l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
রেলমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুকুল রায়
আরও তিন দিনের সিআইডি হেফাজত লক্ষ্মণ শেঠদের
ফের রেল দুর্ঘটনা
বিস্তারিত...
পুলিশ জানে তিনি নির্দোষ, দাবি লক্ষ্মণের
নিজস্ব প্রতিবেদন
নন্দীগ্রাম পুনর্দখলের ঘটনায় তিনি কোনও ভাবেই জড়িত নন বলে সিআইডি-র জেরায় দাবি করলেন তমলুকের প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ। তাঁর পাল্টা দাবি, তদানীন্তন পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলেই বিষয়টি স্পষ্ট হবে। সংঘর্ষের বিষয়ে পুলিশ ও প্রশাসনের ওই কর্তারা যথেষ্ট ওয়াকিবহাল বলে দাবি তাঁর। শনিবার দুপুরে মুম্বই থেকে লক্ষ্মণ শেঠ, অমিয় সাউ ও অশোক গুড়িয়াকে গ্রেফতার করার পর রবিবার রাতে তাঁদের ভবানী ভবনে নিয়ে আসে সিআইডি। তিন জনকে সিআইডি সোমবার হলদিয়া আদালতে হাজির করাতে পারে এই সম্ভাবনায় নন্দীগ্রাম-হলদিয়ার উৎসুক অনেকেই আদালতে ভিড় করেন। সিআইডি সূত্রে খবর, আজ, মঙ্গলবার হলদিয়া আদালতে তিন জনকে হাজির করা হবে। এ দিনই হলদিয়ার এসিজেএম আদালত চত্বরে নন্দীগ্রামের নিখোঁজদের পরিজনেরা আইনজীবীদের কাছে লক্ষ্মণবাবুদের পক্ষ না নেওয়ার আর্জি জানান।
বিস্তারিত...
এই সংক্রান্ত আরও খবর...
• নন্দীগ্রামের স্মৃতি উস্কেই ভোটের প্রস্তুতি তৃণমূলের
• নন্দীগ্রাম-কাঁটায় আবারও অস্বস্তিতে জেলা সিপিএম
‘আত্মঘাতী’ আন্দোলনে নামবে না
কেউ, আশা পাহাড়ের নানা মহলে
নিজস্ব প্রতিবেদন
‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা এবং আদিবাসী বিকাশ পরিষদের সাম্প্রতিক ‘রণহুঙ্কার’ অনিশ্চয়তার ছায়া ফেলেছে দার্জিলিং পাহাড় এবং লাগোয়া সমতলে। কিন্তু নানা ধরনের হুমকি দিলেও, জনজীবন স্তব্ধ করে আন্দোলনের রাস্তায় কোনও দলই হাঁটবে না--এমন আশায় বুক বাঁধছে স্থানীয় চা ও পর্যটন শিল্প এবং শিক্ষা মহল। স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতাপাহাড়ে যখনই আন্দোলন হয়েছে, ক্ষতি হয়েছে চা এবং পর্যটনের মতো অর্থকরী শিল্পের। ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তাই এ বার সাধারণ পাহাড়বাসী, সমতলের নানা পেশার মানুষজনের পক্ষ থেকে নানা রাজনৈতিক দল, সংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের কাছে বার্তা দেওয়া হয়েছে, আন্দোলনের নামে কেউ ‘আত্মঘাতী’ পদক্ষেপ করলে তা ‘বরদাস্ত’ করা হবে না। আমজনতার এই উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকারও।
বিস্তারিত...
