জানুয়ারি ২০১২


এই সংখ্যায় ‘বিদেশ বিভুঁই’
আরও একটা নতুন বছর! আরও কিছু নতুন জায়গার বর্ণনা, ঝুলিতে আরও কিছু নতুন অভিজ্ঞতা— ঘোরা, দেখা, ছবি তোলা আর অবশ্যই খাওয়াদাওয়া। সব কিছু মিলিয়ে এ বছরের প্রথম মাসে বিদেশের তিনটি শহরের বিশেষ বিবরণ নিয়ে ‘বিদেশ বিভুঁই’। প্রথমে ‘কিংডম অফ নরওয়ে’র প্রধান শহর অসলো। প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি ‘ফিয়র্ড’-এর অমোঘ টানেই এটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পর্যটনস্থল। দ্বিতীয় লেখায় স্থান পেয়েছে উনিশ শতকের আগে অবধি প্রাচ্যের বৃহত্তম শহর প্যারিস। প্রায় এক হাজার বছর তার এই পদবী কায়েম ছিল বিশ্ব মানচিত্রে। সর্বশেষে সান ফ্রান্সিসকো। জনবসতির নিরিখে যুক্তরাষ্ট্রের তেরোতম শহর। তবে তার প্রকৃতিক বৈচিত্র্যই এই শহরের প্রধান আকর্ষণ। আর আছে ‘উত্তরের ভেনিস’ স্টকহোমের গল্প— ছবিতে।


আপনার কলমে


অসলো-নরওয়ের
ভ্রমণবৃত্তান্ত

রূপসী প্যারিস

সমুদ্র-পাহাড়ে ঘেরা
সান ফ্রান্সিসকো

ঘুরতে যাব ভাবলেই যে বেরিয়ে পড়া যায়, তা ঠিক সব সময় হয়ে ওঠে না। নিশ্চিন্তে জায়গা-বদলের জন্য অবশ্য প্রয়োজন কিছু তথ্য জানার। আর তা যদি স্বয়ং লেখকের কলম থেকেই জানা যায়, তা হলে তো কথাই নেই। হাওয়াবদলে ‘নিত্য-প্রয়োজনীয়’ সেই সব তথ্য জানতে পড়ুন


ক্যামেরাও কথা বলে। সেই রং-বেরঙের ছবির সাম্রাজ্যেও অবাধ বিচরণ হাওয়াবদল-এর। রঙিন মুহূর্তগুলিকে
একের পর এক সাজিয়ে শোনানো হবে বেড়ানোর অন্যরকম গল্প। এই সংখ্যায়
ডাঃ সুপ্রিয়কুমার দাস-এর ক্যামেরা
শোনাবে
২০০৮-এর ‘গ্লোবাল সিটি ইন্ডেক্স’র হিসেবে বিশ্বের ২৪তম শহর স্টকহোম-এর গল্প।


মাঝ-মাসের সংযোজন
শীতের বাজার ভরে উঠেছে নানা শাকসব্জিতে। কী নেই সেই ভাণ্ডারে! উদাহরণের সালতামামিতে না গিয়ে সোজা ঢুকে
পড়া যাক আপনার রান্নাঘর-এ। ঘটে যাক স্বাদবদল। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর নিয়ে সংবাদের হাওয়াবদল

 
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়:
হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা,
ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০০১
ই-মেল করুন
haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com
 

রোজের আনন্দবাজার সংবাদের হাওয়াবদল স্বাদবদল • আপনার রান্নাঘর • পুরনো সংস্করণ