রেলমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুকুল রায় |
সকাল দশটায় রাষ্ট্রপতি ভবনে রেলমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুকুল রায়। শপথ অনুষ্ঠানে অন্যান্য তৃণমূল সাংসদেরা উপস্থিত থাকলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। শপথ নেওয়ার পর সংসদ ভবনে যাবেন মুকুল রায়। এর পর প্রধানমন্ত্রী লোকসভা ও রাজ্যসভার প্রতিনিধিদের সঙ্গে মুকুল রায়ের পরিচয় করাবেন। দুপুর ১২টায় লোকসভায় রেল বাজেটের জবাবি ভাষণ দিতে পারেন নতুন রেলমন্ত্রী। এর পর রেলের ভাড়া বৃদ্ধির যে প্রস্তাব প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী রেল বাজেটে পেশ করেছিলেন, সে বিষয়েও তাঁর সিদ্ধান্তের কথা জানাতে পারেন নব নিযুক্ত রেলমন্ত্রী। বিভিন্ন সাংসদদের সঙ্গে কথা বলে মুকুল রায় নিম্ন শ্রেণিতে ভাড়া কমানোর একটা প্রস্তাব পেশ করবেন আপাপতত এই সম্ভাবনার আশায় রয়েছে রাজনৈতিক শিবির।
|
লক্ষণ শেঠকে নিয়ে হলদিয়া আদালতের পথে সিআইডি |
নন্দীগ্রাম-কাণ্ডে জড়িত লক্ষ্মণ শেঠ-সহ দুই সিপিএম নেতা অমিয় সাউ ও অশোক গুড়িয়াকে হাজির করানো হবে আজ হলদিয়া মহকুমা আদালতে। সকাল ৮.৫৫ মিনিট নাগাদ ভবানী ভবন থেকে হলদিয়া যাওয়ার পথে লক্ষণ শেঠ ও পূর্ব মেদিনীপুরের ওই দুই প্রাক্তন শীর্ষ স্থানীয় নেতাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। প্রথমে তাঁদের জরুরি বিভাগ ও পরে কার্ডিওলজি বিভাগে নিয়ে এসে বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়। এর পর এই তিন জনকে নিয়ে সকাল পৌনে দশটা নাগাদ হলদিয়া মহকুমা আদালতের উদ্দেশে রওনা দিয়েছে সিআইডি। আদালত চত্বরে কোনও রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে সে দিকে নজর দিয়ে জেলা পুলিশ ১৪৪ ধারা জারি করেছে। আশা করা হচ্ছে দুপুর ২টো নাগাদ লক্ষণদের হাজির করানো হবে বিচারকের সামনে। এত নিরাপত্তা সত্ত্বেও আদালত চত্বরে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। আদালতের মূল প্রবেশ দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ, ইএফআর ও কমব্যাট জওয়ান মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ যথেষ্ট সচেষ্ট এই বিক্ষোভ সামলাতে। বেলা ১২ টা নাগাদ লক্ষণরা পৌঁছতে পারেন হলদিয়ায়। |
আরও তিন দিনের সিআইডি হেফাজত লক্ষ্মণ শেঠদের |
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে ধৃত প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ, প্রাক্তন বিধায়ক অমিয় সাউ এবং পূর্ব মেদিনীপুর জেলা কৃষকসভার সম্পাদক অশোক গুড়িয়াকে ৩ দিন সিআইডি হেফাজতের নির্দেশ দিল হলদিয়া এসিজেএম আদালত। আদালত চত্বর এবং বাইরের রাস্তায় প্রবল বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার ধৃতদের হলদিয়া আদালতে হাজির করায় সিআইডি। শনিবার মুম্বইয়ের চেম্বুর থেকে তিন নেতাকে গ্রেফতারের পরে সেখানকার আদালতেই প্রথমে তাঁদের হাজির করিয়েছিল সিআইডি। ট্রানজিট রিমান্ড মঞ্জুর হওয়ার পরে রবিবার সন্ধ্যায় ধৃতদের কলকাতায় এনে ভবানীভবনে রেখে টানা জেরা করেন সিআইডি অফিসারেরা। মঙ্গলবার হলদিয়া আদালতে সিআইডি-র পক্ষ থেকে ধৃতদের আরও জেরার জন্য ১০ দিন নিজেদের হেফাজতে রাখার আর্জি জানানো হয়। অন্য দিকে, লক্ষ্মণবাবুদের আইনজীবীরা পুরো অভিযোগই সাজানো বলে দাবি করে জামিনের আবেদন করেন। শেষ পর্যন্ত এসিজেএম সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় ৩ দিন সিআইডি হেফাজত মঞ্জুর করেন। লক্ষ্মণ শেঠদের কঠোর শাস্তির দাবিতে দিনভরই আদালতের বাইরে বিক্ষোভ দেখান নন্দীগ্রামের ‘নিখোঁজ’দের পরিজনেরা। |
বিনপুরে উদ্ধার মাও-সরঞ্জাম |
