|
|
|
|
‘একটা ট্রফি জিতলেই টিমটা পাল্টে যাবে’ |
আর্সেনালের হয়ে খেলেছেন আড়াইশোর বেশি ম্যাচ। নিউ ইয়র্ক রেড বুলস থেকে লোনে
আর্সেনালে এসে চারটি ম্যাচ খেলে ফিরে গিয়েছেন আমেরিকায়। বিশেষ সাক্ষাৎকার দিলেন থিয়েরি অঁরি। |
প্রশ্ন: বিশ্রী ভাবে ০-৪ হেরে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের মুখে। আর্সেনালের জার্সিকে শেষ বিদায় এ ভাবে হবে ভেবেছিলেন?
অঁরি: অসম্ভব হতাশাজনক। ম্যাচের আগে বলেছিলাম, মিলান বড় দল। চ্যাম্পিয়ন্স লিগে যে কোনও অ্যাওয়ে ম্যাচ জেতাই কঠিন। যে ভাবে চেয়েছিলাম সে ভাবে সব কিছু এগোয়নি। আমি দলকে আরও সাহায্য করতে পারলে ভাল লাগত। একটা লেগ এখনও বাকি। দেখা যাক।
প্র: আপনার কি মনে হয় ২০০৫-এর পর এই চ্যাম্পিয়ন্স লিগই ছিল আর্সেনালের ট্রফি জেতার সেরা সুযোগ?
অঁরি: একটা ট্রফি ঘরে ঢুকলেই দেখবেন এই টিমটা পাল্টে যাবে।
প্র: আর্সেনালের এই দীর্ঘ দিন ট্রফিহীন থেকে যাওয়াতে আপনি কি চিন্তিত?
অঁরি: আমি আর্সেনালের সতীর্থদের বলেছি আত্মবিশ্বাস বজায় রাখতে। প্রথম যখন আর্সেনালে আসি তখন উয়েফা ফাইনালে দল হেরেছে। লিগ জেতার অবস্থাতেও ছিলাম না। পরের বছর এফ এ কাপ ফাইনাল হারলাম। এগুলো নিয়েই চলতে হবে। সমর্থকরা বলবে, এই ভাবে তো পাঁচ-ছ’বছর কেটে গেল। কিন্তু ব্যাপারটা মানতেই হবে। ২০ বছর আগে যদি বলতাম, লিভারপুল আর প্রিমিয়ার লিগ জিতবে না! কেউ বিশ্বাস করত? কিন্তু সেটাই তো হচ্ছে।
প্র: আর্সেনাল ফ্যানদের পক্ষে এত দিন অপেক্ষা করা তো কঠিন!
অঁরি: আশা করি, অত বেশি দিন অপেক্ষা করতে হবে না। ক্লাবের এই প্রজন্মের ফুটবলাররাই পারবে। আমি যখন প্রথম আসি তখন আনেলকা চলে গেছে। ওভারমার্স, পেতিত-ও চলে গেছে। সবাই বলছিল, এই আর্সেনাল আর আগের মতো নেই। আমাদের সময় লেগেছিল ঘুরে দাঁড়াতে। সমর্থকদের কিন্তু ফুটবলারদের পিছনে থাকতেই হবে। দল যখন হারের মধ্যে তখন সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। |
|
|
|
|
|