সঙ্গিনী দখলের লড়াইয়ে হেরে ভোরে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাল একটি পুরুষ বাইসন। সোমবার সকালে ঘটনাটি ঘটে ঘোষপুকুরের পাহারঘুমিয়া চা বাগানের ফকিরদীপজোত গ্রামে। বাইসনের গুঁতোয় একটি ছাগলের মৃত্যু হয়। দুটি বাড়িতেও ভাঙচুর করে। বাইসনের তাড়ায় ৫ জন বাসিন্দা জখম হয়েছেন। এই অবস্থায়, বন দফতরের ৫০ জনের একটি দল জন্তুটিকে ঘিরে ঘুমপাড়ানি গুলি করে বেহুঁশ করে। এদিনই তাঁকে মহানন্দা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়। |
বন দফতরের কার্শিয়াং এডিএফও নারায়ণ চন্দ্র রায় বলেন, “প্রায় দেড় ঘন্টার চেষ্টায় তাকে বেহুঁশ করা হয়। আধ ঘন্টার মধ্যে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।” এদিন সকালে ডুয়ার্সের হলদিবাড়ি চা বাগানেও দুটি বাইসন ঢুকে পড়ে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, স’কাল ৮ টা নাগাদ বাগানে কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় বাইসন দুটিকে দেখে ভয়ে পালিয়ে যান শ্রমিকরা। বিন্নাগুড়ি এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একটি বাইসনকে বনে ফেরান। অপরটি ৩৬ নম্বর সেকশনে ঘোরাফেরা করতে থাকে। সন্ধ্যা নাগাদ ওই বাইসনটিকে তাড়া করে বন কর্মীরা তোতাপাড়ার গভীর জঙ্গলে নিয়ে যায়। |