সরকারি হাসপাতাল চত্বরের বস্তিতে আগুন ইসলামপুরে |
 |
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: সরকারি হাসপাতাল চত্বরেই গজিয়ে উঠেছে বস্তি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই বস্তিতেই আগুন লেগে আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুর হাসপাতালে। কেউ হতাহত না হলেও হাসপাতাল চত্বরে কী ভাবে এই ‘বেআইনি’ বস্তি গজিয়ে উঠল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।
|
|
মানসিক হাসপাতাল গড়ে তোলার পিপিপি প্রকল্পে বিশেষ সাড়া নেই
সোমা মুখোপাধ্যায় ও পারিজাত বন্দ্যোপাধ্যায় • কলকাতা: জেলাস্তরে স্বাস্থ্য-পরিষেবা বাড়াতে মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, সংক্ষেপে পিপিপি)
যতই জোর দিন, বাস্তব পরিস্থিতিতে কিন্তু তার তেমন প্রতিফলন নেই। গ্রামীণ হাসপাতালে পিপিপি-ভিত্তিতে
প্যাথলজিকাল ল্যাবরেটরি এবং এক্স রে-আলট্রাসোনোগ্রাফি কেন্দ্র চালু করার প্রকল্প কার্যত মুখ থুবড়ে পড়েছে।
এ বার জানা যাচ্ছে, পিপিপি মডেলে মানসিক হাসপাতাল খোলার প্রস্তাবিত প্রকল্পেও বিশেষ সাড়া মিলছে না। |
|
রোগিণীর আব্রু রক্ষায় উদাসীন বহরমপুরের সরকারি হাসপাতাল |
পারিজাত বন্দ্যোপাধ্যায়, কলকাতা ও শুভাশিস সৈয়দ, বহরমপুর: শারীরিক পরীক্ষার সময়ে সম্মান রক্ষার সামান্য আব্রুটুকুও পান না বহরমপুর মাতৃসদনের মহিলা রোগীরা। সম্প্রতি বহরমপুরের তিনটি সরকারি চিকিৎসালয়, নিউ জেনারেল, মাতৃসদন এবং সদর হাসপাতাল পরিদর্শন করে ফিরে স্বাস্থ্য দফতরের কয়েকজন প্রতিনিধি স্বাস্থ্যভবনে জমা দেওয়া রিপোর্টে এ কথা জানিয়েছেন। |
 |
|
‘ভুয়ো’ প্যাথলজি কেন্দ্রের হদিস পেতে অভিযান |
|
 |
চালু হল
এসএনসিইউ |
|
তিন কর্তার বিরুদ্ধে হুলিয়া ফের স্থগিত |
|
টুকরো খবর |
|
|