যেখানে যৌথবাহিনীর সঙ্গে লড়াইয়ে পাওয়া গিয়েছিল মাওবাদী শীর্ষনেতা কিষেণজির ক্ষতবিক্ষত দেহ, জামবনির সেই বুড়িশোলের জঙ্গল লাগোয়া বিনপুরের কুশবনি জঙ্গল এলাকা থেকে আজ যৌথ বাহিনীর সদস্যরাই উদ্ধার করেছে প্রচুর অস্ত্রশস্ত্র। ল্যাপটপ, প্রিন্টার, ১৫০ কিলোগ্রাম বিস্ফোরক, ১৮টি ডিটোনেটর, ২৫ রাউন্ড কার্তুজ, ২টি ফ্ল্যাশগান, একাধিক ল্যান্ডমাইন-সহ ব্যাগ, ডায়েরি, চিঠিপত্র কী নেই উদ্ধার হওয়া জিনিসপত্রের তালিকায়! ক’দিন আগে বিনপুরের এই অঞ্চলে মাওবাদীদের তরফে ব্যাপক ভাবে পোস্টার সাঁটানো হয়। সেখানে কিষেণজিকে ভুয়ো সংঘর্ষে মারা হয়েছে বলেও দাবি জানানো হয়েছিল। ‘লাল সেলাম’ জানানো হয়েছিল মাওবাদীদের নিহত ও ধরা পড়া নেতাদেরও। তার পরে আজ ওই এলাকা থেকে যৌথ বাহিনীর তল্লাশির ফলে আটক হওয়া এই সমস্ত জিনিসপত্র ঘটনার গুরুত্বকে স্বাভাবিক ভাবেই বাড়িয়ে দিয়েছে। ব্যথা উপশমের প্রচুর ওষুধপত্র তো বটেই যৌথ বাহিনীর এই উদ্ধার-তালিকায় রয়েছে মাওবাদীদের সমর্থনপুষ্ট ‘নারী ইজ্জত বাঁচাও কমিটি’র পোস্টার-সহ মাও-মদত পাওয়া বিভিন্ন গণসংগঠনের পোস্টারও।
|
|
কান্নায় ভেঙে পড়েছে দুর্ঘটনায় নিহত
এক ব্যক্তির পরিবার। ছবি: পিটিআই। |
গত বুধবারের রেল বাজেটে প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন রেলের সবচেয়ে দুর্বলতম জায়গা হল প্রহরাবিহীন ত্রসিং। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সমস্ত প্রহরাবিহীন ক্রসিংকে পাহারার আওতায় আনা হবে বলেও তিনি জানিয়েছিলেন। এর মধ্যে দেশের রাজনৈতিক সমীকরণের ফলে বদলে গেছেন রেলমন্ত্রী। কিন্তু রেলের দুর্বলতম জায়গাটির যে কোনও পরিবর্তন হয়নি তা আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উত্তর প্রদেশের হথরস। সেখানে আজ সকালেই ঘটল এক বিধ্বংসী ট্রেন দুর্ঘটনা। মাদু রেলস্টেশনের কাছে একটি প্রহরা বিহীন রেল ক্রসিঙে সকাল ৭টা ১৯ মিনিটে মথুরা-কাসগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এক জিপকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান ১৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের আলিগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।
|
ফের ধর্ষণের শিকার হল এক প্রতিবন্ধী কিশোরী। তার বয়স মাত্র নয় বছর। ঘটনাটি ঘটে বীরভূমের নলহাটি থানার লোহাপুর গ্রামে। ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। কাল সন্ধেবেলা প্রতিবেশী এক যুবক টিভি দেখানোর নাম করে কিশোরীটিকে তার বাড়িতে নিয়ে যায়, এবং সেখানেই তাকে ধর্ষণ-সহ পাশবিক অত্যাচারও করে ওই যুবক বলে অভিযোগ। এর পর ওই অভিযুক্ত যুবক কুরবানকে গ্রেফতার করে নলহাটি থানার পুলিশ। আজ আদালতে তোলা হবে তাকে। কিশোরীটি আপাতত রামপুরহাট হাসপাতালে ভর্তি।
|
রাজ্যসভাতে এনসিটিসি-র সংশোধনী প্রস্তাব খারিজ |
জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি) নিয়ে বিজেপির আনা সংশোধনী প্রস্তাব খারিজ হয়ে গেল রাজ্যসভায়। সংশোধনীর পক্ষে ভোট পড়ে ৭৭টি। অপর দিকে বিপক্ষে ভোট পড়েছে ৯৯টি। তৃণমূল কংগ্রেস এই ভোটাভুটিতে অংশ নেয়নি। তারা ওয়াকআউট করে। |
শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনল ছাত্রী |
ফের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে। ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই ছাত্রী যখন ক্লাস করছিলেন সেই সময় পদার্থবিদ্যার এক শিক্ষক তাঁর শ্লীলতাহানি করেন। ছাত্রীটি ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। যদিও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ ছাত্রীটি। অভিযুক্ত শিক্ষকেরও কোনও বক্তব্য পাওয়া যায়নি। |