l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• সিপিএম-র মিছিলে তৃণমূলের হামলা, মৃত ২
• মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠক
• বিতর্কে
স্যাফ
বিস্তারিত...
•
অতীতের তাঁরায় অঙ্কনশিল্পী এবং আধুনিক পাপেটের জনক শৈল চক্রবর্তী।
•
এই শহরের উপলব্ধি নিয়ে তারাদের চোখে গায়িকা হৈমন্তী শুক্ল।
•
স্বামী বিবেকানন্দের জন্মভিটের ইতিহাস মনীষালয়ে।
•
কলকাতার রূপ সাগরে ডুব দিয়ে ক্যামেরা-বন্দি নানা মুহূর্ত।
২৮শে ছুটি নিষিদ্ধ, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
তাঁর সরকারের জমানায় প্রথম সাধারণ ধর্মঘট মোকাবিলায় সরকার এবং দলের তরফে ‘কঠোর বার্তা’ দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ঠিক এক সপ্তাহ আগে এক দিকে রাজ্য সরকারের তরফে মহাকরণে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হল, ওই দিন সরকারি কর্মচারীরা ছুটি নিতে পারবেন না। অন্য দিকে, তৃণমূল ভবনে রাজ্যের শিল্পমন্ত্রী তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, ওই ধর্মঘটের দু’দিন আগে থেকেই শাসক দল ধর্মঘটের বিরোধিতায় রাস্তায় নামবে। এমনকী, ধর্মঘটের দিন রাস্তায় নেমে ‘সক্রিয় বিরোধিতা’ করা হবে, এমন ইঙ্গিতও তৃণমূলের তরফে দেওয়া হয়েছে। ধর্মঘট মোকাবিলায় মহাকরণ এবং তৃণমূল ভবনের দুই ‘হাতিয়ার’-এর মধ্যে প্রথমটি নিয়ে ইতিমধ্যেই ‘বিতর্ক’ তৈরি হয়েছে।
বিস্তারিত...
না এলে কী হবে, চিন্তায় কর্মীরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বন্ধ উপলক্ষে মহাকরণে মুখ্যসচিবের জারি করা একটি বিজ্ঞপ্তি। আর তাতেই সরগরম রাজ্য সরকারি কর্মচারী মহল। বামফ্রন্টের ৩৪ বছরে বন্ধ, ধর্মঘট উপলক্ষে সরকারের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হত, মঙ্গলবার মুখ্যসচিব সমর ঘোষের জারি করা নতুন নির্দেশিকার সঙ্গে তার মাত্র একটি বাক্যের তফাত। আগের নির্দেশিকায় বলা হত ‘ধর্মঘটের দিন সরকারি কর্মীরা অফিসে আসতে না পারলে বিধি অনুযায়ী তাঁদের ছুটির আবেদন করতে হবে’। নতুন নির্দেশিকায় এই বাক্যটি পরিবর্তন করে বলা হয়েছে ‘ধর্মঘটের দিন সরকারি কর্মীরা কাজে না এলে তাঁদের কোনও ছুটি মঞ্জুর করা হবে না’। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, জরুরি কারণে সে দিন কেউ ছুটি নিলে সরকার কী করবে? এ প্রসঙ্গে মুখ্যসচিব বলেন, “সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মী সরকারের কাছে আবেদন করবেন। সেই আবেদনপত্র খতিয়ে দেখে বিবেচনা করা হবে।”
বিস্তারিত...