আন্দোলনে সাড়া মিলবে কি,
সংশয়ে খোদ মোর্চা নেতারাই
কিশোর সাহা • শিলিগুড়ি
এক দিকে পাহাড় ও লাগোয়া সমতলে অশান্তির চেষ্টা হলে তা কড়া হাতে দমনের ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার, অন্য দিকে জনজীবন স্তব্ধ হবে এমন আন্দোলনের ডাক দিলে আগের মতো পাহাড়বাসীর সাড়া মিলবে কি না, তা নিয়ে দলের মধ্যেই রয়েছে সংশয়। এ দুইয়ের টানাপোড়েনের জেরে সংঘাতে যাওয়ার ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই কিছুটা সুর নরম করল গোর্খা জনমুক্তি মোর্চা। তাই সোমবার মোর্চার তরফে নতুন করে কোনও আন্দোলনের হুমকি দেওয়া হয়নি। উপরন্তু, মোর্চার কেন্দ্রীয় কমিটির একাংশ পাহাড়ের ৪ পুরসভার ৮৪ জন কাউন্সিলর ও লোকসভার সাংসদ যশোবন্ত সিংহকে ইস্তফা দেওয়ার দাবি করলেও তা নিয়ে প্রকাশ্যে দলের কোনও নেতা মন্তব্য করেননি। শুধু তাই-ই নয়, রাজ্যসভার একটি আসনের আর্জি উপেক্ষিত হলেও ‘নরমে-গরমে’ এগোতে চাইছেন মোর্চার নেতা-কর্মীদের অনেকেই। মোর্চার প্রচার সচিব তথা কালিম্পঙের বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী বলেন, “পাহাড়-তরাই-ডুয়ার্সে কোনও অশান্তি হোক তা আমরা চাই না।”
বিস্তারিত...
মাঝ-মাসের হাওয়াবদলে
‘আপনার রান্নাঘরে’
গৃহিণীর এক্সপেরিমেন্টে
পরিচিত ঘুগনির
‘স্বাদবদল’
। সঙ্গে
‘সংবাদের হাওয়াবদল’-এ
মুঠোয় ভরা খবর থেকে হোলির রঙে সাজানো ফোটো গ্যালারি।
জমি-জটে আটকে গোকর্ণের বিদ্যুৎ প্রকল্প
পিনাকী বন্দ্যোপাধ্যায় • কলকাতা
সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে হাওড়া এবং হুগলিতে। তার জন্য মুর্শিদাবাদের গোকর্ণতে তৈরি করতে হবে সাবস্টেশন। কিন্তু গোটা পরিকল্পনাটাই আটকে গিয়েছে জমি-জটে। গোকর্ণের বাসিন্দাদের দাবি, জমির বদলে রাজ্য সরকার যে ক্ষতিপূরণ দিতে চাইছে, তা বেশ কম। আরও বেশি ক্ষতিপূরণ এবং পরিবার পিছু এক জনকে সরকারি চাকরি না দিলে তাঁরা জমি দেবেন না। আর রাজ্য সরকারের বক্তব্য, নিয়ম মেনেই গোকর্ণে অধিগৃহীত জমির ক্ষতিপূরণের অঙ্ক ঠিক করা হয়েছে। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বৈঠক করেও সমাধান সূত্র মেলেনি। গোকর্ণতে এখন রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার ২২০ কেভি-র একটি সাবস্টেশন রয়েছে। আগামী দু’বছরের মধ্যে যে হেতু সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা আর ১০০০ মেগাওয়াট বেড়ে যাবে, তাই উৎপাদিত ওই বিদ্যুৎই গোকর্ণ সাবস্টেশনের মাধ্যমে হাওড়া এবং হুগলিতে আনার পরিকল্পনা করা হয়। তার জন্য সাবস্টেশনটির সংবহন ক্ষমতা যেমন ২২০ থেকে বাড়িয়ে ৪৪০ কেভি করতে হবে।
বিস্তারিত...
তৃণমূল বিধায়কের মৃত্যুতে
শোকের ছায়া জেলা জুড়ে
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দাসপুরের তৃণমূল বিধায়ক অজিত ভুঁইয়া (৫৮)। বন্যায় বাড়ি ভেঙে যাওয়ায় পরিবারকে নিয়ে দাসপুর-১ ব্লকের নাড়াজোল পঞ্চায়েতের কিসমত নাড়াজোল গ্রামে তৃণমূল কার্যালয়ে থাকতেন তিনি। রবিবার বেলদায় দলীয় কর্মী সম্মেলন সেরে সেখানে ফেরেন। রাত সাড়ে দশটা নাগাদ আচমকাই বুকে যন্ত্রণা শুরু হয়। সঙ্গে কাশি। ভর্তি করা হয় নাড়াজোল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করানো হয়। সোমবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। এ দিন সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দাসপুর-সহ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তৃণমূল নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি চেনা-পরিচিত-আত্মীয়-স্বজনেরাও শোকে মূহ্যমান। দুপুর দু’টো নাগাদ অজিতবাবুর দেহ পৌঁছয় দাসপুরের সোনাখালিতে।
বিস্তারিত...
