পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন উপপ্রধান। ঘটনাটি বাঘমুণ্ডি ব্লকের বুড়দা কালিমাটি গ্রাম পঞ্চায়েতের। গত ১৪ মার্চ ওই পঞ্চায়েতের নির্দল উপপ্রধান মনোরঞ্জন সিংহ মুড়া কংগ্রেস প্রধানের বিরুদ্ধে বাঘমুণ্ডির বিডিও-র কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুড়দা কালিমাটি পঞ্চায়েতের মোট ১১টি আসনের মধ্যে কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের পাঁচটি করে আসন রয়েছে। আর একটি আসন পেয়েছিল নির্দল (আজসু) প্রার্থী প্রার্থী মনোরঞ্জন সিংহ মুড়া। তাঁর সমর্থন নিয়ে পঞ্চায়েত দখল করেছিল কংগ্রেস। এই সমর্থনের বিনিময়ে কংগ্রেস মনোরঞ্জনবাবুকে উপপ্রধানের পদ দেয়। প্রধান হন কংগ্রেসের লালমণি সিংহ মুড়া। ফলে বিরোধী আসনে বসতে হয় ফরওয়ার্ড ব্লককে।
কিন্তু হঠাৎ কেন এই অনাস্থা প্রস্তাব? উপপ্রধান মনোরঞ্জন সিংহ মুড়ার অভিযোগ, “এতদিন কোন সমস্যা না থাকলেও ইদানীং প্রধানের সঙ্গে বেশ কয়েকটি বিষয়ে মতান্তর হচ্ছে। প্রধান বা কংগ্রেসের সদস্যেরা আমাকে অন্ধকারে রেখে উন্নয়ন প্রকল্পের টাকা খরচ করছে। প্রধানকে জিজ্ঞাসা করেও কোনও সদুত্তর পাইনি। তাই বাধ্য হয়েই বিডিও-কে অনাস্থা চিঠি দিয়েছি।” প্রধান বলেন, “উপপ্রধানের এলাকায় একটি প্রকল্পের কাজ না করতে পারায় তিনি ভুল বুঝেছেন। কিছু সমস্যার জন্যই তাঁর প্রস্তাব মানা সম্ভব হয়নি। তাঁর সঙ্গে আলোচনা করেই এই ভুল বোঝাবুঝি মিটিয়ে নেব।”
প্রধান যাই বলুন, তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ায় উল্লসিত ফরওয়ার্ড ব্লক শিবির। ওই পঞ্চায়েতের সদস্য ফরওয়ার্ড ব্লকের ব্যোমকেশ্বর সাহা বলেন, “আমরা এতদিন প্রধান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে যে সব অভিযোগ তুলতাম, এ বার উপপ্রধানও সেই অভিযোগই তুলেছেন। আমরা তাঁর আনা অনাস্থা প্রস্তাব সমর্থন করি।” বাঘমুণ্ডির বিডিও শুভঙ্কর রায় বলেন, “আমি অনাস্থার চিঠি পেয়েছি। আগামী ২৭ মার্চ পঞ্চায়েতে এ ব্যাপারে বৈঠক ডাকা হয়েছে।” কংগ্রেসের থেকে সমর্থন তোলার পরে এ বার কী ফরওয়ার্ড ব্লককে সমর্থন জানাবেন? উপপ্রধানের জবাব, “এখনও কিছু ঠিক করিনি।” |