আলোচনা করেই সিদ্ধান্ত, আশ্বাস মনমোহনের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র নিয়ে সকলের সঙ্গে আলোচনা করেই এগোতে চাইছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আজ মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সে কথা জানিয়ে দিয়েছেন তিনি। বাজেট অধিবেশনের আগে বিরোধী বা শরিক দলগুলির সঙ্গে নতুন করে বিরোধ তৈরির পক্ষপাতী নন মনমোহন। তিনি চাইছেন, প্রয়োজনে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীদের সম্মেলনে বা আলাদা করে বৈঠক ডেকে এই বিষয়টি নিয়ে আলোচনা হোক। সেখানে মুখ্যমন্ত্রীরা যে সব উদ্বেগ প্রকাশ করেছেন, তা দূর করার চেষ্টা হোক। মুখ্যমন্ত্রীদের মূল অভিযোগ ছিল, ইউপিএ-সরকার রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করার চেষ্টা করছে।
বিস্তারিত..
.
ডাকাতি থেকে ড্রাইভারি, শহর দাপিয়েছে পাক চর
সুনন্দ ঘোষ • কলকাতা
ভারতীয় সেনাবাহিনীর খবর পাকিস্তানে পাচার করবে বলে ছ’বছর ধরে কলকাতায় থাকছিল সে। বানিয়ে ফেলেছিল এ দেশে থাকার ছাড়পত্র ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এমনকী পাসপোর্টও। বিয়ে করেছিল মহেশতলার এক মেয়েকে। কলকাতায় এক প্রাক্তন সেনা অফিসারের ব্যক্তিগত গাড়ি-চালক হিসেবে চাকরিও জুটিয়ে নিয়েছিল। কিন্তু, শেষরক্ষা হয়নি। সম্প্রতি পাকিস্তান যাওয়ার ভিসা জোগাড় করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে ধরা পড়েছে পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই-এর চর ৩৮ বছরের আসিফ হুসেন। আসল নাম আতাহার। করাচিতে বাড়ি। আসিফ গ্রেফতারের পরে দিল্লি পুলিশের একটি দল সম্প্রতি মহেশতলার আক্রায় হানা দেয়। পুলিশ সূত্রে খবর, সেখানে আসিফের স্ত্রী, দেড় বছরের মেয়ে এবং দু’মাসের ছেলে রয়েছে।
বিস্তারিত...
পার্ক স্ট্রিট কাণ্ড
• নুসরতকে ফোনের সূত্র ধরেই কাদেরের খোঁজে গোয়েন্দারা
• ধর্ষিতার সঙ্গে দুর্ব্যবহার, শাস্তি দুই পুলিশের
শিক্ষাঙ্গনে রোজকার হাঙ্গামায় উদ্বিগ্ন হাইকোর্ট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
রাজ্যের কলেজে কলেজে ছাত্র সংঘর্ষের বহর দেখে উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপেন সেন। মঙ্গলবার কয়েকটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি বলেন, “কলেজে কলেজে ছাত্র সংঘর্ষ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা অত্যন্ত উদ্বেগজনক।” পরে বিচারপতি জানিয়ে দেন, যে সব কলেজের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা হয়েছে, সেখানে ওই নির্বাচন ১৫ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। ১ মার্চ থেকে মামলার শুনানি হবে। উল্লেখ্য, কলকাতার দীনবন্ধু অ্যান্ড্রুজ, আচার্য প্রফুল্লচন্দ্র (সাউথ সিটি-র নৈশ শাখা), কে কে দাস, ঝাড়গ্রাম রাজ কলেজ ও মালদহের রথবাড়ি কলেজের ভোট কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।
বিস্তারিত...
