|
|
|
|
অজিত পাল-জাফররা এখনই লন্ডন দেখছেন |
ভারত কার্যত ফাইনালে |
স্বপন সরকার • নয়াদিল্লি |
ভারত-৬
ফ্রান্স-২ |
প্রিঅলিম্পিকের তিন নম্বর ম্যাচ জিতে কার্যত ফাইনালে চলে গেল ভারত। তিন ম্যাচে ভরত-সন্দীপদের পয়েন্ট নয়।
বাকি যাদের ফেভারিট ধরা হচ্ছে সেই ফ্রান্স, পোল্যান্ড ও কানাডার সমসংখ্যক ম্যাচে ছয় পয়েন্ট। ভারতের আর ম্যাচ বাকি পোল্যান্ড ও কানাডার সঙ্গেই। মঙ্গলবার প্রথম দুই প্রতিপক্ষের তুলনায় কঠিন প্রতিপক্ষ ফ্রান্সের বিরুদ্ধে সহজেই জিতল ভারত। ফিল্ড গোল, পেনাল্টি কর্নার সবেতেই সমান দক্ষতা দেখিয়ে। এ দিনও হ্যাটট্রিক করলেন সন্দীপ সিংহ।
এ দিকে ফ্রান্সকে হারানো দেখতে দেখতে ভারতের প্রাক্তন তারকারা মনে করছেন লন্ডন অলিম্পিকের ছাড়পত্র ভরত ছেত্রীরা পাচ্ছেনই। বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক অজিতপাল সিংহ বলছিলেন, “দলটার ফাইটিং স্পিরিট আছে। দারুণ খেলছে। এই দল লন্ডনে যাবেই।” অলিম্পিয়ান জাফর ইকবালের কথায়, “আমাদের সময়ের খেলা মনে পড়ে যাচ্ছিল আজ। এ রকম খেললে লন্ডনেও ভাল ফল করবে এরা। টিমটার ফিটনেস খুব ভাল!” |
|
সন্দীপ সিংহ: হ্যাটট্রিকের উল্লাস। ছবি: এএফপি |
কিছুটা একই সুর আর এক প্রাক্তন তারকা অশোক কুমারের গলাতেও, “ফিটনেস ভাল বলেই এদের খেলায় খুব গতি থাকছে। গ্রুপ চ্যাম্পিয়ন হবেই।” তিন প্রাক্তনই ভারতকে ফাইনালে দেখছেন। আর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসাবে এগিয়ে রাখছেন পোল্যান্ডকে।
ম্যাচ শুরুর মিনিট চারেকের মধ্যেই শিবেন্দ্রর ফিল্ড গোলে এগিয়ে যায় ভারত। এর কিছু পরেই পেনাল্টি কর্নার থেকে ২-০ করেন ড্র্যাগ-ফ্লিক বিশেষজ্ঞ সন্দীপ সিংহ। তবে এ দিন আর আগের দু’টি ম্যাচের মতো ৪০-৫০ বার বিপক্ষ সার্কেলে ঢুকতে পারেননি যুবরাজ-সুনীলরা। গোটা ম্যাচে সংখ্যাটা ছিল ২০ বার। তা-সত্ত্বেও প্রথমার্ধের শেষে ভারতই এগিয়েছিল ৩-১। বিরতির পর ফের পেনাল্টি কর্নার থেকে ৪-১ করেন সন্দীপ। যার কিছু পরেই ফিল্ড গোলে ৫-১ সুনীলের। একেবারে শেষে তুষারের ফিল্ড গোলে ৬-২।
তিন নম্বর গোলটি এল সন্দীপের পেনাল্টি স্ট্রোকে। সুনীলকে সার্কেলে ঢোকার মুহূর্তে বাধা দেওয়ায় সুযোগটি পেয়েছিল ভারত। বিরতির ঠিক আগে ফ্রান্সের সেভেস্ত্রে একটি গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে দু’নম্বর গোল ম্যাগ্নারের। কিন্তু বিরতির পর ফের ভারতীয়দের স্কিলের কাছে বারবার পরাস্ত হতে থাকেন ফরাসিরা। প্রথমার্ধে ভারতের সঙ্গে পাল্লা দিয়েই তারা সার্কেলে ঢুকেছিল। গোলে ভরত ছিলেন অসাধারণ। পেনাল্টি কর্নার থেকেও নিশ্চিত গোল বাঁচান ভারত অধিনায়ক ভরত। পরের ম্যাচে কানাডার বিরুদ্ধে আলাদা স্ট্র্যাটেজিতে খেলবেন বলে জানালেন ভারতের কোচ মাইকেল নবস। |
|
|
|
|
|