ভারত কার্যত ফাইনালে |
স্বপন সরকার, নয়াদিল্লি: প্রিঅলিম্পিকের তিন নম্বর ম্যাচ জিতে কার্যত ফাইনালে চলে গেল ভারত। তিন ম্যাচে ভরত-সন্দীপদের পয়েন্ট নয়। বাকি যাদের ফেভারিট ধরা হচ্ছে সেই ফ্রান্স, পোল্যান্ড ও কানাডার সমসংখ্যক ম্যাচে ছয় পয়েন্ট। ভারতের আর ম্যাচ বাকি পোল্যান্ড ও কানাডার সঙ্গেই। মঙ্গলবার প্রথম দুই প্রতিপক্ষের তুলনায় কঠিন প্রতিপক্ষ ফ্রান্সের বিরুদ্ধে সহজেই জিতল ভারত। ফিল্ড গোল, পেনাল্টি কর্নার সবেতেই সমান দক্ষতা দেখিয়ে। |
|
|
বিদায়ী সিরিজ লাগবে না বলে দিলেন পন্টিং |
|
সংবাদসংস্থা, সিডনি: এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলেন রিকি পন্টিং। তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন। ২৭৫টি এক দিনের ম্যাচ খেলে ১৩,৭০৪ রান পন্টিংয়ের, গড় ৪২.০৩। তিনবার বিশ্বকাপ জয়ী দলের সদস্য, তার মধ্যে দু’বার অধিনায়ক। পন্টিং বলেছেন, “যখন আমি টিম থেকে বাদই পড়ে গিয়েছি, তখন ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি বলাটা আমার পক্ষে একটু কঠিন। অস্ট্রেলিয়ার হয়ে আর ওয়ান ডে খেলব না, আর এটাও নিশ্চিত নির্বাচকরাও আমাকে নিতে চাইবেন না। |
|
অধিনায়ক ধোনির অভাবটা চোখে পড়ল |
রবি শাস্ত্রী: ভারতীয়রা আজ দিগ্ভ্রষ্ট হয়ে গেল। যার সবচেয়ে বড় কারণ ওদের বোলিং। ফিল্ডিংকে আমি দোষ দেব না। মাঠে কয়েক জন মন্থর ফিল্ডার ছিল কি না সেই তর্কেও যাচ্ছি না। পরের দিকে ব্যাটিংও ভারতকে ডুবিয়েছে। যদিও ততক্ষণে ভারতের কাজটা খুব বেশি কঠিন হয়ে গিয়েছিল। বাধ্য হচ্ছি বলতে যে, বীরেন্দ্র সহবাগ আজ ঠিকঠাক অঙ্ক মেলাতে পারল না। |
|
|
|
|
এআইএফএফ নাজেহাল
ক্লাবদের দাবিতে |
‘একটা ট্রফি জিতলেই
টিমটা পাল্টে যাবে’ |
|
সিএবি-র আগেই ঋদ্ধিমানদের সংবর্ধনা দিচ্ছে মোহনবাগান |
|
টুকরো খবর |
|
|