কোন পথে সুবিধা মিলবে রাজ্যে, ধন্দে ইনফোসিস
গার্গী গুহঠাকুরতা • কলকাতা
রাজ্যে ইনফোসিস প্রকল্প ঘিরে ক্রমশ আরও ঘন হচ্ছে অনিশ্চয়তার মেঘ।বিশেষ আর্থিক অঞ্চলের (এসইজেড বা সেজ) তকমা ছাড়া এ রাজ্যে প্রকল্প গড়লে, কর ছাড়-সহ বিভিন্ন সুবিধা কী ভাবে পাওয়া যাবে, তা নিয়ে ধন্দে ইনফোসিস। এ দিন আনন্দবাজারকে পাঠানো ই-মেল বার্তায় এই সংশয়ের কথাই জানিয়েছেন সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গ্লোবাল হেড (কমার্শিয়াল অ্যান্ড কর্পোরেট রিলেশন্স) বিনোদ হামপাপুর। তাঁর বক্তব্য, ‘সেজ’-এর তকমা ছাড়া আর্থিক সুযোগ-সুবিধাগুলি কী ভাবে পাওয়া যাবে, তা দেখতে চান তাঁরা। তার পরেই এ বিষয়ে যা বলার বলবেন। প্রকাশ্যে এ কথা বললেও এসইজেডের তকমা নিয়ে রাজ্য সরকারের টালবাহানায় দেশের অন্যতম অগ্রণী এই তথ্যপ্রযুক্তি সংস্থা ক্ষুব্ধ বলেই শিল্পমহলের খবর। ইনফোসিস পা রাখলে, বিনিয়োগ টানার ক্ষেত্রে রাজ্যের ভাবমূর্তি যে উপকৃত হবে, তা বিলক্ষণ জানে রাজ্য সরকারও।
বিস্তারিত...
বিদায়ী সিরিজ লাগবে না বলে দিলেন পন্টিং
সংবাদসংস্থা • সিডনি
এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলেন রিকি পন্টিং। তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন। ২৭৫টি এক দিনের ম্যাচ খেলে ১৩,৭০৪ রান পন্টিংয়ের, গড় ৪২.০৩। তিনবার বিশ্বকাপ জয়ী দলের সদস্য, তার মধ্যে দু’বার অধিনায়ক। পন্টিং বলেছেন, “যখন আমি টিম থেকে বাদই পড়ে গিয়েছি, তখন ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি বলাটা আমার পক্ষে একটু কঠিন। অস্ট্রেলিয়ার হয়ে আর ওয়ান ডে খেলব না, আর এটাও নিশ্চিত নির্বাচকরাও আমাকে নিতে চাইবেন না। তবে এই নিয়ে আমার কোনও তিক্ততা নেই।”
বিস্তারিত...
এক নজরে...
ভাস্কর শর্বরী রায়চৌধুরী প্রয়াত
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
ডিপোয় তাণ্ডবের জের, বাস চলল না সাত রুটে
মিউটেশনের নথি
পরীক্ষা হাতে হাতে
রাজ্য
সুষ্ঠু ছাত্রভোটের দিশা
দেখাতে নয়া কমিটি
হলদিয়া-বর্ধমানে একুশের
অনুষ্ঠানে লাগাম, বিতর্কও
দেশ
উত্তর-পূর্বাঞ্চলে শ্রদ্ধায়
ভাষা শহিদ স্মরণ
আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলে
বিতর্কে কেন্দ্র ও কংগ্রেস
ব্যবসা
পরিষেবা স্বাভাবিক রাখার
প্রতিশ্রুতি কিংফিশারের
সেনসেক্স সাত মাসে
ছুঁল সর্বোচ্চ অঙ্ক
খেলা
ভারত কার্যত ফাইনালে
অধিনায়ক ধোনির
অভাবটা চোখে পড়ল
স্বাস্থ্য
সরকারি হাসপাতাল চত্বরের বস্তিতে আগুন ইসলামপুরে
মানসিক হাসপাতাল গড়ে তোলার পিপিপি প্রকল্পে
বিশেষ সাড়া নেই
জীবজগত্
রানিগঞ্জে হাতি
সম্পাদকীয়
আইনের শাসন
প্রান্তিক মানুষ ব্রাত্য থাকলে
শহর তিলোত্তমা হয় না
কলকাতা
৩১.৭/১৭.৫
আজকের দিনে
•১৯৪৪:
মহাত্মা গাঁধীর স্ত্রী
কস্তুর্বা গাঁধীর মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.