প্রতিবন্ধকতা দমাতে পারেনি
সোনামুখীর রাজেশকে
নিজস্ব সংবাদদাতা • সোনামুখী
দু’পায়ে ছেলের তেমন সাড় নেই। তাই কখনও কোলে, কখনও সাইকেল, রিকশায় ছেলেকে চাপিয়ে মা স্কুলে নিয়ে গিয়েছেন। ডান হাতের বুড়ো আঙুল নেই। তাতেও দমানো যায়নি সেই ছেলেকে। তর্জনী ও মধ্যমার মধ্যে সে পেন ধরেছে। স্রেফ মনের জোরে এ ভাবেই বছরের পর বছর স্কুলের পরীক্ষায় পাশ করে সোনামুখীর চুয়ামসিনার রাজেশ সাহা এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে। সোমবার সোনামুখীর বিধানচন্দ্র হাইস্কুলের পরীক্ষার হল থেকে বেরিয়ে এক মুখ হাসি নিয়ে রাজেশ বলল, “বাংলা, ইংরেজি পরীক্ষা ভালই হয়েছে। এ দিন শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। ভাল হয়েছে।” মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল ৭৯ শতাংশ। তাই এ বারও সে আশায় বুক বেঁধে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে। বিধানচন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষক সুকুমার গরাই বলেন, “রাজেশ ‘রাইটার’ নেয়নি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাই রাজেশকে আধ ঘণ্টা বাড়তি সময় দিয়েছে।”
বিস্তারিত...
সেতুর দাবিতে আমরণ অনশনে বাসিন্দারা
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম
সেতুর দাবিতে আমরণ অনশন শুরু করলেন রামপুরহাট ২ ব্লকের ১৮ জন গ্রামবাসী। তাঁদের দাবি, এর আগে দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন-নিবেদন করলেও ওই সেতুর কাজ শুরু হয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা অনশনে নেমেছেন। অনশনকারীদের হুমকি, সেতু নির্মাণের বিষয়ে উপযুক্ত নিশ্চয়তা না মেলা পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন। স্থানীয় সূত্রে খবর, সেতুর অভাবে ওই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন। রামপুরহাট শহরে কলেজ বা মহকুমা হাসপাতালে যাতায়াত কিংবা রামপুরহাট স্টেশনে আসা যাওয়া থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাঁদের আজও বাঁশের একটি সামান্য সাঁকোর উপর নির্ভর করতে হয়। সেতুর অভাবে দুর্দশার মধ্যে বাস করছেন মাড়গ্রাম থানার জয়চন্দ্রপুর, বাবলাডাঙা, গোপালপুর, টিঠিডাঙা-সহ দুনিগ্রাম অঞ্চলের ৭টি গ্রাম।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
এক দশক পরে মহেশমাটি
প্রাথমিক খুলল শিক্ষা সংসদ
পক্ষপাতের অভিযোগ
কংগ্রেসের
দক্ষিণবঙ্গ
খুঁটি পোঁতার দু’বছর পরে
গ্রামে বিদ্যুৎ, খুশির ছোঁয়া
আততায়ীরা পরিচিত,
অনুমান পুলিশের
বর্ধমান
অগ্রদ্বীপেই
জেলার গঙ্গাসাগর
ধর্মঘটের পরেও বেহাল
রাস্তা, ক্ষুব্ধ বাসমালিকরা
পুরুলিয়া
প্রধানের বিরুদ্ধে
অনাস্থা উপপ্রধানের
কর্মবিরতি চলছেই, ব্যাহত
স্বাভাবিক কাজকর্ম
মুর্শিদাবাদ
অবহেলায় পড়ে
পাল যুগের স্থাপত্য
স্কুলের গা ঘেঁষে জাতীয়
সড়ক, উৎকণ্ঠা গ্রামে
মেদিনীপুর
জেলার উন্নয়ন
নিয়ে বৈঠক আজ
পুকুর কাটা শুরু হতেই
রাস্তায় ফাটল জলচকে
কলকাতা
৩৪.৬/২৬.০
আজকের দিনে
• বিশ্ব চড়াই দিবস।
• ১৯১৬:
‘আপেক্ষিকতাবাদ’ তত্ত্ব
প্রকাশ করলেন আইনস্টাইন।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.