়েন্ট লেবার কমিশনার মহম্মদ রিজউয়ান জানিয়েছেন, সর্বসম্মতিক্রমে বাগান খোলা হয়েছে।

আন্দোলনে নামবে বিজেপি
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর মধ্যে তরাই এবং ডুয়ার্সের কোনও এলাকা অন্তর্ভুক্ত করার চেষ্টা হলে তার বিরোধিতা করবে বিজেপি। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। তিনি বলেন, “আমরা জিটিএ চুক্তির বিরুদ্ধে। সমতলের কোনও এলাকাকে তার মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না।” তিনি জানান, ২৩ মার্চ বিজেপির নেতৃত্বে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করা হবে। ভেনাস মোড়ে জিটিএ চুক্তির প্রতিলিপি পোড়ান হবে। পাশাপাশি তিস্তার জল বন্টন চুক্তি নিয়েও এ দিন প্রশ্ন তুলেছেন তিনি। বিজেপি’র রাজ্য সভাপতির কথায়, “প্রস্তাবিত চুক্তিতে তিস্তার ৪৮ শতাংশ জল বাংলাদেশকে দেওয়ার কথা বলা হচ্ছে। গজলডোবা থেকে মেখলিগঞ্জ পর্যন্ত করলা, ধরলা-সহ বেশ কয়েকটি ঝোরা তিস্তায় মিশেছে। তাতে বাংলাদেশ পর্যাপ্ত জল পাচ্ছে। বেশি জল দিলে উত্তরবঙ্গ মরুভূমি হবে। বাংলাদেশকে বাড়তি জল দেওয়ার চেষ্টা হলে বড় ধরনের আন্দোলন করব।”

দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর

ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক পুলিশ অফিসারের। সোমবার সকালে রাজগঞ্জ লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম সোনম শেরপা (২৭)। তিনি দার্জিলিঙের কার্শিয়াঙের বাসিন্দা। বর্তমানে তিনি রাজগঞ্জ থানায় সাব ইনস্পেক্টর পদে প্রশিক্ষণরত ছিলেন। এ দিন সকালে প্রশিক্ষণের জন্য মোটর বাইকে করে তিনি জলপাইগুড়ি জেলা আদালতে যাচ্ছিলেন। মোটরবাইকে যাওয়ার সময়ে ৩১-ডি জাতীয় সড়কে একটি পন্যবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে তাঁর বাইকে।

দুষ্কৃতী গ্রেফতার
বাগরাকোটে যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় শিলিগুড়ি থানা এলাকা থেকে তাকে ধরা হয়। ধৃত নাম শের সিংহের বাড়ি বাগরাকোটে। তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে বাগরাকোটে শ্যামেরর সঙ্গে গণ্ডগোল হয় অভিযুক্তের। এর পর সে শ্যামকে গুলি করে পালায় বলে অভিযোগ।

বই পাচার
জলপাইগুড়ি জেলা পরিষদের জাল কাগজ দেখিয়ে সরকারি বই পাচার করার অভিযোগকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার বাস টার্মিনাস চত্বরে ট্রাক বোঝাই বই আটক করে তৃণমূল কর্মী ও সমর্থকরা বিক্ষোভ দেখান। পুলিশ, বিডিও পরিস্থিতি সামলান। তৃণমূলের অভিযোগ, যে কাগজ দেখিয়ে বই নেওয়া হচ্ছিল সেখানে তারিখ ও মেমো নম্বর হাতে লেখা। তা দেখিয়ে বই পাচারের চেষ্টা হয়। জেলা পরিষদ সভাধিপতি দীপ্তি দত্ত বলেন, “জেলা পরিষদ পুরনো গুদাম ভাঙায় বইগুলি টার্মিনাসের ঘরে রাখা হয়েছিল।”

ময়নাগুড়ি বাজারে গোলমাল
ওজন কম দেওয়ার অভিযোগ নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের বচসার জেরে সোমবার ময়নাগুড়ির মাছ বাজারে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ওজনের পাথর পরীক্ষার ব্যবস্থা করে পরিস্থিতি সামাল দেন। ক্রেতাদের কয়েকজন জানান, এ দিন এক যুবক মাছ কিনতে গেলে বিক্রেতা ওজনে কম দেয়। প্রতিবাদ জানাতে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এর পরেই ক্রেতা-বিক্রেতার বচসা বাঁধে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.