গুয়াহাটি চিড়িয়াখানায় এল নতুন অতিথি। রাঁচির ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্ক থেকে একজোড়া ডোরাকাটা হায়না ও একজোড়া নির্বাক রাজহাঁস চিড়িয়াখানায় আনা হয়েছে। বদলে, রাঁচি পাড়ি দিচ্ছে, একটি চিতাবাঘ ও একজোড়া লেপার্ড ক্যাট। বর্তমানে গুয়াহাটির চিড়িয়াখানায় ১৫টি চিতাবাঘ ও ২৬টি লেপার্ড ক্যাট রয়েছে। ডিএফও উৎপল বোরা জানান, সামনে মাসেই বিশাখাপত্তনমের ইন্দিরা গাঁধী চিড়িয়াখানা থেকে একজোড়ে স্লথ, একজোড়া রিং নেক্ড ফেজ্যান্ট, একজোড়া সোনালি ফেজ্যান্ট ও তিনটি বনেট ম্যাকাক আনা হবে। পাঠানো হবে ব্রো অ্যান্টলার্ড হরিণ, রোজি পেলিক্যান, ভলুক ও লেপার্ড ক্যাট। একই মাসে, রায়পুরের নন্দন বন বিহার থেকে, দুই জোড়া চার শিঙা অ্যান্টেলোপ ও একজোড়া মনিটর লিজার্ড পাবে অসম চিড়িয়াখানা। পাঠানো হবে এক জোড়া রয়্যাল বেঙ্গল,এক জোড়া হিমালয়ান ভালুক। চিড়িয়াখানায় ১২টি ভালুক রয়েছে।
|
গত কিছু দিন ধরে যে দলছুট দাঁতালটি দামোদর পেরিয়ে অন্ডালে যাতায়াত করছে, সোমবার তাকে আবার দেখা গেল রানিগঞ্জে। সন্ধ্যায় বক্তারনগর বাসস্ট্যান্ডের কাছে তাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। থমকে যায় যান চলাচল। পরে ২ নম্বর জাতীয় সড়ক ধরে সেটি ধান্ডাডিহির জঙ্গলের দিকে চলে যায়। দুর্গাপুরের ডিএফও বিমল কুমার জানান, হাতিটি বাঁকুড়া থেকে এসেছে। বনকর্মীরা নজর রাখছেন।
|
ফের হাতির হামলা নগাঁওয়ে। রূপহির পরে, এ বার কলিয়াবর। কাল রাতে, এক নম্বর ভুরবাঁধা গ্রামে হাতির পাল হানা দেয়। তাদের সামনে পড়ে জগৎ মণ্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। শনিবার রাতে রূপহিতে, হাতির হানায় মারা গিয়েছিলেন তিন জন। |